নিজস্ব সংবাদদাতা: বেড়ে ওঠা তার জঙ্গলে, অনাহারে। তবুও অদম্য তার প্রতিভা, অব্যর্থ তার নিশানা। সে 'রাঙামতি তীরন্দাজ'। স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। প্রযোজনায় 'টেন্ট সিনেমা'। 

 

 

ইতিমধ্যেই চ্যানেলের তরফে মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো। যেখানে রাঙামতির চরিত্রের ঝলক দেখেছেন‌ দর্শক। চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ করে পরিচয়ও করিয়েছেন নায়িকার সঙ্গে। এই চরিত্রে দেখা যেতে চলেছে নতুন মুখ মনীষা মন্ডলকে। পেশায় মডেল তিনি। এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে হাতেখড়ি হতে চলেছে তাঁর। 

 

 

সূত্রের খবর, এক প্রত্যন্ত আদিবাসী গ্রামের মেয়ে রাঙামতি। দারিদ্রতা যেন পিছু ছাড়ে না তার। জীবিকার জন্য হাতে তুলে নেয় সে তীর ধনুক। জঙ্গলে তীর নিয়ে আত্মরক্ষা করে। কিন্তু এই তীর ধনুকই ধীরে ধীরে হয়ে ওঠে তার ভাল লাগার বিষয়। জানতে পারে তীরন্দাজ হয়েও জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। সেই মতো শহরে পাড়ি দেয় সে। একা পথ চলা শুরু হয়। শুরুতেই আসে নানা বাধা। কিন্তু পাশে পায় সে নায়ককে। এগিয়ে যাওয়ার পথে নায়কের হাতে হাত রেখে মনোবল আরও বাড়ে তার। এইভাবেই এগোয় গল্প। 

 

 

বরাবরই খেলাধুলোর গল্প নিয়ে দর্শকমনে জায়গা করে নেয় এই প্রযোজনা সংস্থা। এবারও তার অন্যথা হল না। নায়িকা প্রকাশ্যে এলেও কিন্তু এখনও পর্যন্ত নায়কের চরিত্রে কাকে দেখা যাবে তা জানা যায়নি। সূত্রের খবর, শেষ হতে চলেছে স্টার জলসার ধারাবাহিক 'বধুঁয়া'। সেই স্লটেই আসতে পারে নতুন এই ধারাবাহিক এমনটাই মনে করছেন দর্শক।