শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: দীর্ঘ পথ হেঁটে করলেন জনসংযোগ, বৃদ্ধার বাড়িতে চা খেলেন মমতা

Riya Patra | ১০ ডিসেম্বর ২০২৩ ১৩ : ২৯Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: বানারহাটে এসেই মানুষের সাথে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চিরাচরিত মেজাজে দীর্ঘ পথ পায়ে হেঁটে জনসংযোগের পাশাপাশি শুনলেন মানুষের সমস্যার কথা। মন্দিরে পুজো দিলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে দেখে তাঁর বাড়িতে ঢুকে চা খাওয়ার পাশাপাশি দরাজহস্তে শীতবস্ত্র বিতরণ করলেন। হাসিমুখে ছোটদের দিলেন চকলেট-টেডিবিয়ার। মুখ্যমন্ত্রীকে এতোটা কাছ থেকে ভিন্ন মেজাজে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। 



আলিপুরদুয়ারের জনসভা শেষে দুপুর দেড়টা নাগাদ বানারহাট হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী নামেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এবারই তিনি প্রথম বানারহাটে এলেন, এর আগে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বন্ধ কাঁঠালগুড়ি চা বাগানের শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, করেছিলেন সভা। আজ হেলিকপ্টার থেকে নেমে তিনি চলে যান বানারহাট শীতলামন্দিরে। মন্দিরের কাছেই প্রতিভা ভদ্রের বাড়ি, ৮৪ বছর বয়সী প্রতিভা দেবী মুখ্যমন্ত্রীকে জোড়হাত করে প্রণাম করতেই তাঁকে বুকে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী। ঢুকে যান তাঁর বাড়িতে, চা খেতে চান। প্রতিভা দেবীর পুত্রবধূ রীতা পোখরেল পাহাড়ের বাসিন্দা, সে কথা জেনেই তিনি জানান পাহাড়েরই আরেক মেয়ে সদ্য তার বাড়িরও পুত্রবধূ হয়েছেন। চা খাওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ সেই পরিবারের আর্থিক অবস্থা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি সোজা চলে যান শীতলামন্দিরে। মন্দিরে পূজা দিয়ে বানারহাট শহরের ভেতর আদর্শপল্লী এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তা তিনি পায়ে হাঁটলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের হাতে তুলে দিলেন শীতবস্ত্র, শুনলেন তাঁদের সমস্যার কথা, বাচ্চাদের দিলেন খেলনা ও চকলেট। দশ বছর বয়সী ঐশানী পাল মুখ্যমন্ত্রীর দিকে বাড়িয়ে দেয় তার হোমওয়ার্কের খাতা, মুখ্যমন্ত্রী তাতে অটোগ্রাফও দিলেন। মুখ্যমন্ত্রী বাচ্চাটিকে বলেন "তুমি খুব বুদ্ধিমান তাই সবার মতোও ছবি না নিয়ে অটোগ্রাফ নিলে।" মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় নানান মন্ত্রীরাও এই শহরে আসেন, তবে কাছ থেকে মুখ্যমন্ত্রীর ছুঁয়ে তাকে মনের কথা বলার সুযোগ প্রথমবার পেয়ে আনন্দিত স্থানীয় বাসিন্দারা।
মুখ্যমন্ত্রী জানান আজ তিনি এক বৃদ্ধার বাড়িতে চা খেয়েছেন, দার্জিলিং এর মানুষেরা কড়া করে দুধ-চিনি বেশি দিয়ে চা খান, সেই চা বানারহাটে বসে খেয়ে তাঁর ভালো লেগেছে। আজ রাতে তিনি বানারহাটেই থাকবেন, আগামীকাল সভা থেকে বক্তব্য রাখবেন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খাওয়াই হল কাল, বীরভূমে মৃত এক, আহত আরও ছয় ...

আর নয় ভাত-খিচুড়ি, স্বাদ বদলাতে মিড ডে মিলে পড়ুয়াদের জন্য চাইনিজ মেনু চালু করল স্কুল...

মুর্শিদাবাদে জাল আধার কার্ড সহ ধৃত ৩ বাংলাদেশি, পাওয়া গেল মালদা যোগ...

সিলিং ফ্যানে ঝুলছে মহিলার দেহ, অচৈতন্য দুই সন্তান, রোমহষর্ক ঘটনায় তোলপাড় শিবপুর...

বছর শেষের আগে ধেয়ে আসছে হাড়কাঁপানো শীত? বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর...

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23