শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৫Sampurna Chakraborty
মোহনবাগান - ৩ (ম্যাকলারেন, কামিন্স, অ্যালবার্তো)
কেরল ব্লাস্টার্স - ২ (জিমেনেজ, ড্রিনসিক)
সম্পূর্ণা চক্রবর্তী: কয়েকদিন আগে এক খুদে ভক্তের 'ইসকা নাম হ্যায় মোহনবাগান' ভিডিও ভাইরাল হয়েছিল। এদিন এই পংক্তি আদর্শ। এটাই মোহনবাগান। শেষ পাঁচ মিনিটে বদলে গেল চিত্রনাট্য। ৮৫ মিনিট পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে। সেখান থেকে ৩-২ গোলে জয় মোহনবাগানের। মোলিনার আতঙ্কের ছাপ মুহূর্তে বদলে গেল উচ্ছ্বাসে। ৯০+৫ মিনিটে অ্যালবার্তো রডরিগেজ গোল করতেই আনন্দে লাফিয়ে উঠলেন বাগান কোচ। প্রায় সেন্টার লাইনের কাছাকাছি ছুটে গেলেন। এমন আবেগের বন্যায় এর আগে ভাসতে দেখা যায়নি মোলিনাকে। হবে নাই বা কেন! তাঁর একটা মাস্টারস্ট্রোকে বাজিমাত। ৮০ মিনিট আশিক কুরুনিয়ন এবং জেসন কামিন্সকে নামানো ম্যাচ ঘোরানো মুহূর্ত। বাগানের দুই সুপার সাব এলেন, দেখলেন, জয় করলেন। দ্বিতীয় গোলের ক্ষেত্রে লাখ টাকার পাস বাড়ান আশিক। গোল করেন কামিন্স। আইএসএলে মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্স সেরা। যেকোনও সময় গোল করে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এদিন তার আরও একটি উদাহরণ মিলল। এমন নাটকীয় জয় সম্প্রতিকালে দেখা যায়নি।
প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের একাংশের গ্লানি ঢেকে দিল শেষ ১০ মিনিট। দশ মিনিটেই ম্যাচের সেরা পরিবর্ত আশিক কুরুনিয়ন। চলতি মরশুমে মোহনবাগানের সেরা জয়। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরুর থেকে ব্যবধান বাড়াল বাগান। ১২ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ২৪। ম্যাচ শেষে হাসিমুখে বাড়ি ফিরলেন ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
কেরল ম্যাচে দলে দুটো পরিবর্তন হয়। ফেরেন অ্যালবার্তো এবং শুভাশিস। সামনে একা ম্যাকলারেনকে রেখে ৪-২-৩-১ ফরমেশন শুরু করেন মোলিনা। কিন্তু শুরুতেই একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে কেরল। মোহনবাগানকে ব্যাকফুটে ঠেলে দেয়। ম্যাচের প্রথম পাঁচ মিনিটে সবুজ মেরুন রক্ষণে আতঙ্ক সৃষ্টি করেন নোয়া, জিমেনেজরা। কেরলের প্রথম গোলের সুযোগ ২ মিনিটে। নোয়ার শট বাঁচান বিশাল কাইত। তার দু'মিনিট পরই আবার তাঁর পা থেকেই আক্রমণ শুরু। ৪ মিনিটে নোয়ার পাস থেকে জিমেনেজের ব্যাক হিল সরাসরি তালুবন্দি করেন বিশাল। প্রথমার্ধের বেশিরভাগ সময় বল মাঝমাঠেই ঘোরাফেরা করে। তারমধ্যে অসংখ্য মিস পাস। খেলা খুব উন্নত মানের ছিল না। মাঝমাঠ ছন্নছাড়া। দিমিত্রি পেত্রাতোস আবার অফ কালার। তবে বাগানের উইং সচল ছিল। দু'দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা চালান লিস্টন এবং মনবীর। মোহনবাগানের প্রথম সুযোগ ১৮ মিনিটে শুভাশিসের বাঁ পায়ের শট বাঁচান কেরলের গোলকিপার শচীন সুরেশ। তার কিছুক্ষণ পর সেট পিস থেকে সুযোগ। পেত্রাতোসের ফ্রিকিক থেকে মানবীরের হেড বাইরে যায়। দুই দলের কেউই আহামরি খেলতে পারেনি। তবে ফাঁকতালে ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। প্রায় ২৪ গজ দূর থেকে নেওয়া আশিস রাইয়ের দূরপাল্লার শট ফিস্ট করেন কেরল কিপার। বল একেবারে জেমি ম্যাকলারেনের পায়ের সামনে পড়ে। সুযোগসন্ধানী বিশ্বকাপার বাঁ পায়ের আলতো পুশে গোলে ঠেলেন।
