মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ জানুয়ারী ২০২৫ ১২ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় মাইকেল ক্লার্ক। সিডনিতে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত জানানো হয়নি। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর। তাঁকে পূর্ণ সমর্থন করলেন মাইকেল ক্লার্ক। যার নামে ট্রফি, তাঁকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়নি! এই প্রসঙ্গে ক্লার্ক বলেন, 'আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার এটা ভুল হয়েছে। আমি জানি সিরিজ শুরুর আগেই এই সিদ্ধান্ত হয়েছিল। ভারত জিতলে সুনীল গাভাসকর ট্রফি তুলে দেবে। অস্ট্রেলিয়া জিতলে অ্যালান বর্ডার। তাই এটা ওদের জন্য চমক ছিল না। তবে আমার কাছে এর কোনও মানে নেই। দু'জনেই উপস্থিত ছিল। যেই জিতুক না কেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু'জনেরই থাকা উচিত ছিল। দু'জনেরই মঞ্চে থেকে একসঙ্গে ট্রফি তুলে দেওয়া উচিত ছিল।'
বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন নেতা। তারকা ক্রিকেটারের ফর্ম নিয়ে চর্চা চলছে। আট ইনিংসে স্ট্যাম্পের বাইরের বল মেরে একইভাবে আউট হন। পুরোনো টাচ পুরোপুরি হারিয়ে ফেলেছেন। একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসছে। তারই মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে পাশে পেলেন ভারতের তারকা ক্রিকেটার। অনেকেই মনে করছেন কোহলির অবসর নেওয়া উচিত। কিন্তু একেবারেই সেটা চান না মাইকেল ক্লার্ক। তাঁর দাবি, এখন যদি টেস্ট থেকে বিরাট কোহলি অবসর ঘোষণা করে, সবচেয়ে সমস্যায় পড়বে ভারতীয় দল। পাশাপাশি তিনি বলেন, রোহিতের জায়গায় যদি কোহলি অধিনায়ক থাকত, খারাপ ফর্ম থাকা সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করে দলে নিজের জায়গা ধরে রাখত। একটি পডকাস্টে ভারতীয় তারকার বর্তমান ফর্ম এবং দলে তাঁর গুরুত্ব নিয়ে আলোচনায় সামিল হন ক্লার্ক। সেখানেই এমন মন্তব্য করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
প্রাক্তন অজি অধিনায়ক মেনে নেন, বর্তমানে নিজের ফর্মের ধারেকাছে নেই বিরাট। বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। তবে তাঁর প্রতিভা এবং দলের ওপর প্রভাবের আলাদা উল্লেখ করেন। ক্লার্ক বলেন, 'এটা বিরাট কোহলি। এই ছেলেটা কাল দ্বিশতরান করার ক্ষমতা রাখে। ও এতটাই ভাল প্লেয়ার। ওর যতদিন ইচ্ছে খেলা চালিয়ে যাওয়া উচিত। ও এখন যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়, কারোর যদি সবচেয়ে ক্ষতি হয়, সেটা ভারতীয় দলের হবে।' পারথে শতরানের পর বাকি টেস্টে ব্যর্থ। পাঁচ টেস্টে মাত্র ১৯০ রান। তাসত্ত্বেও ভারতের তারকা ক্রিকেটারের পাশে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার এককালীন তারকা। ক্লার্ক বলেন, 'আমি যদি অধিনায়ক হতাম, এবং বিরাট কোহলি আমার দলে থাকত, আমি ওকে দলে রাখার জন্য লড়াই করতাম। জানি ফর্মে নেই, রান পাচ্ছে না, কিন্তু তাও দলে রাখতাম।'
অস্ট্রেলিয়ায় আট ইনিংসে স্ট্যাম্পের বাইরের বল মেরে আউট হয়েছেন কোহলি। ফ্যানদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তারকা ক্রিকেটারকে। অনেকেই শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা টানছেন। মনে করানো হচ্ছে, সিডনিতে দ্বিশতরানের ইনিংসে কীভাবে কভার ড্রাইভ মারা এড়িয়ে যান মাস্টার ব্লাস্টার। এই বিষয়ে দুই তারকার মধ্যে পার্থক্য খুঁজে বের করলেন ক্লার্ক। বলেন, 'শচীন বিরাটের থেকে আলাদা। অনেকেই এবার শচীনের একটা ইনিংসের উদাহরণ দিচ্ছে। কভার ড্রাইভ মারতে গিয়ে বেশ কয়েকবার আউট হয় শচীন। তারপর সেই শট এড়িয়ে এসসিজিতে ২০০ রান করে। কিন্তু ওর সঙ্গে বিরাটের তুলনা করা যাবে না। ওরা ভিন্ন ধরণের প্লেয়ার।' ভারতীয় তারকার প্রতি অগাদ বিশ্বাস ক্লার্কের। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন, ফর্মে না থাকলেও কোহলির উপস্থিতি মাঠে বিরাট প্রভাব ফেলে। তাই যতদিন সম্ভব, খেলা চালিয়ে যাওয়া উচিত।
নানান খবর
নানান খবর

