শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | শুরু হল হুগলি চুঁচুড়া বইমেলা, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট, প্রথমদিনেই উপচে পড়ছে ভিড়

Pallabi Ghosh | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৭Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: আজ উদ্বোধন হল ষোড়শ বর্ষ হুগলি চুঁচুড়া বইমেলার। শনিবার চুঁচুড়া ময়দানে ১৬ বার ঘণ্টা বাজিয়ে হুগলি চুঁচুড়া বইমেলার উদ্বোধন করলেন সাহিত্যিক উল্লাস মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক বিনোদ ঘোষাল, পশ্চিমবঙ্গ প্রকাশক সংস্থার সম্পাদক শ্রী শঙ্কর মণ্ডল, বইপ্রেমী এবং পরিবেশবিদ সুব্রত ঘোষ, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল চুঁচুড়ার অধ্যক্ষ দেবায়ন দত্ত প্রমুখ। উপস্থিত ছিলেন বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক বিজয় মুখার্জি, গোপাল চাকি, কাৰ্য্যকরী সভাপতি ডাঃ অক্ষয় কুমার আঢ্য প্রমুখ। শারীরিক অসুস্থতার কারণে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মেলা কমিটির সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেন দে।

এদিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মেলার মূল প্রবেশদ্বার থেকে ব্যান্ড সহযোগে অতিথিদের মেলার মূল মঞ্চে নিয়ে যায় চুঁচুড়া টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ছাত্ররা। ফুল ছড়িয়ে, চন্দনের টিপ পরিয়ে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। স্কুলের ছাত্রীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। একে একে বরণ করে নেওয়া হয় উপস্থিত অতিথিদের। মূল মঞ্চ থেকে উপস্থিত অতিথিদের হাত ধরে প্রকাশিত হয় সমকাল ও বিবৃতি পত্রিকার ৫২ তম বইমেলা সংস্করণ। 

উদ্বোধনী অনুষ্ঠানে মেধা বৃত্তি সংবর্ধনা প্রদান করা হয়। এবারের বইমেলার মূল প্রবেশদ্বারের সম্মুখেই রয়েছে কবি অরুণ চক্রবর্তী লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। প্রবেশ পথের ডানদিকে মৌ রায়চৌধুরী আর্ট গ্যালারিতে নানা শিল্পকর্ম নিয়ে হাজির ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। রয়েছে কলকাতা সহ রাজ্যের নামীদামী প্রকাশনা সংস্থার বইয়ের ১২০টি স্টল। এবছর মেলায় বিশেষ সংযোজন বিভিন্ন খাবারের সম্ভার। মেলার একপাশে লাইন দিয়ে রয়েছে একাধিক আচার, পাপড় সহ নানা রকমের খাবারের দোকান। মেলায় আগত কিশোর কিশোরীদের জন্য রাখা হয়েছে বিশেষ সেলফি জোন।

মেলা প্রসঙ্গে বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি বলেছেন, গত বছর মাত্র এক লক্ষ টাকার বিক্রি কম হওয়ায়, মেলার বই বিক্রির লক্ষ্যমাত্রা পঞ্চাশ লক্ষ টাকায় পৌঁছতে পারেনি। এই বছর বেড়েছে স্টলের সংখ্যা। তিনি আশাবাদী বইয়ের বিক্রিও বিগত বছরের তুলনায় কয়েকগুণ বাড়বে। লক্ষ্যমাত্রা পঞ্চাশ লক্ষ টাকা অতিক্রম করে রেকর্ড গড়বে। তাঁর দাবি সামগ্রিকভাবে কলকাতা বইমেলার পর রাজ্যের অন্যতম সেরা বইমেলা হয়ে ওঠার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে ষোড়শ হুগলি চুঁচুড়া বইমেলা।

ছবি পার্থ রাহা।


hooghlyhooghlybookfair

নানান খবর

নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া