শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | Bangladesh Election: ‌‌বিএনপি–জামাতের বর্জন সত্ত্বেও জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচন

Rajat Bose | ০৫ ডিসেম্বর ২০২৩ ০৬ : ৫০Rajat Bose


জয়ন্ত আচার্য, ঢাকা:‌ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি ৩২ দিন। বিএনপি–জামাত নেতৃত্বাধীন জোট এই নির্বাচন বর্জন করে হরতাল অবরোধের মত কর্মসূচী পালন করলেও নির্বাচন চিত্র জমে উঠেছে। সারাদেশের ৩০০ আসনে ব্যস্ত প্রার্থীরা। আচরণবিধি ভঙ্গের ভয়ে প্রকাশ্যে প্রচারের পরিবর্তে চলছে নীরব গণসংযোগ। 
বাংলাদেশের নির্বাচন আইনে প্রতীক বরাদ্দের আগে প্রকাশ্যে প্রচার চালানো যায় না। নির্বাচনের তফসিল অনুসারে ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ওই দিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থী ও তাঁদের কর্মী–সমর্থকরা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেই বিভিন্ন কৌশলে প্রচার শুরু করে দিয়েছেন। গত সোমবার খেকে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাইয়ের কাজ শুরু করে। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা তিনশো আসনে ১৯৮৫টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। ৭৩১টি মনোনয়নপত্র নানা ত্রুটির কারণে বাতিল হয়েছে। তবে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে অপিল করার সুযোগ রয়েছে। 
বিএনপি নির্বাচনে না এলেও প্রতিটি আসনেই এবার আওয়ামি লিগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাই ক্ষমতাসীন দল আওয়ামি লিগ সহ বড় দলের প্রার্থীদেরও স্বস্তি নেই। ৩০০ আসনে ২ হাজার ৭১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে স্বতন্ত্র ৭৪৭ জন। শুধু আওয়ামি লিগেরই ৪৪২ জন স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন। প্রায় প্রতিটি আসনেই আওয়ামি লিগসহ বিভিন্ন দলের প্রার্থীর সঙ্গে জমজমাট লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর। এই কারণে এবারের জাতীয় সংসদ নির্বাচন ভিন্ন মাত্রা পেয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছে। 
পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে রাজধানী ঢাকাসহ বড় বড় শহর থেকে বিপুলসংখ্যক মানুষ ছুটে যাচ্ছেন মফস্বলে। আবার শহরের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে তাঁদের স্বজনেরা গ্রাম থেকে ছুটে আসছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও অনেক প্রবাসী স্বজনদের পক্ষে প্রচারে অংশ নিতে দেশে আসছেন। ফলে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শহর–বন্দর ও গ্রামগঞ্জের হাট–বাজারে চায়ের দোকান ও রেস্টুরেন্ট থেকে শুরু করে সর্বত্র আড্ডা জমে উঠেছে। এসব আড্ডায় আলোচনায় প্রাধান্য পাচ্ছে কে কোন আসনের প্রার্থী এবং কার অবস্থান কার চেয়ে ভাল।
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে আওয়ামি লিগ ও জাতীয় পার্টিসহ ২৯টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। আর বিএনপিসহ ১৬ টি দল এক দফা দাবিতে রাজপথে আন্দোলন করছে। 
এদিকে বিএনপি সহ একাধিক সমমনস্ক দল নির্বাচন প্রতিহত করতে আগামী ৬ ও ৭ ডিসেম্বর সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 




নানান খবর

নানান খবর

প্রবল বৈরিতার মাঝেই প্রথম সাক্ষাৎ মোদি এবং ইউনূসের, প্রকাশ্যে দুই রাষ্ট্রনেতার করমর্দনের ছবি

পৃথিবীতে কমছে পানীয় জলের ভাণ্ডার! হাতে আর কতদিন সময় আছে, বিরাট সতর্কবার্তা দিল ইউনেসকো

কবরের উপরেই উদ্দাম যৌনতায় মত্ত যুগল!‌ তারপর যা হল শুনলে নিজেকেই বিশ্বাস করতে পারবেন না 

যাত্রীদের সহ্যের সীমা পার, ৪০ ঘন্টার বেশি অতিক্রান্ত, এখনও তুরস্কের বিমানবন্দরে আটকে লন্ডন থেকে মুম্বইগামী বিমান

ওয়াল স্ট্রিটে বিরাট ধস! কোভিডের পর এই প্রথম, মুদ্রাস্ফীতির আশঙ্কায় আমেরিকা, তবুও ভ্রুক্ষেপহীন ট্রাম্প

কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা! চ্যালেঞ্জ প্রেসিডেন্ট ট্রাম্পকে, এবার শুল্ক-বদলা ঘোষণা করল কানাডা

বিশ্বজুড়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কিন্তু এ দেশে নেই একজন মুসলমানেরও বাস! কোন দেশ জানুন...

'বাবাকে খেয়ে নিয়েছে আমার ছেলে', সন্তানের কীর্তিতে মাথায় হাত মহিলার

ট্রাম্পের নীতিতে শেয়ার বাজারে ধস! বাড়ছে সোনার দামও, বাজারের ইঙ্গিত কোন দিকে

গাজায় ইসরায়েলের নতুন নিরাপত্তা করিডোর, বিমান হামলায় নিহত ৪০ জনের বেশি

আশঙ্কার মাঝেই জোর কম্পন, বুধ সন্ধেয় কেঁপে উঠল জাপান

বাড়ি ফিরতেই উৎফুল্ল, আবেগঘন সুনিতা জড়িয়ে ধরলেন পোষ্যকে

ছিলেন ডেলিভারি বয়, এক রাতেই খুল গেল কপাল! পাকিস্তানি বন্ধুর দৌলতে কী হল, শুনলে চমকে যাবেন

বাজারে আসতে চলছে প্লাস্টিকের ‘যম’, আশার কথা শোনালেন গবেষকরা

কাটা হাত ভেবে খুনের মামলা দায়ের, আসলে ছিল 'আদর পুতুল'!

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া