শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal and Mumbai city ends in a draw

খেলা | মরশুমের অন্যতম সেরা পারফরম্যান্স প্রথমার্ধে, মুম্বইয়ের সঙ্গে ড্র করে বলছেন অস্কার

KM | ০১ ফেব্রুয়ারী ২০২৫ ১১ : ৩০Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: মুম্বই সিটির ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর দলের খেলায় খুশি এবং রীতিমতো গর্বিত ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ। 

শুক্রবার মুম্বই ফুটবল এরিনায় দুর্দান্ত লড়াই করে গতবারের কাপজয়ীদের রুখে দেয় লাল-হলুদ ব্রিগেড। 

দলে মাত্র তিন বিদেশিকে নিয়ে মাঠে নেমে লাল-হলুদ রীতিমতো সাহসী ও উজ্জীবিত ফুটবল খেলে। 

শুক্রবার ম্যাচের শেষে অস্কার বলেন, ''অনেক চোটআঘাত সমস্যা সত্ত্বেও প্রথমার্ধে আমরা এই মরশুমের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছি। কিন্তু আমরা কাঙ্ক্ষিত গোল পাইনি, যা দ্বিতীয়ার্ধে আমাদের শক্তি সঞ্চয়ের সুযোগ দিত। এই ম্যাচে একটি বড় ইতিবাচক দিক হল, ম্যাচের পর ম্যাচ আমরা আরও সংগঠিত, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছি। আজ মুম্বই সিটির মতো শক্তিশালী আক্রমণাত্মক দলের বিপক্ষে ‘ক্লিন শিট’ রাখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।''

নিজের দলের ছেলেদের প্রশংসা করে লাল-হলুদ কোচ বলেন, ''আমরাই আজ মাঠে সেরা দল ছিলাম। আমরা এখানে তিন পয়েন্টের জন্যই এসেছিলাম। তা পাইনি ঠিকই, তবে আরও ভাল কিছু হতে পারত।''

ম্যাচের বিশ্লেষণ করে অস্কার বলেন, ''আমরা প্রথমার্ধেই মুম্বই সিটিকে চমকে দিতে চেয়েছিলাম। কয়েক সপ্তাহ আগে কলকাতায় যে ম্যাচ খেলেছিলাম, তাতে আমরা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করি। সে দিন ওরা ম্যাচটা নিয়ন্ত্রণ করে। আমরা জানি, ওরা  আক্রমণে ওঠে, ফুল-ব্যাকদের সঙ্গে সমন্বয় তৈরি করে এবং মাঝমাঠে বেশি সংখ্যক খেলোয়াড় জড় করে আক্রমণ তৈরি করে। আজ সেই অনুযায়ীই খেলার পরিকল্পনা করেছিলাম।''

নিজেদের কৌশল নিয়ে বিষ্ণুদের কোচ বলেন, ''আমরা চেয়েছিলাম আক্রমণে ওঠার সময় ওরা যাতে ভুল করতে বাধ্য হয় এবং চাপে পড়ে যায়। আমার মনে হয়, প্রথমার্ধে আমরা এই পরিকল্পনায় সফল হয়েছি।  শক্তি নিয়ে উজ্জীবিত ফুটবল খেলেছি আমরা, প্রতিপক্ষের অর্ধে অনেক বল ছিনিয়ে নিয়েছি এবং প্রচুর গোলের সুযোগও তৈরি করেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতিতে ব্যালান্স ছিল। তখন প্রায় ৫০-৫০ লড়াই ছিল। তবে দুঃখের বিষয়, প্রথমার্ধে আমরা যে সুযোগগুলো তৈরি করেছিলাম, তা কাজে লাগাতে পারিনি।''

