আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে উল্টে পড়েছিল তরুণীর দেহ। অচৈতন্য অবস্থায় তাঁকে দেখেন প্রথমে এলাকাবাসীরা। বাড়ির সামনের রাস্তায় তরুণীর দেহ পড়ে, অথচ বিন্দুমাত্র টের পাননি পরিবারের লোকজন। পরে তাঁকে খুনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। তরুণীর দেহ উদ্ধারের ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের লখনউয়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম, গীতা শর্মা। গিরিজা শঙ্কর নামের এক যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়িত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শুক্রবার লখনউয়ের পিজিআই এলাকায় রাস্তার ধারে তরুণীর দেহ পড়েছিল। স্থানীয়রা খবর দিতেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তে দেখা গিয়েছে, তরুণীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
অন্যদিকে তরুণীর ভাই পুলিশের কাছে তাঁর লিভ ইন পার্টনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তরুণীর ভাইয়ের অভিযোগ, গিরিজা প্রথমে জানিয়েছিলেন, গীতা দুর্ঘটনার কবলে পড়েছেন। হাসপাতালে গিয়েছেন। এর কিছুক্ষণ পরেই বাড়ির সামনের রাস্তা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, টাকার লোভেই তরুণীকে খুন করেছেন তাঁর লিভ ইন সঙ্গী।
