বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | তৈরি পরিকাঠামো, নতুন বছরেই এনআরএস হাসপাতালে 'বার্ন ওয়ার্ড' 

Kaushik Roy | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: এবার এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালেও চালু হতে চলেছে 'বার্ন ওয়ার্ড'। নতুন বছরের শুরুতেই এই ওয়ার্ডে রোগী ভর্তি শুরু হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যেই প্রস্তুত। বাকি যে বিষয়গুলি আছে সেগুলি দ্রুত শেষ করে নতুন বছরের গোড়ার দিকেই এই ওয়ার্ড চালু হয়ে যাবে। হাসপাতালের অধ্যক্ষ ডা: পীতবরন চক্রবর্তী বলেন, 'আধুনিক এই ওয়ার্ডে আপাতত থাকবে ১৮টি শয্যা। এর মধ্যে ৮টি শয্যা পুরুষ এবং ১০টি মহিলাদের জন্য। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের তত্ত্বাবধানে এই ওয়ার্ডটি কাজ করবে। আগামী বছরই শুরু হবে রোগী ভর্তি।' 

 

কলকাতায় গুরুত্বের দিক দিয়ে সুপার স্পেশালিটি এনআরএস হাসপাতাল একেবারে প্রথম দিকেই আছে। শিয়ালদা রেল স্টেশন থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে হাসপাতালটির অবস্থানের জন্য কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রতিদিন এক বিরাট সংখ্যক রোগী এই হাসপাতালে আসেন চিকিৎসা পরিষেবার জন্য। আরও বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দিতে ইতিমধ্যেই তৈরি হচ্ছে হাসপাতালের নতুন ভবন। পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা হলেও এই হাসপাতালে আলাদা করে এতদিন কোনও বার্ন ওয়ার্ড ছিল না। 

 

যে কারণে কিছুটা পর্যায়ে চিকিৎসার পর রোগীদের এসএসকেএম বা অন্য যে সরকারি হাসপাতালে এই ওয়ার্ড আছে সেখানে 'রেফার' করে দেওয়া হত। পরিস্থিতির গুরুত্ব বুঝে এনআরএস কর্তৃপক্ষ হাসপাতালে বার্ন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেয়। সেইমতো প্রাথমিকভাবে একটি ১৮ শয্যার ওয়ার্ড প্রস্তুত করা হয়। হাসপাতালের এক চিকিৎসক অধ্যাপক জানিয়েছেন, সাধারণত শীতকালেই পুড়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি থাকে। কারণ হিসেবে তিনি বলেন, শীতে লোকে ঠান্ডার থেকে বাঁচার জন্য উত্তাপের কাছাকাছি থাকে। সেজন্য প্রয়োজনে আগুন পোহানো ছাড়াও উলের তৈরি জামাকাপড় ব্যবহার করে। অসাবধানতাবশত আগুনের কাছে কাজ করতে গিয়ে বা আগুন পোহানোর সময়  অনেক সময়েই শরীরে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত ১৮টি শয্যা থাকলেও আগামীদিনে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে।


#Kolkata news#WB News#NRS Medical College



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শ্যামবাজারে দুর্ঘটনা, আহত এক

কলকাতায় ফের রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ...

হাজার-হাজার কোটি বিনিয়োগ! মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বিরাট ঘোষণায় চমকে দিলেন মুকেশ আম্বানি...

 মমতার উপস্থিতিতে সূচনা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের, মঞ্চে মুকেশ আম্বানি, হেমন্ত সোরেন, সৌরভ গাঙ্গুলী-সহ বিশিষ্টজনেরা...

মাঝরাস্তায় দাঁড়িয়ে গেল পর পর ট্রেন, দমদম-শিয়ালদা লাইনে আচমকা কী হল? জানা গেল কারণ ...

পার্ক সার্কাসের কাছে হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ফোরণ, এলাকায় তুমুল উত্তেজনা...

কৃষক স্বার্থ এবং শিল্পায়ন দু’‌টির মধ্যে ভারসাম্য রক্ষা করেই এগোচ্ছেন মমতা, বুধবার থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন...

বেপরোয়া গতির বাস পিষে দিল বাইক আরোহীকে, চিনার পার্কে ভয়াবহ দুর্ঘটনা...

বিদ্যাসাগর সেতুতে ব্রেক ফেল বাসের, পরপর গাড়িতে ধাক্কা, আহত অনেক...

সরস্বতী পুজোয় 'ভাষা বিপ্লব', সংস্কৃতর পরিবর্তে বাংলা মন্ত্রে পুজো হল বাগদেবীর ...

কলকাতা পুলিশের তৎপরতায় ফের বড় ডাকাতির পরিকল্পনা বানচাল...

মায়ের ফোনে ধরেননি, বন্ধ ঘর থেকে আরজি করের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার...

নিকাশি নালা পরিষ্কার করতে নেমে বিপত্তি, কলকাতায় মৃত্যু তিন শ্রমিকের ...

ঘন কুয়াশায় ফের ভোগান্তি, কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত, দেরিতে ওঠানামা করছে একাধিক বিমান ...

গাড়িতে বসে চোখ লেগে এসেছিল, হঠাৎ বিপুল ঝাঁকুনি, কলকাতার রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার তরুণী...

অনলাইন গেমিং অ্যাপের প্রতরণা চক্রের হদিস, ১০ জনকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ...

সরস্বতী পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি?‌ হাওয়া অফিস দিল বড় আপডেট...

সাতসকালে ধর্মতলায় খাবারের দোকানে লাগল আগুন, দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে...



সোশ্যাল মিডিয়া



12 24