ব্যাটে ক্যালিপসোর মূর্ছনা তুলে রাসেলকে ধ্বংস করলেন পুরান, দুই ক্যারিবিয়ানের ব্যক্তিগত ডুয়েল জিতলেন লখনউ তারকা

দেড় বছর পরে গোল, গোল করে ভাইকে খুঁজলেন আপুইয়া, শেষ পর্যন্ত কি পেলেন?

আইপিএলে রান নেই, এর মধ্যেই বিরাট সম্মান পেতে চলেছেন রোহিত শর্মা

টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ হল বিরাটের, সবচেয়ে বেশি রান কার জানুন

ভরা আইপিএলের মাঝেই বিজেপিতে যোগ দিলেন ধোনির চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা, কে তিনি?

সুপার কাপ শুরু ২০ তারিখ, একই দিনে নামছে ইস্ট-মোহন, ফাইনাল কবে?

শেষবেলায় রং বদলালেন আপুইয়া, জামশেদপুর বধ করে আইএসএল ফাইনালে মোহনবাগান

কেরিয়ারের পড়ন্ত বেলাতেও জাদু ছড়িয়ে যাচ্ছেন মেসি, তিনি গোল করলেন, পয়েন্ট পেল মায়ামি

পাকিস্তানের কোচ হওয়ার অভিজ্ঞতা ভাল নয়, আর কোচিংয়েই ফিরতে চান না প্রাক্তন তারকা ক্রিকেটার

'২০ লক্ষ পাই বা ২৩ কোটি...', ভরা আইপিএলের মাঝেই নাইট তারকা আইয়ারের স্বীকারোক্তি

গম্ভীরের বার্ষিক বেতন ১২ কোটি, তারকা ক্রিকেটার হয়েও বহু পিছিয়ে কোহলি-রোহিত, কেন?

আইএসএল সেমিফাইনালে পিছিয়ে থেকে রূপকথার প্রত্যাবর্তন আগেও ঘটেছে, জেনে নিন কারা ঘটিয়েছে?

'ক্রিকেট ছেড়ে কমেন্ট্রি করো এবার', ধোনিকে দারুণ কটাক্ষ প্রাক্তন সতীর্থের, শুনবেন মাহি?

জনপ্রিয় তামিল অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স, বছরখানেক বাদেই বিচ্ছেদ, ধোনির জীবনের এই 'লক্ষ্মী'কে চেনেন?

চার-ছক্কা মারার আনন্দ হারিয়ে ফেলেছিলেন, চলতি আইপিএলে ফিরে পেয়েছেন ছন্দ, ক্রিকেট আবার উপভোগ করছেন তারকা ক্রিকেটার