বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানদের আর্থিক ক্ষমতা কমে গেল

Pallabi Ghosh | ১০ ডিসেম্বর ২০২৩ ০৮ : ৫৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা হ্রাস করা হল। পুর ও নগর উন্নয়নের দপ্তরের তরফ থেকে যুগ্ম সচিব এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন এখন থেকে পুরসভার সমস্ত চেকে সংশ্লিষ্ট পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিন্যান্স অফিসার সই করবেন। চেকে পুরসভার চেয়ারম্যানের সই করার কোনও উল্লেখ ওই নির্দেশিকাতে নেই।
নির্দেশিকা জারি হওয়ার পর রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন -তাঁরা আর্থিক দিক থেকে দায়মুক্ত হলেন এবং রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোও আর পুরসভার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না।
এই সিদ্ধান্ত আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বড় "ডিভিডেন্ট" দেবে বলেই সকলে মনে করছেন।
দপ্তরের বিশেষ সচিব নির্দেশিকা জারি করে জানিয়েছেন- এখন থেকে পুরসভার এক্সিকিউটিভ অফিসার বাজেট তৈরি করবেন এবং যে কোনও ক্রয়ের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে উপলব্ধ অর্থের ওপর ভিত্তি করে তা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন।
পাশাপাশি নতুন নির্দেশিকাতে যাবতীয় টেন্ডার ডাকার ক্ষমতা পুরসভার এক্সিকিউটিভ অফিসারকেই দেওয়া হয়েছে।
দপ্তরের নতুন নির্দেশিকাতে -"ক্যাশবুক" এবং "ডিমান্ড এবং কালেকশন রেজিস্টার" পরীক্ষা করা যাবতীয় দায়িত্ব এক্সিকিউটিভ অফিসারকেই দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুরসভার চেয়ারম্যান যে সমস্ত বিল এবং ভাউচার পেশ করবেন তা পাস করার দায়িত্ব এক্সিকিউটিভ অফিসারের এবং ফিনান্স অফিসারের হাতে ন্যস্ত করা হয়েছে।
দপ্তরের ওই নির্দেশিকাতে আরও বলা হয়েছে - এরপর থেকে পুরসভার "বোর্ড অফ কাউন্সিলর" বৈঠক করে অর্থ সংক্রান্ত বিষয় জড়িত রয়েছে এমন কোনও সমস্যার সমাধান করতে পারবে না। যদি কোনও পুরসভা এরকম কাজ করে তাহলে তারা যে সিদ্ধান্ত নেবে তা রাজ্যের পুর দপ্তর বাতিল করে দিতে পারে।
এর পাশাপাশি ওই নির্দেশিকা জারি করে পুরসভার "স্ট্যান্ডিং কমিটি" এবং "বোর্ড অফ কাউন্সিলর"দের বৈঠকে এক্সিকিউটিভ অফিসার ,ফিনান্স অফিসার এবং সংশ্লিষ্ট অন্য আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের এই নির্দেশিকা দেখার পর কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, "এখনও সব চেকে সই করার ক্ষমতা আমাদের ছিল না। তবে আমাদের কাজ করতে কোনও অসুবিধা হবে না। রাজ্য সরকারের সাথে সহযোগিতা এবং সমন্বয়ে বজায় রেখেই আমরা কাজ করব।"
ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম বলেন," এলাকার যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের তালিকা আমরাই এক্সিকিউটিভ অফিসারের হাতে তুলে দেব। তার ফলে কাজ করতে অসুবিধা হওয়া উচিত নয়।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



12 23