নিজস্ব সংবাদদাতা: এবার নায়কের চরিত্রে অভিনেতা ফাহিম মির্জা। আকাশ আট চ্যানেলের 'চ্যাটার্জী বাড়ির মেয়েরা' ধারাবাহিকে সুপারস্টার অরুণ চ্যাটার্জির চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন তিনি। শুটিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। কিছুদিনের মধ্যেই দর্শকেরা দেখতে চলেছেন এই নতুন জুটিকে। 

 

জি বাংলার 'ফুলকি' ধারাবাহিকে অংশুমান সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন ফাহিম। এখানে যেমন ইতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে ফাহিমকে, ঠিক তেমনই নতুন ধারাবাহিকেও  এক ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন ফাহিম। ফাহিমের কথায়, "অরুণ চ্যাটার্জি একজন সুপারস্টার, যদিও তার স্ত্রী আছে কিন্তু স্ত্রী অত্যন্ত সন্দেহবাতিক হওয়ায় ব্যক্তিগত জীবনে একেবারেই সুখী নন। এই জীবনে তিতির যেন খানিকটা খোলা হাওয়ার মতো হয়ে আসে তাঁর কাছে। এরপর গল্প কোন দিকে মোড় নেয়, তার জন্য ধারাবাহিকটি দেখতে হবে সকলকে। তবে এটুকু বলতে পারি, এরকম চরিত্র আমি আগে করিনি। চরিত্রটা দারুণ। গ্ল্যামার যেমন রয়েছে আবার তেমন চাপা দুঃখ-ও আছে। আশা করি, দর্শকের ভাল লাগবে।"

 

'তিতির'-এর চরিত্রে অভিনয় করছেন স্নেহা দেব। অর্থাৎ ফাহিম ও স্নেহাকে জুটি বাধতে দেখা যাবে এই ধারাবাহিকে। যদিও এই ধারাবাহিকে ফাহিমের স্ত্রীর চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। নেতিবাচক চরিত্রে ফাহিমের দুর্দান্ত অভিনয় একাধিকবার দেখেছেন দর্শকেরা, তবে এবার ইতিবাচক চরিত্রই বেছে নিচ্ছেন অভিনেতা। এর জন্য ছাড়তে হয়েছে একাধিক ধারাবাহিক, এ কথা জানালেন ফাহিম নিজেই।