শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Youth beaten to death in Murshidabad gnr

রাজ্য | চোর সন্দেহে যুবককে বেধড়ক মার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের, খুনের অভিযোগ মুর্শিদাবাদে

AD | ২৫ জানুয়ারী ২০২৫ ১২ : ৫১Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে ওই যুবককে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ফিল্ডপাড়া এলাকায় মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে জঙ্গিপুর হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন শুক্রবার ওই যুবকের মৃত্যু হয়েছে। সামশেরগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম আব্দুল সইদ। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার শুলিতলা গ্রামে। মাথায় রক্তক্ষরণের জেরে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। তবে শনিবার সকল পর্যন্ত মৃত ওই যুবকের পরিবারের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।  
 
মৃত ওই যুবকের মা খাইরুন বিবি বলেন,' বৃহস্পতিবার রাতে এক মহিলা আমার ছেলেকে ফোন করেছিল। এরপরই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে আমরা জানতে পারি আমার ছেলেকে চোর সন্দেহে কিছু লোক বেধড়ক মারধর করেছে। আমার ছেলেকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল।' ওই মহিলা জানান,' ঘটনার খবর পেয়ে সামশেরগঞ্জ থানা থেকে পুলিশ ওই এলাকায় যায় এবং আমার ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।'
 
ফিল্ডপাড়া এলাকার কিছু বাসিন্দা নাম না প্রকাশের শর্তে অভিযোগ করেন, বৃহস্পতিবার ভোররাতে এক মহিলার বাড়ির দরজা খোলা দেখে ওই যুবক সেখানে ঢুকে পড়েছিলেন। হঠাৎ করে ওই মহিলার ঘুম ভেঙে যাওয়ার পর বাড়ির ভেতরে অপরিচিত আব্দুলকে দেখতে পেয়ে তিনি চিৎকার করে ওঠেন। সেই সময় আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং আব্দুলকে হিজলতলার মাঠে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, মৃত ওই যুবক মাদকাসক্ত ছিলেন। টাকা জোগাড়ের নেশায় মাঝেমধ্যেই ছোটখাটো চুরি করতেন। একটি অপরাধের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সাম্প্রতি তাকে গ্রেপ্তারও করেছিল। গত শনিবার সে জেল থেকে জামিনে মুক্তি পায়।
 
মৃত ওই যুবকের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, আব্দুল কোনও চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল না। কিছু ব্যক্তি পরিকল্পনা করে তাকে হিজলতলার  মাঠে মারধর করে পাশে একটি লিচুবাগানে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। পরিবারের দাবি, যে মহিলার ফোন পেয়ে আব্দুল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হোক।


#Murshidabad#Death



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভাতা বাড়ছে লক্ষীর ভান্ডারের, কত টাকা? জানিয়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ...

মাধ্যমিক পরীক্ষা, কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ...

মসি ছেড়ে অসি, স্কুল পড়ুয়ারা নেড়েচেড়ে দেখল সেনার সমরাস্ত্র...

রাজ্য ভাওয়াইয়া সংঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম দিনহাটার সোনালী, পরিযায়ী শ্রমিকের মেয়ের জন্য গর্বিত এলাকাবাস...

স্বামীর অবৈধ সম্পর্ক জেনে ফেলেছিল স্ত্রী, রাগে স্ত্রীকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোক...

ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়...

শেয়ালের উৎপাতে ছাড়া পেল অপহৃত! ভেস্তে গেল মুক্তিপণ আদায়ের ছক...

বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল...

বাজি কারখানায় বিস্ফোরণ, গ্রেপ্তার কারখানার মালিক ...

টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...

সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...

ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...

পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...

বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...

পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25