সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ০৬ ডিসেম্বর ২০২৩ ১৪ : ০৭
একেই বলে ভালোবাসার টান। আর সেই অমোঘ টানে সীমান্ত, কাঁটাতার, ভিসা, পাসপোর্টের সমস্ত জটিলতা কাটিয়ে পাকিস্তান থেকে সোজা কলকাতায় তরুনী। প্রেমিক সামির খান পার্কসার্কাসের বাসিন্দা। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক, সেই সম্পর্ককেই পরিণতি দিতে করাচি টু পার্কসার্কাস সফরে জাভেরিয়া খান। মাত্র ৪৫ দিনের ভিসা পেয়েছেন ওই পাকিস্তানি তরুণী। আগামী জানুয়ারিতে কলকাতার বুকেই সামীরের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার কথা তাঁর। বিবাহের প্রস্তুতিতে স্বাভাবিকভাবেই ব্যস্ত সামিরের পরিবার। একইসঙ্গে ছেলের এমন রূপোলি পর্দার গল্পের মতো বিবাহ-অভিযান নিয়ে উচ্ছ্বসিতও তাঁরা।