বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অশ্বিনের আকস্মিক অবসরে অনেকেই অবাক হয়েছেন। বাদ যাননি তারকা স্পিনারের ছোটবেলার কোচও। একদা ছাত্রের এই সিদ্ধান্তে খুবই অবাক হন সুনীল সুব্রমানিয়াম। অশ্বিনের সিদ্ধান্তকে সম্মান জানালেও, তিনি মনে করছেন, আরও বছর দুয়েক আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতেন তাঁর ছাত্র। সুব্রমানিয়াম বলেন, 'আমি প্রচণ্ড অবাক হয়েছি। ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ সাইকেল খেলতেই পারত। ঘরের মাঠে কয়েকটা টেস্ট আছে। তারপর ও অবসর নিতে পারত। কিন্তু ও এখনই অবসর নিয়ে নিল। ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান করতে হবে। হয়তো এর পেছনে কোনও কারণ আছে।'
ছোটবেলার কোচ জানান, অশ্বিন বরাবরই ভয়ডরহীন ছিল। একইসঙ্গে বুদ্ধিমানও। বরাবরই নতুন কিছু করার চেষ্টা ছিল তাঁর মধ্যে। ছাত্রের বিদায়বেলায় সুব্রামানিয়াম বলেন, 'ও ভয়ডরহীন ছিল। সবসময় নতুন কিছু করায় চেষ্টা ছিল। উন্নতি করতে চাইত। সেটব্যাক ওকে নিজের সেরাটা দিতে বাধ্য করত। ও বরাবর ভাবনা-চিন্তা করত। মাথা দিয়ে ভাবত, পরিস্থিতির বিচার করত। বুদ্ধিমান ক্রিকেটার ছিল।' ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার পর আইটি ইঞ্জিনিয়ার হিসেবে জীবন শুরু করে অশ্বিন। ক্রিকেটে ব্রেক পাওয়ার পর আর অন্য কিছু নিয়ে ভাবতে হয়নি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেও ছিলেন। তবে তার তিন বছর পর নিজেকে উচ্চমানের স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করেন। বাকিটা ইতিহাস।
অনিল কম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ভারতের অন্যতম সেরা স্পিনার অশ্বিন। দেশের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তারও বেশি উইকেট নেন। পাশাপাশি টেস্টে ব্যাট হাতে ৩৪৭৪ রানও করেন। ৬টি শতরান করেছেন। রয়েছে ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। দেশের জার্সিতে ১১৬টি একদিনের ম্যাচ এবং ৬৫টি টি-২০ খেলেছেন অশ্বিন।
নানান খবর

নানান খবর

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

পাঁচ জন পছন্দের ফুটবলারের নাম বললেন মেসি, তালিকায় নেই রোনাল্ডো, বিস্মিত ফুটবলমহল

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা