মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: ওটিটিতে যখন একই চরিত্রে অভিনয় করতে একঘেয়ে লাগবে সেদিন আর করব না: পঙ্কজ ত্রিপাঠি

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ডিসেম্বর ২০২৩ ০৪ : ২৭


‘কড়ক সিং’ অসুস্থ! গলায় সংক্রমণ। কথা প্রায় বলতেই পারছেন না। মোটা মাফলার গলায় জড়ানো। কিন্তু প্রচারে খামতি নেই। তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের জিজ্ঞাসারও শেষ নেই। টুকরো টুকরো কথা। ফাঁকে ফাঁকে গরম কফিতে গলা ভিজিয়ে নেওয়া। দরজা খুলে হোটেলের ব্যাঙ্কোয়েট রুমে পা রাখতেই হেসে উঠে দাঁড়ালেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ ওরফে পঙ্কজ ত্রিপাঠি। মুখোমুখি শ্যামশ্রী সাহা

প্রশ্ন: আপনাকে দেখে কিন্তু ‘কড়ক’ মনে হয় না, বেশ শান্ত, ধীরস্থির... এই জন্যই ইন্ডাস্ট্রিতে সবাই বন্ধু?
পঙ্কজ: (কফির কাপে চুমুক দিয়ে) হ্যাঁ, একটুও কড়া নই। আমি শান্তই। এই জন্যই কেউ আমার শত্রু নন।

প্রশ্ন: আপনার সংলাপ বলার ভঙ্গিটাও অন্যরকম। ‘কলিন ভাই’, ‘মাধব মিশ্র’ কিংবা ‘কড়ক সিং’ কিন্তু কড়া কথা বলেন না! নীচু স্বরে কেটে কেটে জোরালো সংলাপ বলেন...
পঙ্কজ: এটা ধীরে ধীরে তৈরি হয়ে গিয়েছে। কিছু কিছু চরিত্রে অবশ্য এত ধীরেও সংলাপ বলিনি। যেমন, ‘ওহ মাই গড’ ছবিটি। ওখানে কিন্তু আদালতে চিৎকার করে তর্ক করেছি। দর্শক দেখলাম সেটাও পছন্দ করেছেন। প্রশংসা করেছেন অভিনয়ের।

প্রশ্ন: আগামীতে পঙ্কজ ত্রিপাঠির পরিচয় ‘মাধব মিশ্র’, ‘কলিন ভাই’কে ছাপিয়ে ‘কড়ক সিং’ হতে চলেছে?
পঙ্কজ: আমায় কিন্তু বেশির ভাগ দর্শক চরিত্রের নামেই সম্বোধন করেন। ভাল লাগে। পঙ্কজ ত্রিপাঠি নাম ততটাও গুরুত্বপূর্ণ নয়। বরং লোকে আমার অভিনীত চরিত্র মনে রাখুন। কারণ, যা করে ছবিই করে। ছবির চরিত্ররা করে। আমরা কিছুই করি না। 

প্রশ্ন: আপনি বলেছেন, ওটিটি আপনার কাছে গণতান্ত্রিক। তার কারণ কী?
পঙ্কজ: ধরে নিন, আমি ভোটের প্রার্থী। শ্যামবাজারের ভোটার সল্টলেকে ভোট দিতে আসবেন? আসবেন না তো! এটা প্রেক্ষাগৃহের ক্ষেত্রেও প্রযোজ্য। বাড়ি থেকে বড় জোর ২-৪ কিমি দর্শক যেতে রাজি। তার বেশি নয়। তাছাড়া, প্রেক্ষাগৃহও তো সীমিতা। সেই জায়গায় ওটিটি সেই স্ক্রিন বা নির্বাচনী বুথ প্রতি ঘরে পৌঁছে দিয়েছে। সময় মতো, মোবাইল খুলে পছন্দের ছবি দেখে নিন।

প্রশ্ন: কিন্তু একই চরিত্রে বারবার অভিনয় করতে হচ্ছে, বৈচিত্র আনতে কী করেন?
পঙ্কজ: তিন বার ‘মাধব মিশ্র’ করে ফেলেছি। চতুর্থ বারের জন্য তৈরি হচ্ছি। যে দিন নিজের অভিনয় দেখতে বসে দেখব একঘেয়ে লাগছে সে দিন ওই চরিত্র আর করব না। ওটিটি-র আরও একটা সুবিধে, ভাল লাগলে দেখো। না লাগলে বন্ধ করে দাও। বা অন্য ছবি, সিরিজে চলে যাও। প্রেক্ষাগৃহে কিন্তু সেটা নেই। টিকিট কাটার পর প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এলেও পয়সা ফেরত পাবেন না। আপনি ততক্ষণে সংখ্যায় পরিণত হয়ে গিয়েছে। ওটিটিতে প্রবেশ আর প্রস্থান খুবই সহজ।

