রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ১০০-এর বেশি স্টল, থিকথিকে ভিড়! নিউটাউনে বইমেলায় শীতের হাওয়া মেখে বই যাপন

UB | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৯Uddalak Bhattacharya


আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে শীতকালের অন্যতম আকর্ষণ বইমেলা। কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হওয়ার আগে-পরে রাজ্যের বিভিন্ন অংশে বইমেলা আয়োজিত হয়। জেলায়, মহকুমায় এই বইমেলা নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে। তেমনই উন্মাদনা রয়েছে নিউটাউন বইমেলাকে কেন্দ্র করে। নিউটাউন বাসস্টপের কাছে, শপিংমলের সামনের মাঠে এ বারের বইমেলা আয়োজিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলা এ বার ১১ বছরে পদার্পণ করেছে। 

১৯২৩-২৪ সালে শিলংয়ে বসে রক্তকরবী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিউটাউন বইমেলায় এবারের থিম করা হয়েছে ওই নাটকটিকে। তা নিয়ে আয়োজিত হয়েছে ছবির প্রদর্শনীও। মেলা উদ্যোগতাদের পক্ষ থেকে বিমান সাহা জানিয়েছেন, ২০১৩ সাল থেকে এই বইমেলার যাত্রা শুরু হয়। তারপর থেকে একই নিয়মে বইমেলা চলছে।

এ বারের বইমেলায় রয়েছে ১০০টি-এর বেশি স্টল। আনন্দ, অক্সফোর্ড, পত্রভারতী, আজকাল-সহ বিভিন্ন বিখ্যাত প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। এ ছাড়াও ছোটপত্রিকা বা লিটল ম্যাগাজিনের জন্যও রয়েছে আলাদা প্যাভিলিয়ন। মেলায় রয়েছে প্রয়াত কমল চক্রবর্তীর নামে একটি মুক্তমঞ্চ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মতো একাধিক বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে মেলায়। নিউটাউনের মতো ক্রমবর্ধমান ও সাজানো শহরের ইতিহাস ও বেড়ে ওঠা নিয়েও একটি প্রদর্শনী রয়েছে এই মেলায়। এ ছাড়াও রয়েছে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবিও। মেলায় রয়েছে কবিতা উৎসবের মতো আয়োজন। জাতীয় কবিতা উৎসবে শুক্রবার থেকে থাকবেন শতাধিক কবি-সাহিত্যিক।

বইমেলার আয়োজনের সম্পাদক সঞ্জয় জানা জানিয়েছেন, 'প্রথম দু’ দিনে ভালই সাড়া মিলেছে। প্রথম দিনে তো অনেকটা ভিড় ছিল। বৃহস্পতিবারও ভালই ভিড়় হয়েছে, বই বিক্রিও ভালই হচ্ছে। শুক্রবার শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। শুক্রবার সেখানে উপস্থিত থাকবেন উদ্বোধক মৃদুল দাশগুপ্ত, শিবাশিস মুখোপাধ্যায়, বিভাস রায়চৌধুরীর মতো কবিরা। আসলে এই মেলাটিকে নিউটাউনের বাসিন্দারা নিজের মেলা মনে করেন। প্রতিটি ব্লক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা অংশ নেন। এ বছরেও আবৃত্তি প্রতিযোগিতা ও গানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নিউটাউনের বাসিন্দারা। প্রথম বছর পাঁচ-সাত লাখ টাকার বই বিক্রি হয়েছিল, গত বছর সেটা পৌঁছে গিয়েছিল ৪৫ লক্ষে। এ বছর তার দ্বিগুণ বিক্রি হবে বলে আশা করছি।'


Book Fair

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া