বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘আমি করে থাকলে আমাকেও ব্ল্যাকলিস্টেড করো’, বেআইনি জমি জবর দখলে রেয়াত নয় কাউকে, কড়া বার্তা মমতার 

Riya Patra | ০২ জানুয়ারী ২০২৫ ১৩ : ৫৪Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: তিনি নিজে বারবার বলেছেন, যে কোনও দিন, যে কোনও সময় সাধারণ মানুষের পাহারাদার হয়ে সর্বদা রয়েছেন তিনি। বছরের শুরুতেই তাঁর প্রশাসনিক বৈঠক দেখে সেকথাই মনে হচ্ছে। এদিন প্রথমেই মমতা আলোচনা করলেন সরকারি জমি জবর দখল প্রসঙ্গে। সাম্প্রতিক সময়ে রাজ্যের নানা জায়গা থেকে বারবার জমি জবর-দখলের অভিযোগ উঠে এসেছে। এদিন মমতা সাফ জানালেন, জমি জবর দখল করে যাতে আর কেউ পার না পেয়ে যান, যে অবৈধ কাজ করেছেন, আর যাঁরা তাতে মদত দিচ্ছেন কড়া নজর সবদিকে। প্রয়োজনে শীর্ষ স্তরের আমলাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

শুরুতেই মমতা বলেন, ইতিমধ্যে যেসব সরকারি জমি জবর-দখলের ঘটনা ঘটে গিয়েছে, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমি পরিস্কার বলছি, সরকারের জমি জবর দখল নতুন করে যেন না হয়। হলে, এলাকার এসপি, আইসির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, বাদ যাবেন না বিডিওরাও।‘ একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, পঞ্চায়েত স্তর থেকে কাউন্সিলর, মন্ত্রী, ডিএম রেয়াত নয় কাউকে। 


মমতা এদিন বলেন, কেউ যদি মনে করেন নিজের স্বার্থে জায়গা দিয়ে দেবেন, তাও সহ্য করবেন না তিনি। জমি জবর দখল প্রসঙ্গে পঞ্চায়েত, আরবান, মিউনিসিপ্যালটি এবং অন্যান্য বিভাগগুলিকে সতর্ক করলেন।  অবৈধ ভাবে যেসব জমি ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে, সেগুলির জন্য আজকের বৈঠকেই নয়া পলিসি গঠনের কথা বলেন। নিজের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে জানান,  ‘অনেকেই বাইরে থেকে আসছে। সরকারি জমির উপর ফ্ল্যাট তৈরি করছে, বেআইনি ভাবে, এবং ফ্ল্যাটগুলিকে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। তাকে যেখান থেকে পারো ধরে আনো। একই সঙ্গে জমি মিউটশন কে দিল, বহুতলের অনুমতি কে দিল, তাঁদের বিরুদ্ধেও  তৎপরতার সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে। 

এই ধরনের কাজে আর্থিক জরিমানা হবে বলেও জানান মমতা। বেআইনি ভাবে যাঁরা কমার্শিয়াল ফ্ল্যাট বানিয়েছে একশ শতাংশ আর্থিক জরিমানা দেবেন,  যাঁরা ফ্ল্যাট বানিয়ে অন্যত্র চলে গিয়েছেন, ইডি সিবিআইয়ের মতো সম্পত্তি ক্রোক করতে হবে প্রয়োজনে, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।।   


বারবার উঠে আসা নানা অভিযোগের মাঝে দাঁড়িয়ে মমতা বছরের শুরুতেই বুঝিয়ে নিলেন, নতুন বছরে তিনি কোনওভাবেই আর রেয়াত করবেন না এই বিষয়ের কোনও অভিযোগ। সাফ বললেন, নেতা, মন্ত্রী থেকে আমলা, যেই জড়িত থাক না কেন, ব্যবস্থা গ্রহণ হোক দ্রুত। এদিন তিনি বলেন, 'আমি যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেট করো।‘ আগের কোনও অফিসার যুক্ত থাকলে, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা বলেন। জবর দখলের বিষয়ে অ্যাকশন নেওয়ার কমিটিতে নেতৃত্ব দেবেন নন্দিনী চক্রবর্তী। প্রতিটি দপ্তরের জন্য অ্যাপ গঠনের নির্দেশও দেন তিনি।


#mamatabanerjee#nabanna#land# land encroachment



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মার্চে লন্ডন যেতে পারেন মমতা

অধ্যাপনার পাশাপাশি লিখেছিলেন বই, পালন করেছেন বিধায়কের দায়িত্বও, প্রয়াত জীবন মুখোপাধ্যায়...

বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...

সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...

বেঙ্গালুরুর পর এইচএমপিভির থাবা কলকাতায়, আক্রান্ত ছ’ মাসের শিশু...

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের...

ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক...

রবিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল, জানুন হাওয়া অফিস কী বলছে...

যুবকের রহস্যমৃত্যু, শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়...

বেহালা চৌরাস্তায় সৌরভের মেয়ের গাড়িতে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন সানা ...

একেবারে বদলে যাবে বাংলা, ২০২৫-এ কোন কোন বড় প্রকল্পের সূচনা? ...

কনকনে ঠান্ডার মধ্যেও খারাপ খবর, জানুন হাওয়া অফিস কী জানাল...

‘তোমরা বাংলার গর্ব’, কোচ সঞ্জয় সেনকে বিশেষ ধন্যবাদ দিয়ে সন্তোষ জয়ী বাংলা দলের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী...



সোশ্যাল মিডিয়া



01 25