সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ০৯ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় আসার পর দ্বিতীয় বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। সাধারণ মানুষের পাশাপাশি লগ্নিকারী, সকলেই চেয়ে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দিকে। সকল শ্রেণির মানুষকে স্বস্তির দাওয়াই দিতে পারবেন কি অর্থমন্ত্রী? তাঁর উত্তর মিলবে আর শনিবার সকাল ১১টায়।
এই নিয়ে টানা অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইয়ের নজিরের কাছাকাছি পৌঁছলেন। দেসাই ১০ বার বাজেচ পেশ করেছিলেন। ১৯৫৯ থেকে ১৯৬৪ পর্যন্ত অর্থমন্ত্রী থাকাকালীন টানা ছয় বার বাজেট পেশ করেছিলেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৬৯ সালের মধ্যে আরও চার বার। অর্থমন্ত্রী হিসেবে পি চিদম্বরম এবং প্রণব মুখার্জি যথাক্রমে নয় এবং আট বার বাজেট পেশ করেছেন। কিন্তু কেউই নির্মলার মতো টানা আটবার বাজেট পেশ করেননি। ২০১৯ সালে নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হন নির্মলা।
সাধারণ মানুষের যে পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে নির্মলার নজর দেওয়া প্রয়োজন-
মূল্যবৃদ্ধি
মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। সারা দেশে পরিবারগুলি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বেশি ব্যয় করতে হচ্ছে। শাকসবজি, রান্নার তেল এবং দুধের মতো পণ্যের দাম বাড়ছে। আবহাওয়ার কারণে সবজির দামের উপর প্রভাব পড়েছে, অন্যদিকে সরকার শুল্ক বৃদ্ধি করায় রান্নার তেলের দাম বেড়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে দুধের। ক্রমবর্ধমান খরচের কারণে কোম্পানিগুলি ইতিমধ্যেই আরও দাম বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। আমদানি শুল্ক কমানো হলে দাম কমার সম্ভাবনা রয়েছে।
স্লথ আয়বৃদ্ধি
শ্রমিকদের মজুরি ও বিভিন্ন স্তরের কর্মীদের বেতনের স্লথ বৃদ্ধির কারণে সাম্প্রতিক মাসগুলিতে সাধারণ ঘরে খরচের পরিমাণ হ্রাস পেয়েছে। ফিকি এবং কোয়েস কর্প-এর সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইঞ্জিনিয়ারিং, উৎপাদন এবং পরিকাঠামো খাতে মজুরি বার্ষিক মাত্র ০.৮% হারে বৃদ্ধি পেয়েছে। যেখানে এফএমসিজি শিল্পে মজুরি ৫.৪% বৃদ্ধি পেয়েছে।
ধীর আর্থিক বৃদ্ধি
কেন্দ্রের আর্থিক সমীক্ষা জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি) হার নিম্নমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে। জিডিপি বৃদ্ধির হার ৬.৩ থেকে ৬.৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। চলতি অর্থবর্ষে জিডিপির হার ৬.৪%। এর একটি কারণ, অর্থবর্ষের প্রথমার্ধে বিভিন্ন পরিকাঠামোয় সরকারি ব্যয় কমিয়ে আনা। অর্থনীতির বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির জন্য সরকারের ব্যয় বৃদ্ধির দৃঢ় প্রতিশ্রুতি অত্যন্ত প্রয়োজনীয়।
কর্মসংস্থান
কোভিড অতিমারির সময়, লক্ষ লক্ষ মানুষ শহরে চাকরি হারানোর পর গ্রামাঞ্চলে ফিরে যান। এর ফলে কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও সেই চিত্র আগের অবস্থায় আর ফেরেনি। এর কারণ সীমিত চাকরির সুযোগ এবং শহরাঞ্চলে জীবনযাত্রার খরচ বেশি হওয়া। যদিও সরকারী তথ্যে কর্মসংস্থানের বৃদ্ধি কথা বলে হয়েছে। তবুও দেশে এখনও বহু কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন।
করের মাত্রা
নিম্ন ও মধ্যম আয়ের গোষ্ঠীর জনগণকে জন্য উচ্চ করের বোঝা বইতে হচ্ছে। যদিও জিএসটি কাউন্সিল কর্তৃক নির্ধারিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এর মতো পরোক্ষ কর পরিবর্তন করার ক্ষমতা সীমিত। তবুও ভোজ্য তেলের মতো প্রয়োজনীয় পণ্যের উপর আমদানি শুল্ক কমানো এবং পেট্রোলিয়াম পণ্যের উপর কর কমিয়ে কিছুটা স্বস্তি দেওয়া যেতে পারে সাধারণ মানুষকে। নিম্ন ও মধ্যম আয়ের শ্রেণির ব্যক্তিদের জন্য আয়করের বোঝা কমানোর দাবিও দীর্ঘদিনের। কারণ এর ফলে আরও বেশি ব্যয়যোগ্য আয় তৈরি হবে।
নানান খবর
নানান খবর

প্রতিদিন ৭০ টাকা বিনিয়োগ করলেই পোস্ট অফিস এই প্রকল্পে হবেন মালামাল, জানুন বিস্তারিত

রেকর্ড, চড়চড়িয়ে বাড়ল আরবিআই-এর মজুত সোনার মূল্য

ফিক্সড ডিপোজিটে কমল সুদের হার, জেনে নিন বিস্তারিত

একইসঙ্গে খুলতে পারবেন দুটি পিপিএফ অ্যাকাউন্ট, মানতে হবে এই সহজ নিয়ম

বিনিয়োগ করতে চান, দেখে নিন সেরা পাঁচটি মিউচুয়াল ফান্ডের ঠিকানা

অনলাইনে নিজের এসবিআই অ্যাকাউন্টের শাখা পরিবর্তন করতে চান, রইল বিস্তারিত তথ্য
মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ করলেই হতে পারেন কোটিপতি, কীভাবে দেখে নিন এখনই

কেন্দ্রীয় এই প্রকল্পে বিনিয়োগ করলেই মিলবে ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন! সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এবার বিলম্বিত পেনশনের উপর মিলবে ৮ শতাংশ সুদ

ওষুধ খেয়েই ওজন কমিয়ে এমন পাল্টে গেলেন? করণ জোহরের বিস্ফোরক জবাবে হাঁ নেটপাড়া

কমে গেল সুদের হার, এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট এবং সেভিংসে বড় বদল, জেনে নিন এখনই

মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেই হতে পারেন কোটিপতি, জেনে নিন কীভাবে

দরিদ্রদের জীবনে আশার আলো, জানুন কেন্দ্রীয় এই ৯ প্রকল্প সমন্ধে

সম্পত্তি রেজিস্ট্রেশনের সময় স্ট্যাম্প ডিউটির খরচ কীভাবে কমানো যায়? জেনে নিন এই আইনি উপায়গুলি

রেপো রেট কমায় সুদের হার কমেছে, এবার আপনি কীভাবে ইএমআই কমাবেন? জেনে নিন

পাঁচ শতাংশ সুদে মিলবে তিন লক্ষ টাকা ঋণ, জানুন এই সরকারি প্রকল্প সমন্ধে