বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও একধাপ এগিয়ে গেল পুলিশ। এবার পুলিশের জালে এক প্রৌঢ়। বুধবার ভোররাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়া থেকে তাকে পাকড়াও করা হয়েছে। ধৃতের নাম মোক্তার আলম। ধৃতের কাছে বিভিন্ন ব্যাঙ্কের বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি প্যান কার্ডও তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্প্রতি জাল পাসপোর্ট মামলার তদন্তে নেমে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে একটি চক্র জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। ওই চক্রের শিকড় খুঁজতে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্তে নেমেছে। কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বসিরহাটে তদন্ত চালিয়ে পুলিশ বেশ কিছু জাল পাসপোর্ট উদ্ধার করেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
দিন দশক আগে বারাসতে টাকি রোডের ধারের একটি বহুতল থেকে জাল পাসপোর্ট চক্রে জড়িত অভিযোগে সুরজিৎ বিশ্বাস নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিশ দত্তপুকুরের মোক্তার আলমের নাম জানতে পারে। বুধবার ভোররাতে কলকাতা পুলিশের দুর্নীতির দমন শাখার আধিকারিকরা ছোট জাগুলিয়া গ্রামে আচমকা অভিযান চালান। সঙ্গে ছিল দত্তপুকুর থানার পুলিশও। তদন্তকারীরা মোক্তার আলমের বাড়িতে হানা দেন। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে পুলিশ বেশ কিছু প্যানকার্ড উদ্ধার করে। পাওয়া গিয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্কের এটিএম কার্ডও।
এরপরই মোক্তার আলমকে গ্রেপ্তার করা হয়। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত বিধায়ক শেখ রবিউল ইসলামের বাড়ি ওই এলাকাতেই। রবিউল বলেন, 'পুলিশ জাল পাসপোর্ট কাণ্ডের তদন্ত করছে বলে শুনেছি। মোক্তার আলম নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরাও চাই, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের সঠিক তদন্ত হোক। যারা জড়িত আছে, পুলিশ তাদের গ্রেপ্তার করুক। আইন আইনের পথেই চলবে।'
পুলিশ সূত্রে খবর, ধৃত মোক্তার এলাকায় আমদানি-রফতানি ব্যাবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিত। আড়ালে চলত তার পাসপোর্ট জালিয়াতির কাজ। বাংলাদেশ থেকে লোক পারাপারের কাজেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২১ সালে পাসপোর্ট জালিয়াতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। জেল থেকে ছাড়া পেতেই সে আবার সেই কাজে নেমে পড়ে। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার ভোররাতে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করল।
পুলিশ সূত্রে আরও খবর, নভেম্বর মাসের শেষের দিকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে বাংলাদেশি এক নাগরিককে পুলিশ গ্রেপ্তার করে। দু’বছর আগে সে বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। তার কাছে একটি পাসপোর্টও পাওয়া গিয়েছিল। পুলিশ জানিয়েছিল, ওই ব্যক্তির নাম সেলিম মাতব্বর। অথচ পাসপোর্টে রবি শর্মা নাম ছিল। ওই বাংলাদেশি নাম ভাঁড়িয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে পার্ক স্ট্রিটের হোটেলে কাজ নিয়েছিল। পাসপোর্ট জালিয়াতি চক্রের জাল অনেক পর্যন্ত বিস্তৃত বলে পুলিশ মনে করছে।
#Fake passpost#arrest #dattapukur
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
চলন্ত নাগরদোলা থেকে পড়ে গিয়ে তরুণীর মৃত্যু গোসাবায়, এলাকায় শোকের ছায়া...
তমলুকে পানীয়তে বিষ মিশিয়ে দশম শ্রেণির ছাত্রীকে হত্যা, মৃত্যু হল অসুস্থ বান্ধবীরও...
প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...
স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...
শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...
বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?...
বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...
লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...
দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...
উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...
হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...
গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...
জীবিতকে মৃত দেখিয়ে কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টা, পুলিশকে অভিযোগ পঞ্চায়েতের...
ফের টার্গেট মালদার তৃণমূল নেতৃত্ব, মানিকচকের বিধায়ককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ...
সরস্বতী পুজোয় পড়ানো হল পরিবেশ সচেতনতার পাঠ, অভিনব উদ্যোগ রাজ্যের এই স্কুলে...
বনকর্মীদের সামনেই জেসিবি'র সঙ্গে হাতির লড়াই ডুয়ার্সে, ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা...
স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ, গ্রেপ্তার ওই স্কুলেরই সহকারী শিক্ষক!...