বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | স্কুলে ভর্তি হতে গেলেই চাওয়া হচ্ছে অতিরিক্ত টাকা, না দিলেই মারধোর! প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ 

Riya Patra | ০৬ জানুয়ারী ২০২৫ ১৫ : ৪৪Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: স্কুলে ভর্তির জন্য নেওয়া হচ্ছে 'অতিরিক্ত' টাকা এবং তা দিতে অস্বীকার করায় স্থানীয় পঞ্চায়েত প্রধান কিছু ছাত্র-ছাত্রীকে 'মারধোর' করেছেন। ঘটনার প্রতিবাদে ছাত্র বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী হাই স্কুল। প্রতিবাদে পড়ুয়ারা দীর্ঘক্ষণ গ্রামের রাস্তা ও ধনিরামপুর-ডোমকল রাজ্য সড়ক অবরোধ করে। 


সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলতে গেলে উত্তেজিত ছাত্র-ছাত্রী পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। শুধু তাই নয়, বিক্ষোভের সময় ছাত্রছাত্রীরা স্কুলের দরজায় তালাও লাগিয়ে দেয়। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীকে সকালে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধান যতক্ষন না তাদের কাছে ক্ষমা চাইবেন, তারা এই  বিক্ষোভ চালিয়ে যাবে। সোমবার দুপুর নাগাদ বিডিও এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্কুলে পৌঁছে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। 

 
স্কুলের সামনে বিক্ষোভরত পড়ুয়ারা ঘটনাপ্রসঙ্গে জানান, স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সময় প্রথমে ভর্তির জন্য ৪০০ টাকা 'ফিজ' ধার্য করা হয়েছিল। কিন্তু কিছু অভিভাবকের অনুরোধে ভর্তির টাকা কমিয়ে ৩০০ টাকা করা হয়। অভিযোগ, স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হতেই স্থানীয় খয়রামারী পঞ্চায়েতের প্রধান মিঠুন বিশ্বাসের ভাই তথা ওই স্কুলের  ম্যানেজিং কমিটির সভাপতি ওহায়েদুজ্জামান বিশ্বাস ওরফে রিন্টু ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্কুলে ভর্তির জন্য বর্ধিত 'ফিজ' দিতে চাপ দিতে থাকেন। 

ছাত্রছাত্রীরা আরও জানান, পঞ্চায়েত প্রধান এবং তার ভাইয়ের দাবি মেনে অনেক ছাত্র-ছাত্রী বর্ধিত 'ফিজ' দিতে রাজি না হওয়ায় শনিবার পঞ্চায়েত প্রধান নিজে উপস্থিত থেকে এবং কয়েকজন বহিরাগত দুষ্কৃতিদের দিয়ে স্কুলের কিছু ছাত্র-ছাত্রীদের মারধর করেন। 

এই ঘটনার প্রতিবাদে সোমবার স্কুল শুরুর আগেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, ছাত্রছাত্রীদের মারধোর করার জন্য পঞ্চায়েত প্রধানকে ক্ষমা চাইতে হবে। দীর্ঘক্ষণ ধরে পঞ্চায়েত প্রধান এলাকায় উপস্থিত না হওয়ায় বিক্ষোভ চালিয়ে যায় ছাত্র-ছাত্রীরা। 
যদিও পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাস তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, 'বেশকিছুদিন ধরে স্কুল চত্বরের আশেপাশে কিছু বহিরাগত মাদক বিক্রি করছে। সেই ঘটনার খবর পেয়ে আমি স্কুলে গিয়ে বহিরাগতদের স্কুল থেকে বার করে দিয়েছিলাম। কোনও ছাত্রছাত্রীকে মারধর করিনি। চক্রান্ত করে আমার বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দেওয়া হচ্ছে। অতিরিক্ত ১০০ টাকা স্কুলের অতিথি শিক্ষকদের বেতন দেওয়ার কাজে ব্যবহার করা হবে।'


#Murshidabad#Schoolstudents#murshidabadincident#police#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...

বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...

অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...

ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...

এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...



সোশ্যাল মিডিয়া



01 25