আজকাল ওয়েবডেস্ক: ড্রেনের পাশে শকুনের দল। কিছু একটা খুঁটে খাচ্ছিল দেখেই, তাড়াতে যায় কয়েকজন শিশু। ড্রেনের পাশে গিয়ে দেখে বাচ্চার আকৃতির মতো কিছু একটা পড়ে রয়েছে। দৌড়ে গিয়ে খবর দেয় বাড়িতে। বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছেই দেখেন, ড্রেনের পাশে পড়ে আছে কন্যা ভ্রূণ। দ্রুত খবর দেন পুলিশে। কন্যা ভ্রূণ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গুজরাটে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৯ জানুয়ারি ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। অপেক্ষানগর এলাকায় একটি ড্রেনের পাশ থেকে কন্যা ভ্রূণ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তদন্ত শুরুর পর ১৬ বছর বয়সি এক কিশোরীর বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে তারা। প্রথমে কিশোরীর মা জানান, ভ্রূণ তাঁর মেয়ের নয়।
এরপর কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট করায় পুলিশ। পরীক্ষায় জানা যায়, কিছুদিন আগেই কিশোরীর গর্ভপাত হয়েছে। কিশোরীকে জেরা করে পুলিশ জেনেছে, ইনস্টাগ্রামে ১৭ বছর বয়সি এক কিশোরের সঙ্গে তার আলাপ হয়। তারপর প্রেমের সম্পর্কে জড়ায় দু'জনে। শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়। কিশোরী অন্তঃসত্ত্বা জেনেই মুম্বইয়ে পালিয়ে যায় কিশোর।
মুম্বই থেকে কিশোরীকে গর্ভপাতের কিছু ওষুধ পাঠায় কিশোর। সেই ওষুধ খেয়েই গর্ভপাত হয় তার। ৩ জানুয়ারি পর্যন্ত স্কুলেও গিয়েছিল সে। তারপরেই গর্ভপাত হয়। ইতিমধ্যেই ভ্রূণের ডিএনএ নিয়ে কিশোর ও কিশোরীর সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। কিশোরকে আটক করা হয়েছে।
