শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Neymar was left in tears as he made a return to Santos

খেলা | আবার সে এসেছে ফিরিয়া! স্যান্টোসে নেইমারকে নিয়ে আবেগের বিস্ফোরণ, কেঁদেই ফেললেন ব্রাজিলীয় তারকা

KM | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১১ : ৫২Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: আবার সে এসেছে ফিরিয়া। ছেলেবেলার ক্লাবে ফিরলেন নেইমার। ঘরের ছেলে ঘরে ফিরল। স্যান্টোসে নেইমারকে ঘিরে আবেগের বিস্ফোরণ। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কাঁদতে শুরু করলেন ব্রাজিলীয় তারকা। 

অনুষ্ঠান শুরুর আগে থেকেই বৃষ্টি হচ্ছিল। কিন্তু ঘরের ছেলে ঘরে ফেরার আনন্দে সেই বৃষ্টিই তুচ্ছ মনে হল ভক্তদের কাছে।  

বৃষ্ মাথায় নিয়েই স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার ভক্ত। তাঁদের হাতে ব্যানার, দ্য প্রিন্স ইজ ব্যাক। 

আর্জেন্টিনার যেমন মেসি। পর্তুগালের রোনাল্ডো। ব্রাজিলের নেইমার। দারুণ প্রতিভা অথচ চোটআঘাত তাঁর সেরাটা দিতে দেয়নি।নেইমার হয়তো উপেক্ষিত এক নায়ক। বিশ্বকাপ জিততে পারেননি। তাঁর সময়েই ব্রাজিলকে সাত গোলের লজ্জায় মুখ লুকোতে হয়েছিল। সৌদি আরবে খেলতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও সেই চোট তাঁকে টিকতে দিল না। এক সময়ে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলেছেন বার্সেলোনায়। কিন্তু মেসি-মায়ায় তাঁকে আচ্ছন্ন থাকতে হয়েছিল। সেই নেইমার ফিরে এলেন ব্রাজিলে। তাঁর শৈশবের ক্লাবে। 

নেইমার এলেন। কখনও হাসলেন, কখনও হাসালেন। আবার নিজেই কেঁদে ফেললেন। তাঁকে ভালবাসা দিয়ে, পরম স্নেহে আবেগে কাছে ডেকে নিল স্যান্টোস। 

 

আনুষ্ঠানিক ভাবে স্যান্টোসের চুক্তিতে সই করে তিনি সতীর্থদের সঙ্গে পরিচিত হন। ক্লাব কর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই মুহূর্তটারই তো অপেক্ষায় ছিলেন স্যান্টোসের ভক্তরা। 

একটি ভিডিও পোস্ট করা হয় স্যান্টোসের ফেসবুক পেজ থেকে। সেখানে ব্যবহার করা হয় ভক্তদের ব্যবহার করা সেই স্লোগান, ''দ্য প্রিন্স ইজ ব্যাক।'' শৈশবে বেড়ে ওঠা এই ক্লাবে। তাও তুলে ধরা হয় সেই ভিডিওয়। 

স্যান্টোসে এবার তাঁর পিঠে উঠছে ১০ নম্বর জার্সি। স্যান্টোস মানেই পেলে। ১০ নম্বর মানেই ফুটবল সম্রাট। এবার সেই ১০ নম্বর জার্সিই পিঠে উঠছে নেইমারের। পেলেকে স্মরণ করেন নেইমার। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''কিং পেলে, আপনার ইচ্ছা আমার কাছে শিরোধার্য। সিংহাসন ও মুকুট এখনও আপনার। আপনি চিরকালের। এই ১০ নম্বর জার্সি পরা আমার কাছে বিরাট সম্মানের। আপনার উত্তরাধিকারের সম্মান রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।''

কিন্তু স্যান্টোসে ফিরলেন কেন? নেইমার বলছেন, ''আল হিলালে ভালই ছিলাম। কিন্তু শেষের দিকে ট্রেনিং সেশনগুলোয় বিষণ্ণ লাগত। এর মধ্যেই স্যান্টোসের ডাক এল। আমি আর ভাবিনি।'' 

শোনা যাচ্ছে, পারিশ্রমিক আড়াই থেকে তিন কোটি ডলার কমিয়ে স্যান্টোসে ফিরেছেন নেইমার। 


#Neymar#NeymarReturns#Santos



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অরুণ জেটলি স্টেডিয়ামে ফের লঙ্ঘন নিরাপত্তা, কোহলিকে ছুঁতে দৌড় দিলেন তিন ভক্ত...

ঋদ্ধির বিদায়ী ম্যাচে জিতল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়লেন লড়াকু কিপার...

মরশুমের অন্যতম সেরা পারফরম্যান্স প্রথমার্ধে, মুম্বইয়ের সঙ্গে ড্র করে বলছেন অস্কার ...

১২ বছর পর নামলেন রনজি খেলতে, জানুন রেলওয়েজের বিরুদ্ধে খেলায় কত টাকা পাবেন বিরাট ...

সূর্যদের জয়ে বিতর্কের ছিটে, বাটলারের তোপের মুখে ম্যাচ রেফারি থেকে ভারতীয় দল...

এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়, অভিষেকে চমক হর্ষিত রানার ...

একাধিক গোল মিস, ভাঙা দলে মুম্বই থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল...

প্রাথমিক বিপর্যয় সামলে 'ব্রাত্য' তারকার হাত ধরেই ম্যাচে ফিরল ভারত...

অনিশ্চিত রডরিগেজ, মিনি ডার্বির আগে অভিনব অনুশীলন মোহনবাগানে...

হারানোর কিছু নেই, অলআউট ঝাঁপানোর বার্তা দিলেন মেহরাজ...

অবিচারের শিকার হয়ে কি জাতীয় দল থেকে বাদ? বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঋদ্ধি ...

ফুটবলবিশ্বের কাছে তিনিই শ্রেষ্ঠ, কিন্তু রোনাল্ডোর ছেলের কাছে সেরা অন্য কেউ ...

একদিন জার্সি পুড়িয়ে পালিয়েছিলেন দেশ থেকে, পুনর্মিলন ম্যাচে নামলেন আফগান মহিলা ক্রিকেটাররা ...

কোহলিকে বল করতে দাও, গ্যালারি থেকে উড়ে এল ভক্তদের আর্তি, তার পরে যা হল......

ঋদ্ধির বিদায়ী ম্যাচে বাংলার বোলারদের দাপট, পাঞ্জাবের আনমোলের সেঞ্চুরি ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 25