শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৬ ডিসেম্বর ২০২৪ ০৯ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গায়ে হাত-পায়ে হাল্কা যন্ত্রণা, ঘরেই রাখা রয়েছে প্যারাসিটামল। ঝটপট একটি ট্যাবলেট খেয়ে নিলেন। কিংবা জ্বর রয়েছে শরীরে, ম্যাজম্যাজে ভাব ভরসা সেই প্যারাসিটামল। প্রায় প্রতিটি ভারতীয় ঘরেই থাকে এই সস্তার ব্যাথানাশক ওষুধ। কিন্তু এর ঘন ঘন সেবনই শরীরের জন্য ডেকে আনছে বিপদ, বলছেন ব্রিটেনের নটিংহাম ইউনিভার্সিটির গবেষকেরা।
বেশি মাত্রায় প্যারাসিটামল খেয়ে ফেললে শরীরের কী কী ক্ষতি হতে পারে? বিগত কয়েক বছরের সমীক্ষার পর গবেষদের দাবি, প্যারাসিটামল বেশি মাত্রায় খেয়ে ফেললে লিভার ও কিডনিতে চাপ পড়ে। পেটের গোলমাল তো হবেই, কিডনিতে পাথর জমার আশঙ্কাও বাড়বে। বেশি প্যারাসিটামল খেলে পার্শ্বপ্রতিক্রিয়ার দরুণ বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। দীর্ঘ সময় ধরে সেবনের ফলে ঘন হলুদ রঙের প্রস্রাব, তলপেটে তীব্র যন্ত্রণা দেখা দিতে পারে। যা কি না লিভার খারাপ হওয়ার উপসর্গ। কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যাও বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা।
৬৫ বছর বা তার বেশি বয়সিদের নিয়ে এই সমীক্ষাটি চালানো হয়েছিল। গবেষণায় দেখা গিয়েছে, ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার অভ্যাস যাঁদের রয়েছে, তাঁদেরই পরবর্তী সময়ে আলসার ধরা পড়েছে। এমনকি, কিডনির রোগেও আক্রান্ত হয়েছেন অনেকে। হার্টের অসুখ ও হাইপারটেনশন ধরা পড়েছে বেশ কয়েক জনের। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েইয়া ঝাংও জানিয়েছেন, ২০১৮ সাল থেকে বহু আর্থ্রাইটিসের রোগীকে লাগাতার প্যারাসিটামল খাইয়ে দেখা গিয়েছে, তাঁদের গাঁটের যন্ত্রণা কমেনি। কয়েক জনের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রার প্যারাসিটামল কাজ করেছে। তবে বেশির ভাগের শরীরেই তা কাজ করেনি। গবেষকদের মত, প্যারাসিটামল এমনিতে নিরাপদ ওষুধ। চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ডোজ খেলেই মিলবে উপকার।