বিরতির আগেই সমতা ফেরানোর সুযোগ ছিল কেরলের সামনে। কিন্তু ৪৪ মিনিটে সিটার মিস করেন জিমেনেজ। প্রীতমের পাস থেকে সামনে বিশাল কাইতকে একা পেয়েও বাইরে মারেন। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল বাগান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছন্দপতন। ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যায় সবুজ মেরুন। মুহুর্মুহু আক্রমণ কেরলের। ৫১ মিনিটে সমতা ফেরে। তবে কেরলকে গোল উপহার দেন শুভাশিস। বল ক্লিয়ার করতে গিয়ে জিমেনেজের পায়ে তুলে দেন বাগান অধিনায়ক। প্রায় ২২ গজ দূর থেকে দূরপাল্লার শটে ১-১ করেন স্প্যানিশ স্ট্রাইকার। একটা সময় সাঁড়াশি আক্রমণে মোহনবাগানকে চেপে ধরে কেরল। ৬০ এবং ৬৫ মিনিটে দুটো সিটার নষ্ট নোয়ার। প্রথমবার তাঁর শট বাঁচান বিশাল। দ্বিতীয়বার বাইরে মারেন। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৭ মিনিটে বিশাল কাইতের ভুলে পিছিয়ে পড়ে বাগান। আদ্রিয়ান লুনার ফ্রিকিক বাগান কিপারের হাত থেকে ফস্কে যায়। গোলে ঠেলেন মিলস ড্রিনসিক। ম্যাচে তখনও আরও নাটক বাকি। মোলিনার দুটো পরিবর্তন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। আশিক কুরুনিয়ন এবং জেসন কামিন্স নামার পর আবার আক্রমণে ফেরে মোহনবাগান। শেষ ১০ মিনিট সবুজ মেরুনের। কেরল রক্ষণকে নাজেহাল করে ছাড়ে। ম্যাচের ৮৬ মিনিটে দিমির শট পোস্টে লাগে। তার কয়েক মুহূর্তের মধ্যে ২-২। আশিকের ক্রস থেকে পেত্রাতোসের শটে পা ছুঁইয়ে তেকাঠিতে ঠেলেন কামিন্স। ৯০+৫ মিনিটে জটলার মধ্যে থেকে জয়সূচক গোল অ্যালবার্তোর।
ছবি: অভিষেক চক্রবর্তী
#Mohun Bagan#Kerala Blasters#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
হায়দরাবাদ ম্যাচে ফ্রি টিকিট, সমর্থকদের নতুন বছরের বিশেষ উপহার গোয়েঙ্কার...
হায়দরাবাদ ম্যাচে টিকিট ফ্রি, সমর্থকদের নতুন বছরের বিশেষ উপহার গোয়েঙ্কার...
সন্তোষে দুরন্ত শুরু, জম্মু-কাশ্মীরকে বিধ্বস্ত করল বাংলা ...
পিএসজি ছাড়ার আগে দুর্দান্ত পারফরম্যান্স, ফ্রান্সের বর্ষসেরা এমবাপে ...
পাক কোচের চাকরি ছাড়লেন গিলেসপি, পাকিস্তানের প্রাক্তন তারকার নিশানায় আইপিএল, কিন্তু কেন?...
আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাকিস্তানের অলরাউন্ডারের, ১৩ মাসে দ্বিতীয়বার...
মায়ের হাতে ট্রফি তুলে দিলেন গুকেশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, মন ছুঁলেন নেটিজেনদের ...
হাইব্রিড মডেলে রাজি দুই দেশের বোর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটার মুখে?...
কেমন হতে পারে গাব্বায় ভারতের সম্ভাব্য একাদশ? দলে দুটো পরিবর্তনের ইঙ্গিত...
দাদার পর নজর কাড়ল ভাই, কর্ণাটকের হয়ে শতরান দ্রাবিড় পুত্রের...
বাবর আজম-মহম্মদ রিজওয়ানের খেলাতেই ম্যাচ হারতে হচ্ছে, ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানেরই ক্রিকেটার...
রেফারিং নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল শিবির, বাকি মরশুম থেকে ছিটকে যেতে পারেন মাদি তালাল ...
ইতিহাস তৈরি করে বিশ্বচ্যাম্পিয়ন, কত টাকা পেলেন গুকেশ? ...
বাদ প্রাক্তন নাইট তারকা, নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটারই অধিনায়ক, বিজয় হাজারের দল ঘোষণা করল এই দল ...
সবে ফিরেছিলেন চেনা ছন্দে, ফের চোটের কারণে ফের মাঠের বাইরে এমবাপ্পে...