প্রশ্ন: ‘কড়ক সিং’-এর ইউএসপি কী?
পঙ্কজ: একদম অন্যরকম চরিত্র। যা আগে করিনি। ভিন্ন ধারার গল্প। চরিত্রে প্রচুর স্তর যা অভিনয়ে ফুটিয়ে তোলা সহজ ছিল না।

প্রশ্ন: ছবিতে একঝাঁক তারকা থাকলে অভিনয় বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে?
পঙ্কজ: সহজ হয়ে যায়। বিপরীতে সেরা শিল্পী মানেই আপনা থেকে ভাল অভিনয়। এই ছবিতে যেমন একমুঠো জাতীয় পুরস্কারজয়ী শিল্পী রয়েছেন। তালিকায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, জয়া আহসান, শান্তনু মৈত্র, ছবির সিনেমাটোগ্রাফার, শ্রেয়া ঘোষাল।

প্রশ্ন: এই প্রথম পঙ্কজ ত্রিপাঠি ঘনিষ্ঠ দৃ্শ্যে অভিনয় করলেনন! বিপরীতে জয়ার মতো অভিনেত্রী, কোনও অস্বস্তি? চরিত্রটিকে সহজ করে তোলার জন্য আপনার ভাবনা কী ছিল? 
পঙ্কজ: হ্যাঁ, এই প্রথম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলাম। কিন্তু, আমি তো পেশাদার অভিনেতা। তাই যে কোনও দৃশ্যেই সাবলীল। জয়ার সঙ্গে এই ধরনের দৃশ্যে যাওয়ার আগে অবশ্যই ওঁর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেছিলাম। আর দৃশ্য এবং সংলাপ কবিতার মতোই পেলব, রোমান্টিক ছিল। ফলে, কোনও সমস্যা হয়নি।



প্রশ্ন: কেমন লাগল জয়ার সঙ্গে কাজ করে? ওঁর কোনও ছবি দেখেছেন? 
পঙ্কজ: ভীষণ শক্তিশালী, সংবেদনশীল অভিনেত্রী। দুর্দান্ত অভিজ্ঞতা। হ্যাঁ, এর আগে ওঁর বাংলাদেশের কয়েকটি ছবি দেখেছি।

প্রশ্ন: আর অনিরুদ্ধ রায়চৌধুরী?
পঙ্কজ: দারুণ। মানুষ হিসেবেও টনিদা খুব দিলদরিয়া।

প্রশ্ন: সামনেই আপনার আরও একটা বড় ছবি মুক্তি পাচ্ছে, অটলবিহারী বাজপেয়ীর জীবনী। তার জন্য কি আপনাকে রাজনীতির পাঠ নিতে হয়েছে? 
পঙ্কজ: আমি ছাত্রনেতা ছিলাম। ছবির জন্য রাজনীতি করতে হল বা করছি— এটা নয়। পাশাপাশি, রাজনীতি এবং অটলজিকে নিয়ে পড়াশোনা, রিসার্চ করতে হয়েছে। তাছাড়া, অটলজি আমার খুব প্রিয়। ওঁকে গুরু মানি। ওঁকে নিয়ে এতটাই পড়াশোনা করেছি যে একটা বই লিখে ফেলতে পারি। ওঁর কবিতা আমার খুব পছন্দের।

প্রশ্ন: ছবিতে বা সিরিজে পঙ্কজ ত্রিপাঠি নাম প্রত্যাশা বাড়িয়ে দেয়, আপনাকে দেখে দর্শক ছবি দেখতে বসেন— কেমন লাগে?
পঙ্কজ: একদিনে হয়নি। এর পিছনে ২০ বছরের পরিশ্রম রয়েছে। ২০০৪-এ মুম্বই গিয়েছিলাম। ২০২৪-এ ২০ বছর পূর্ণ করব। সৎ ভাবে পরিশ্রম করেছি। এখন তার ফল পাচ্ছি। তবে সত্যিই কোনও দিন ভাবিনি, এতটা জনপ্রিয়তা বা পরিচিতি পাব।

প্রশ্ন: ডিসেম্বর পর্যন্ত টাইট শিডিউল, তারপর বেশ কিছু দিনের অবসর। তখন কী করবেন?
পঙ্কজ: (হেসে ফেলে) খাব আর ঘুমোব।

প্রশ্ন: নতুন কোনও বই পড়বেন না? আপনার তো পড়তে খুব ভাল লাগে...
পঙ্কজ: এই যে এত চিত্রনাট্য পড়ছি। সংলাপ পড়ে পড়ে সেগুলো মনে রেখে বলছি। এতেই আমার অনেক পড়া হয়ে যাচ্ছে। (আবার হাসি)

প্রশ্ন: আগামী মাসে কলকাতায় এসে কী কী প্রিয় পদ খাবেন?
পঙ্কজ: কলকাতার সবকিছু আমার পছন্দ। তার মধ্যে আলুভাতে আর আলুপোস্ত খাওয়ার চেষ্টা করব।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...



সোশ্যাল মিডিয়া



12 23