আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার এমএসএমই বা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ঋণ বৃদ্ধির ঘোষণা করেছেন। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির জন্যই কেন্দ্রের এই উদ্যোগ। উচ্চতর দক্ষতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং মূলধন জোগাড়ে সহায়তা করার জন্য, সমস্ত স্তরের এমএসএমই-এর বিনিয়োগ এবং টার্নওভার সীমা যথাক্রমে ২.৫ এবং ২ গুণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী ৫ বছরে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি ১.৫ লক্ষ কোটি টাকা লোন দেওয়া হবে।
নির্মলা সীতারমনের মতে, সরকার ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগের জন্য ঋণ গ্যারান্টি কভার বর্তমান ৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বাড়াচ্ছে। তিনি বলেন, "আগামী পাঁচ বছরে অতিরিক্ত ১.৫ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে। স্টার্টআপগুলির জন্য, ঋণ গ্যারান্টি কভার বর্তমান ১০ কোটি টাকা থেকে ২০ কোটি টাকায় উন্নীত করা হবে। ২৭টি সেক্টরে ঋণের জন্য গ্যারান্টি ফি ১ শতাংশে কমিয়ে আনা হবে।" কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, "এই পদক্ষেপ আত্মনির্ভর ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে।"
বর্তমানে, ১ কোটিরও বেশি নথিভুক্ত এমএসএমই, ৭.৫ কোটি লোকের কর্মসংস্থান করে। এমএসএমই উৎপাদন দেশের মোটস উৎপাদনের ৩৬ শতাংশ, যা ভারতকে দুনিয়ার অন্যতম উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করেন নির্মলা সীতারমন। ভারতের মোট রপ্তানির ৪৫ শতাংশই এমএসএমই পণ্য।
সরকার উদ্যম পোর্টালে নথিভুক্ত ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ডও চালু করবে - যার সীমা ৫ লক্ষ টাকা। অর্থমন্ত্রী জানান, প্রথম বছরে কমপক্ষে ১০ লক্ষ কার্ড চালু করা হবে। এছাড়াও, সরকার ৫ লক্ষ প্রথমবারের মত আসা মহিলা, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) উদ্যোক্তাদের জন্য ২ কোটি টাকার মেয়াদী ঋণ চালু করবে।
