সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ৪৪Rahul Majumder
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট
১২ জুলাই সাত পাকে বাঁধা পড়লেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ে তিন দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ হাজারেরও বেশি অতিথি।অনন্ত-রাধিকার রাজসিক বিয়েতে ভারতীয় তারকারা তো বটেই, আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। শাহরুখ খান, সলমন খানের মতো বলি তারকা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদেরা। জেফ বেজস, মার্ক জুকারবার্গের নামও ছিল অতিথিদের তালিকায়। বিশ্বের তাবড় ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অম্বানী পরিবারের নিমন্ত্রণে।
সোনাক্ষী সিন্হা-জাহির ইকবাল
২৩ জুন সইসাবুদ করে বিয়ে সারলেন সোনাক্ষী সিন্হা এবং জাহির ইকবাল। নিজের ফ্ল্যাটেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের নিয়ে আইনি মতে বিয়ে সারেন সোনাক্ষী। সব প্রতিবন্ধকতা পেরিয়ে এই বিশেষ দিনেই বৈবাহিক জীবন শুরু করলেন তাঁরা। সলমনের বাড়িতেই সোনাক্ষীর প্রথম দেখা হয় তাঁর স্বামী জাহির ইকবালের সঙ্গে। সেখান থেকেই আলাপ ও প্রেম। ভিন্ধর্মের বিয়ের ফলে সোনাক্ষীর এই বিয়েতে মত ছিল না তাঁর দাদা লব সিন্হার। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে সংবাদমাধ্যমে। খোলাখুলি অপছন্দের কথা প্রকাশও করেছেন অভিনেত্রীর দাদা।
শোভিতা ধুলিপলা -নাগা চৈতন্য
দক্ষিণী নায়িকা শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা নাগা চৈতন্য। ঘনিষ্ঠ পরিজনদের মাঝে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় চার হাত এক করলেন নাগা ও শোভিতা। এটা অবশ্য দ্বিতীয় বিয়ে নাগার। ২০১৭ সালে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন নাগা। তবে সামান্থা-নাগার রূপকথার বিয়ে খুব বেশি দিন টেকেনি।
অদিতি রাও হায়দরি- সিদ্ধার্থ
চলতি বছরের সেপ্টেম্বরে চারহাত এক করেছিলেন অদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থ। দক্ষিণী রীতি অনুযায়ী সাদা পঞ্জাবি এবং সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্য দিকে অদিতির পরনে ছিল তসররঙা শাড়ি। নিজেদের বিয়ের ছবি সমাজমাধ্যমে ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন, ‘‘সারা জীবনের সঙ্গী হওয়ার সফরে, চিরকালীন ভালবাসা, আলো এবং জাদুর উদ্দেশে।’’ ওই পোস্টে নিজেদের ‘আদু’ এবং ‘সিধু’ হিসেবে উল্লেখ করেছেন দম্পতি। প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। ছবির সেট থেকেই তাঁদের বন্ধুত্ব, তার পর প্রেম।
তাপসী পান্নু -ম্যাথিয়াস বো
প্রায় এক দশক সম্পর্ক থাকার পর প্রেমিক ম্যাথিয়াস বো-এর সঙ্গে মার্চে রাজস্থানের উদয়পুরে চারহাত এক করেছেন তাপসী পান্নু। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের মাঝেই এই বিয়ে সেরেছিলেন দু'জন। ২০২৩-এর ডিসেম্বরেই অবশ্য তাঁরা আইনি বিয়ে সেরে ফেলেছিলেন।
সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়
এক বছর সম্পর্কে থাকার পরেই জুলাই মাসে দক্ষিণ চব্বিশ পরগনার এক খামারবাড়িতেই আইনি মতে বিয়ে সারলেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার। ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে সেখানে পৌঁছে যান তাঁরা। ১৫ জুলাই চার হাত এক হয়েছিল টলিপাড়ার চর্চিত এই যুগলের। বিয়ের দিন সোহিনীর পরনে ছিল বেনারসি। সঙ্গে মানানসই সাবেক সোনার গয়নায় সেজেছিলেন তিনি। অন্য দিকে শোভনের পরনে ছিল সাদা সিল্কের কাজ করা ধুতি ও পাঞ্জাবি।
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
সহ-অভিনেতা থেকে এক সময় গুরু-শিষ্যার সম্পর্ক। সেখান থেকে স্বামী-স্ত্রী। দু’জনের বয়সের ফারাক বিস্তর। চলতি বছর ৬ মার্চ সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের ছবি। শ্রীময়ী জানিয়েছিলেন, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ‘ভ্যালেনটাইনস্ ডে’-র দিন আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে দু’জনের।কাঞ্চন যে শ্রীময়ীকে বিয়ে করতে পারেন, সেই কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। দু’জনের সম্পর্কেও কোনও রাখঢাক ছিল না। উল্লেখ্য, গত ১০জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয়েছিল।
নানান খবর

নানান খবর
চলছে কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, এর মাঝেই নিজের একরত্তি মেয়ের সঙ্গে আলাপ করালেন শ্রীলীলা!

অক্ষয় কুমার শুধু সহকর্মী, বন্ধু নন! ‘খিলাড়ি’ সমন্ধে হঠাৎ এ কথা কেন বললেন পরেশ রাওয়াল?

‘কাশ্মীর আমাদেরই’, সাহসের আলো ছড়ালেন অতুল কুলকার্নি, ভালবাসার বার্তা নিয়ে পহেলগাওঁয়ে হাজির অভিনেতা!

'মায়া সত্য ভ্রম'-এর গানে চাঁদের হাট, শমীক রায়চৌধুরীর ছবিতে কণ্ঠ দিলেন কারা?

আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’? এবার ওটিটি-তে পা রাখছে জনের ‘দ্য ডিপ্লোম্যাট’

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?