রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৯ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছরের বিষ্ণুপ্রিয়া এবং ২৬ বছর বয়সী লক্ষ্মীপ্রিয়া মায়াপুর ইসকনের দুই হাতি। এবার এদের ঠাঁই হচ্ছে অনন্ত আম্বনি প্রতিষ্ঠিত ভানতারায়। গত বছরের এপ্রিলে বিষ্ণুপ্রিয়া হাতিটি তার মাহুতকে আক্রমণ করেছিল। তারপর থেকেই ওই হাতির মধ্যে মাঝে মধ্যে আগ্রসন দেখা যায়। ফলে তাকে অত্যাধুনিক প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভানতারায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসকন কর্তৃপক্ষ।
ইসকনের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে ভানতারার। এর ফলে এই পশু স্থানান্তর প্রকল্পটি ত্রিপুরা হাইকোর্ট কর্তৃক গঠিত এবং ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত উচ্চ-ক্ষমতাপ্রাপ্ত কমিটি থেকে পূর্ণ অনুমোদন পেয়েছে। এক্ষেত্রে বিপদগ্রস্ত বন্য প্রাণীদের উদ্ধার এবং নিরাপদ, চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করাই ভারতারার অন্যতম দায়িত্ব।
ভানতারায়, বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া হাতি দু'টির প্রাকৃতিক আবাসস্থলের প্রতিরূপ তৈরি করে একটি স্থায়ী বাড়িতে বসতি স্থাপন করবে। শৃঙ্খলমুক্ত পরিবেশে বিশেষজ্ঞ পশুচিকিৎসকরা তাদের সেবাদেবে, যার মধ্যে রয়েছে মানসিক মূল্যায়ন এবং ইতিবাচক শক্তিবৃদ্ধি প্রশিক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা, পুরষ্কার এবং অ-জবরদস্তিমূলক পদ্ধতির মাধ্যমে আস্থা তৈরি করা।
মায়াপুরের ইসকন কর্তৃপক্ষ ২০০৭ সাল থেকে লক্ষ্মীপ্রিয়া এবং ২০১০ সাল থেকে বিষ্ণুপ্রিয়াকে মন্দিরের আচার-অনুষ্ঠান এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ব্যবহার করত। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড অ্যানিম্যাল প্রোটেকশন-সহ প্রাণী সুরক্ষা সংস্থাগুলি ইসকনের হাতিগুলিকে একটি বিশ্বস্ত এবং বিখ্যাত হাতির যত্ন কেন্দ্রে ছেড়ে দেওয়ার পক্ষে ছিল। এমনকি পেটা ইন্ডিয়া এই স্থানান্তরের বিনিময়ে মন্দিরের আচার-অনুষ্ঠানের জন্য একটি যান্ত্রিক হাতিও দেওয়ার প্রস্তাব দিয়েছিল মন্দির কর্তৃপক্ষকে।
ইসকন মন্দিরের একজন বর্ষীয়ান সদস্যা তথা মায়াপুরের মাহুত এবং হাতির ব্যবস্থাপক হৃমতি দেবী দাসী বলেন, “ইসকনে আমাদের বিশ্বাস অনুসারে, প্রত্যেকেই তাদের বাইরের খোলস বা জড় দেহের ভিতরে একই আধ্যাত্মিক আত্মা। আমরা প্রজাতি বা বর্ণের মধ্যে কোনও পার্থক্য করি না। বিভিন্ন দেহের বিভিন্ন প্রকৃতি থাকতে পারে, তবে, প্রতিটি দেহের মধ্যে আত্মা করুণা এবং শ্রদ্ধার দাবিদার। প্রাণীদের সঙ্গে দয়া ও শ্রদ্ধার আচরণ করে, আমরা ভগবান কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি প্রকাশ করি। কৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে- প্রকৃত সেবা সমস্ত জীবন্ত প্রাণীকে রক্ষা এবং লালন-পালনের মধ্যে নিহিত। নিজে ভানতারা পরিদর্শন করার পর, আমি দেখেছি যে- আমি যে নীতিগুলিতে বিশ্বাস করি সেখানেও একই নীতি অনুসরণ করা হয়। আমি নিশ্চিত যে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া ভানতারায় ভাল থাকবে, শীঘ্রই নতুন বন্ধু তৈরি করবে এবং বন্য অঞ্চলে হাতিদের স্বাধীনতা এবং আনন্দ উপভোগ করে একটি পরিপূর্ণ জীবনযাপন করবে।"
#ISKCONMayapur#ISKCONVantara# #ISKCONMayapurTwoElephantsToReceiveLifelongCareAndSupportAtVantara
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

ঘোড়ায় চড়ে নাচ করছিলেন পাত্র, আচমকা লুটিয়ে পড়লেন, পাত্রীর সামনেই মর্মান্তিক পরিণতি ...

পণ না দেওয়ার শাস্তি, বধূকে এইচআইভি সংক্রমিত সূচ ফুটিয়ে অত্যাচার স্বামী-শাশুড়ির ...

ঘণ্টার পর ঘণ্টা স্নান করার অভ্যাস বধূর! স্নানঘরে কী করেন? উঁকি দিতেই চক্ষু চড়কগাছ শাশুড়ির ...

প্রাক্তন প্রেমিককে ১০০ পিৎজা পাঠালেন তরুণী! ভালবাসার দিনে উপহার না প্রতিশোধ? ...

অটো চালকের চড়ে মৃত্যু গোয়ার প্রাক্তন বিধায়কের...

ভারতে বাড়ছে ঘৃণা ভাষণ, বলছে রিপোর্ট

পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার স্থির করতে শীঘ্রই বৈঠক...

আটা মাখার সময় এ কী করলেন ধাবার রাঁধুনি! ভিডিও দেখলে ঘুম উড়বে...

জালের জানলা দিয়েও বিক্রি হল চা, অবাক হল সোশ্যাল মিডিয়া......

উর্দু নয় পড়াতে হবে সংস্কৃত, প্রবল বিতর্ক তৈরি হল রাজস্থানের সরকারি স্কুলে...

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনেই চটে লাল আসামী, জুতো ছুঁড়ে মারলেন মহিলা বিচারককে! ...

যৌন কেলেঙ্কারির অভিযোগ এবার খোদ পুলিশকর্তার বিরুদ্ধে! উত্তাল হল চেন্নাই...

নৃশংস, জাত তুলে গালিগালাজ, প্রতিবাদ করতেই দলিত ছাত্রের হাত কাটল তিন উচ্চবর্ণের যুবক!...

হন্যে হয়ে খুঁজেও মুখ্যমন্ত্রী বাছাইয়ে ব্যর্থ বিজেপি! মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি...

প্রয়াগরাজ যেতে পারছেন না? একটি ছবি পাঠালেই হয়ে যাবে আপনার ‘কুম্ভ স্নান’, বিজ্ঞাপন দেখেই তুমুল হইচই...