রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এবার এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালেও চালু হতে চলেছে 'বার্ন ওয়ার্ড'। নতুন বছরের শুরুতেই এই ওয়ার্ডে রোগী ভর্তি শুরু হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যেই প্রস্তুত। বাকি যে বিষয়গুলি আছে সেগুলি দ্রুত শেষ করে নতুন বছরের গোড়ার দিকেই এই ওয়ার্ড চালু হয়ে যাবে। হাসপাতালের অধ্যক্ষ ডা: পীতবরন চক্রবর্তী বলেন, 'আধুনিক এই ওয়ার্ডে আপাতত থাকবে ১৮টি শয্যা। এর মধ্যে ৮টি শয্যা পুরুষ এবং ১০টি মহিলাদের জন্য। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের তত্ত্বাবধানে এই ওয়ার্ডটি কাজ করবে। আগামী বছরই শুরু হবে রোগী ভর্তি।'
কলকাতায় গুরুত্বের দিক দিয়ে সুপার স্পেশালিটি এনআরএস হাসপাতাল একেবারে প্রথম দিকেই আছে। শিয়ালদা রেল স্টেশন থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে হাসপাতালটির অবস্থানের জন্য কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রতিদিন এক বিরাট সংখ্যক রোগী এই হাসপাতালে আসেন চিকিৎসা পরিষেবার জন্য। আরও বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দিতে ইতিমধ্যেই তৈরি হচ্ছে হাসপাতালের নতুন ভবন। পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা হলেও এই হাসপাতালে আলাদা করে এতদিন কোনও বার্ন ওয়ার্ড ছিল না।
যে কারণে কিছুটা পর্যায়ে চিকিৎসার পর রোগীদের এসএসকেএম বা অন্য যে সরকারি হাসপাতালে এই ওয়ার্ড আছে সেখানে 'রেফার' করে দেওয়া হত। পরিস্থিতির গুরুত্ব বুঝে এনআরএস কর্তৃপক্ষ হাসপাতালে বার্ন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেয়। সেইমতো প্রাথমিকভাবে একটি ১৮ শয্যার ওয়ার্ড প্রস্তুত করা হয়। হাসপাতালের এক চিকিৎসক অধ্যাপক জানিয়েছেন, সাধারণত শীতকালেই পুড়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি থাকে। কারণ হিসেবে তিনি বলেন, শীতে লোকে ঠান্ডার থেকে বাঁচার জন্য উত্তাপের কাছাকাছি থাকে। সেজন্য প্রয়োজনে আগুন পোহানো ছাড়াও উলের তৈরি জামাকাপড় ব্যবহার করে। অসাবধানতাবশত আগুনের কাছে কাজ করতে গিয়ে বা আগুন পোহানোর সময় অনেক সময়েই শরীরে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত ১৮টি শয্যা থাকলেও আগামীদিনে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?