দলের দুই বিদেশি দিয়ামান্তাকস ও রিচার্ড সেলিসের প্রশংসা করে অস্কার বলেন, ''দিয়ামান্তাকসকে আজ দু’বার পোস্ট প্রতিহত করেছে। দিমি একজন ‘বক্স প্লেয়ার’। ওকে সঠিক জায়গায় থাকতে হবে। আমি নিশ্চিত, একবার গোল পেলে ও ছন্দ ফিরে পাবে এবং ধারাবাহিকভাবে গোল করতে শুরু করবে। ও আজ খুব কাছাকাছি ছিল। এটা সত্যি যে, স্ট্রাইকাররা মাঝে মাঝে গোল পায় না। কিন্তু সেই দুঃসময় কেটে যায়। কিন্তু এটাও ঠিক যে, ও যথেষ্ট ভাল ভাল সুযোগ পাচ্ছে—সেলিস বাঁ দিক থেকে, বিষ্ণু ডান দিক থেকে, এমনকি ডেভিডও মাঝমাঠ থেকে সহায়তা করছে ওকে এবং মহেশ আজ আমাদের আক্রমণ পরিচালনা করেছে।''

পুরো দল নিয়ে না খেলতে পারলেও যে লড়াই করেছে ইস্টবেঙ্গল, তা সবাইকে মনে করিয়ে দিয়ে অস্কার বলেন, ''আমরা আমাদের পূর্ণশক্তির দল পাইনি। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের দলে অনেক চোট সমস্যা চলছে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পরিস্থিতিতে আজ আমাদের দলের গভীরতা বোঝা গেল। মুম্বই সিটি এফসি তাদের বেঞ্চ থেকে পরিবর্তন করে ম্যাচ জেতার চেষ্টা করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দলকে শক্তিশালী করার মতো তেমন বিকল্প ছিল না।''


#EastBengal#OscarBruzon#MumbaiCity



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আবার সে এসেছে ফিরিয়া! স্যান্টোসে নেইমারকে নিয়ে আবেগের বিস্ফোরণ, কেঁদেই ফেললেন ব্রাজিলীয় তারকা ...

ঋদ্ধির বিদায়ী ম্যাচে জিতল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়লেন লড়াকু কিপার...

১২ বছর পর নামলেন রনজি খেলতে, জানুন রেলওয়েজের বিরুদ্ধে খেলায় কত টাকা পাবেন বিরাট ...

সূর্যদের জয়ে বিতর্কের ছিটে, বাটলারের তোপের মুখে ম্যাচ রেফারি থেকে ভারতীয় দল...

এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়, অভিষেকে চমক হর্ষিত রানার ...

একাধিক গোল মিস, ভাঙা দলে মুম্বই থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল...

প্রাথমিক বিপর্যয় সামলে 'ব্রাত্য' তারকার হাত ধরেই ম্যাচে ফিরল ভারত...

অনিশ্চিত রডরিগেজ, মিনি ডার্বির আগে অভিনব অনুশীলন মোহনবাগানে...

হারানোর কিছু নেই, অলআউট ঝাঁপানোর বার্তা দিলেন মেহরাজ...

অবিচারের শিকার হয়ে কি জাতীয় দল থেকে বাদ? বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঋদ্ধি ...

ফুটবলবিশ্বের কাছে তিনিই শ্রেষ্ঠ, কিন্তু রোনাল্ডোর ছেলের কাছে সেরা অন্য কেউ ...

একদিন জার্সি পুড়িয়ে পালিয়েছিলেন দেশ থেকে, পুনর্মিলন ম্যাচে নামলেন আফগান মহিলা ক্রিকেটাররা ...

কোহলিকে বল করতে দাও, গ্যালারি থেকে উড়ে এল ভক্তদের আর্তি, তার পরে যা হল......

ঋদ্ধির বিদায়ী ম্যাচে বাংলার বোলারদের দাপট, পাঞ্জাবের আনমোলের সেঞ্চুরি ...

১২ বছর পর রঞ্জিতে নামছেন কোহলি, কত নম্বরে ব্যাট করবেন? ...

এভাবেও কেউ রান আউটের সুযোগ নষ্ট করে! আজম খান করেন, না দেখলে বিশ্বাস করবেন না...

সত্যিই কি সামি ফিরল? অধিনায়ক সূর্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া ...

'নামটাই কেবল ছিল ফ্রেন্ডশিপ ট্যুর..বন্ধুত্বপূর্ণ আর হল কোথায়...' সৌরভের মন্তব্যের পরে মুখ খুললেন শোয়েব, কী বলল...

ইডেনে নামছেন শেষ ম্যাচে, তার পরেই কি নাইটদের সহকারী কোচ? ঋদ্ধিমান সাহা কী বলছেন? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 25