শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৬ জানুয়ারী ২০২৫ ১৪ : ২৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তারপরেই বেঁধেছে বিতর্ক। গতকাল অর্থাৎ রবিবার রাতেই এই অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকার সব বিভাগ থেকে থেকে নিজেদের ছবি ও কলাকুশলীদের নাম সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার সেই তালিকায় জুড়ল জাতীয় পুরস্কারজয়ী প্রযোজক রাণা সরকারের নাম।
রাণার প্রযোজনা সংস্থা ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে অনুরোধ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা থেকে তাঁদের প্রযোজনা সংস্থার ছবি ও কলাকুশলীদের যেন অন্তর্ভুক্ত না করা হয়। পাশাপাশি স্পষ্টভাবে জানানো হয়েছে তাঁদের সংস্থার কোনও লোগো, ছবির নাম, গান কিংবা ভিডিও এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অথবা কোথাও তিলমাত্র ব্যবহার না করা হয়। কেন হঠাৎ এই বিবৃতি জারি করলেন 'জাতিস্মর' এর প্রযোজক? নেপথ্যের কারণ জানার জন্য রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন।
কাটা, কাটাভাবে, স্পষ্ট করে রাণা বললেন, “যে কোনও অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় জায়গা পাওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রযোজনা সংস্থা অথবা ছবির পরিচালক নিজের ছবি, কলাকুশলীদের নাম জমা দেবেন। তারপর সব আবেদনপত্র খতিয়ে দেখে, ভোটাভুটি করে জুরিরা বিচার করে মনোনয়ন তালিকা ঠিক করেন। অথবা কোনও অ্যাওয়ার্ডস সংস্থা যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ছবিকে মনোনয়ন দিতে চান তাহলে সেই ছবির নির্মাতাদের আগে থেকে জানিয়ে তাঁদের থেকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নিয়ে নেয়। এর কোনওটাই হয়নি, কোনওদিন হয় না ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা নির্বাচনের ক্ষেত্রে।”
সামান্য থেমে খানিক উষ্মা প্রকাশ করে রাণা আরও বলেন, “দেখুন, পুরস্কার পাওয়াটা বড় কথা নয়। কিন্তু সম্মানটা অনেক বড়। একজন ছবি নির্মাতা খেটেখুটে ছবি তৈরি করেন। তাঁর সেই প্রোডাক্ট অন্য জায়গায় ব্যবহৃত হবে অথচ তাঁকে জানানো হবে না। এটা কোন দেশীয় নীতি? কোথাও এমন হয় না। আর একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এ আসলে কারা রয়েছেন? কে বা করা চালনা করেন? সারা বছর তাঁদের অন্য কোনও কর্মসূচী নেই। স্বাভাবিকভাবেই তাঁদের সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ কোনও স্বচ্ছতা-ই তো নেই! তাঁরা যে বোঝাপড়া করে কাউকে পুরস্কার দেবে না, তার গ্যারান্টি কে দেবে? শেষে বলব, স্বত্ব অধিকার আইনের কথা। সেটা কিন্তু মেনে চলছি আমরা। আশা করি, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ও তা মেনে চলবে!”
নানান খবর

নানান খবর

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

ছাত্র, শিল্পী, ব্যবসায়ী না খুনি: ‘দ্য একেন’-এ একেকজন একেক রঙে রাঙানো, কিন্তু কেউই সাদা নয়!

অজয় দেবগণের হাতে মার খাবেন, ভেবেছিলেন হানি সিং! কিন্তু ‘সিংহম’ যা করলেন যেটা কেউ ভাবেনি…

আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের চরিত্রে বিক্রান্ত! শ্রীশ্রী-র জীবনের কোন অজানা অধ্যায় তুলে ধরবে ‘হোয়াইট’?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়