রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | স্মৃতিবিজড়িত গোয়া থেকেই ফের ভাগ্যের চাকা ঘোরানোর আশায় অস্কার

Sampurna Chakraborty | ১৮ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: জোড়া হারে সুপার সিক্সের আশায় বড় ধাক্কা খেয়েছে। হায়দরাবাদের সঙ্গে ড্রয়ের পর মুম্বই এবং মোহনবাগানের কাছে হার। যা আবার কিছুটা পিছিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। ছয় নম্বরে থাকা মুম্বই সিটির সঙ্গে ১০ পয়েন্টের পার্থক্য। এক ম্যাচ কম খেললেও অঙ্ক ক্রমশ কঠিন হচ্ছে। লড়াইয়ে টিকে থাকতে পরের তিনটে ম্যাচ জিততেই হবে। তবে প্রতিপক্ষ সহজ নয়। গোয়া, কেরল এবং মুম্বইয়ের সঙ্গে পরের তিনটে ম্যাচ ইস্টবেঙ্গলের। তারমধ্যে দুটো অ্যাওয়ে, একটা হোম। কঠিন পরিস্থিতি। কিন্তু হাল ছাড়ছেন না অস্কার ব্রুজো। জোড়া হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া। যার শুরুটা গোয়া থেকেই করতে চান অস্কার। ভারতে প্রথম গোয়ায় কোচিং করান ইস্টবেঙ্গল কোচ। স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার সঙ্গে দু'বছর ছিলেন। গোয়ার সঙ্গে জড়িয়ে অনেক স্মৃতি। তাই মান্ডবীর তীর থেকেই ভাগ্যের চাকা ঘোরার আশায়।

অস্কার ব্রুজো বলেন, 'এই জায়গার সঙ্গে আমার আলাদা একটা সম্পর্ক আছে। পেশাদার এবং ব্যক্তিগত জীবনে। আমার স্ত্রীর সঙ্গে প্রথম দেখা গোয়াতেই হয়। প্রচুর বন্ধুবান্ধব রয়েছে। এখানে আমি খুব ভাল সময় কাটিয়েছি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। ইস্টবেঙ্গল কখনও আইএসএলে টানা তিন ম্যাচে জয় পায়নি। বরং, এবার আমরা টানা তিন ম্যাচে হারের মুখে দাঁড়িয়ে। তবে আমি আশা ছাড়ছি না। যদিও চোট, কার্ড সমস্যায় আমরা জর্জরিত। প্রত্যেক ম্যাচে একটা নতুন লড়াই লড়তে হচ্ছে। ডিসেম্বরে আমরা ভাল খেলছিলাম। দুটো ম্যাচ হারায় আবার একটু পিছিয়ে পড়েছি। এফসি গোয়া প্রথম তিনে আছে। সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে আমাদের জিততেই হবে।'

যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন প্রথম দুই বা তিনে শেষ করার লক্ষ্য ছিল। কিন্তু পরপর চোট, কার্ড সমস্যায় মাঝের একটা সময় সাফল্য আসেনি। প্রথম ছয় ম্যাচে পয়েন্ট আসেনি। কিন্তু পরের ছয় ম্যাচে ১৪ পয়েন্ট পায় ইস্টবেঙ্গল। কিন্তু জোড়া হারে আবার একটা ধাক্কা। চলতি মরশুমে লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনা কমছে। তবে অস্কার মনে করছেন, পরের তিনটে ম্যাচ জিততে পারলে একটা সম্ভাবনা থাকবে। তবে সেটা মোটেই সহজ হবে না। দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের পারফরম্যান্সে ম্যাড়ম্যাড়ে। গতবছরের সর্বোচ্চ স্ট্রাইকার গোলের মধ্যে নেই। লাল হলুদ কোচ মনে করছেন, এর অন্যতম কারণ চোট। যার ফলে বল সাপ্লাই সঠিকভাবে হচ্ছে না। অস্কার বলেন, 'দিমি ভাল স্ট্রাইকার। ও বক্স প্লেয়ার। তবে ওরও চোট ছিল। টানা ৫-৬টা ম্যাচ খেললে ছন্দ ফিরে পাবে। সল ক্রেসপো, মাদি তালাল চোট পাওয়ায় মাঝমাঠ থেকে সাপ্লাই কমে গিয়েছে। তারওপর ফর্ম নেই। নতুন বিদেশির অন্তর্ভুক্তি এবং সলের প্রত্যাবর্তনে আশা করছি সমস্যা মিটবে।' গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রিচার্ড সেলিস। কলকাতায় মাত্র দুটো পুরো সেশন প্র্যাকটিসের সুযোগ পান। দলের সঙ্গে গোয়ায় গিয়েছেন। রবিবার লাল হলুদ জার্সিতে অভিষেক হতে পারে ভেনেজুয়েলার ফরোয়ার্ডের। 


#East Bengal#Oscar Bruzon#FC Goa#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'আমি হলে ওকে...', ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় গলদ খুঁজে পেলেন প্রাক্তন তারকা ...

সন্তোষ জয়ী দলকে সংবর্ধনা মোহনবাগানের, দেওয়া হল সাড়ে পাঁচ লক্ষ টাকা...

সন্তোষ জয়ী দলকে সংবর্ধনা মোহনবাগানের, দেওয়া হল সাড়ে পাঁচ লক্ষ টাকা...

একে একে শহরে পা রাখছেন ভারত ও ইংল্যান্ডের তারকারা, ক্রিকেট জ্বরে আক্রান্ত কলকাতা ...

ম্যাচে ক্যামেরা ভাঙেন, মেজাজ হারান, আকাশছোঁয়া জরিমানা মেদভেদেভের, কত টাকা দিতে হবে রুশ তারকাকে? ...

ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু, শেষ চারে সাত্ত্বিক-চিরাগ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ইস্টবেঙ্গলের, শিবিরের পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী...

গোল মিসের খেসারত, জয়ের হ্যাটট্রিকের পর জামশেদপুরে আটকে গেল মোহনবাগান...

কোর্টে শ্বাসকষ্ট, ইনহেলার নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় জকোভিচ ...

বিতর্ক এড়াতে বাদ গম্ভীর, কবে ঘোষণা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল? ...

লন্ডনে সারছেন রিহ্যাব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক ওপেনারকে পাওয়ার বিষয়ে আশাবাদী পিসিবি ...

মিটল সমস্যা, ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা...

ইংল্যান্ড সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি, সিরিজে নামার আগে এই দলের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত...

বিচ্ছেদ জল্পনা চহাল-ধনশ্রীর! কত টাকা খোরপোশ দিতে হবে তারকা ক্রিকেটারকে? ...

আকাশছোঁয়া গড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন উপেক্ষিত তারকা ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25