মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩৯Kaushik Roy
অতীশ সেন
বাংলাদেশি পর্যটকদের না আসার কোনও প্রভাবই পড়ছে না তরাই-ডুয়ার্স এবং কালিম্পং জেলার পর্যটন ব্যবসায়। শীত শুরু হতেই লাটাগুড়ি, গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা, জয়ন্তী, চিলাপাতা, লাভা, লোলেগাঁও, ঝান্ডি, সুনতালেখোলা, ঝালং প্রভৃতি জনপ্রিয় জায়গায় পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন। ভারত-বাংলাদেশের মাঝে চলা উত্তেজনার নিরিখে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমনের সংখ্যা কমে গিয়েছে। তবে এর প্রভাব তরাই-ডুয়ার্স ও এই এলাকা সংলগ্ন পাহাড়ে অতি সামান্য।
হাতি-বাইসন-গন্ডার-চিতাবাঘ সহ বিভিন্ন বন্য জন্তুর বিচরণক্ষেত্র এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, বন-জঙ্গল, উদ্দাম স্রোতের নদী, দিগন্তবিস্তৃত চা বাগানের মন মাতানো দৃশ্য সম্পর্কে বাংলাদেশি পর্যটকেরা তেমন অবগত নন। সাধারণত বাংলাদেশি পর্যটকেরা দার্জিলিং, গ্যাংটক সহ উত্তর সিকিম এর প্রচলিত বিভিন্ন পর্যটন এলাকায় ভীড় জমাতেন। এই সব এলাকা ঘুরে ফিরে যাওয়ার পথে তাদের অনেকে তরাই-ডুয়ার্সে ঢুঁ দিতেন। তাই তাদের ভারতে আসার সংখ্যা কমে যাওয়াতেও উত্তরবাংলার পর্যটন ও হোটেল ব্যবসায়ীরা বিন্দুমাত্র চিন্তিত নয়।
এক ট্রাভেল এজেন্ট জানান, উত্তরবঙ্গের পর্যটন অর্থনীতিতে বাংলাদেশিদের ছাপ এতওটাই কম যে, তারা এক্কেবারে না এলেও পর্যটন ক্ষেত্র ক্ষতির সম্মুখীন হবে না। ইতিমধ্যেই শিলিগুড়ির হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। 'শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এর পক্ষ থেকে রবিবার ঘোষণা করা হয় বাংলাদেশে উদ্ভুত বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলাদেশিদের আর শিলিগুড়ির কোনও হোটেলে ঠাই দেওয়া হবে না। বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা এবং কিছু নাগরিকের লাগাতার ভারত বিরোধী প্ররোচনামূলক মন্তব্য করে যাওয়া, ভারতের জন্য মর্যাদাহানিকর আচরণের জেরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে তাঁরা বাংলাদেশিদের হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে মালদার হোটেল ব্যবসায়ীরা সেখানকার হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। এক হোটেল ব্যবসায়ী বলেন , অনেক বাংলাদেশি পর্যটকই ভারতে এসে তাদের আত্মীয়ের বাড়িতে থেকে সেখানে থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। অনেক ক্ষেত্রেই তারা নিজেদের বাংলাদেশি পরিচয় প্রকাশ না করে ভারতীয়দের জন্য নির্ধারিত হারে টিকিট কেটে বিভিন্ন পরিষেবা নিতেন। বিদেশীদের জন্য প্রযোজ্য অধিক মূল্য তাঁরা দিতেন না। এই শ্রেনীর পর্যটকদের থেকে স্থানীয় ব্যবসায়ীরা কোনও ভাবেই উপকৃত হতেন না। তাঁরা না এলেও তেমন কোনও ক্ষতি নেই।
লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, 'গরুমারা, লাটাগুড়ি, চাপরামারি- সহ তার চারপাশের বিভিন্ন জায়গায় প্রতি বছরেই খুব অল্পসংখ্যক বাংলাদেশি পর্যটক আসতেন। তাঁরা পাহাড় ঘুরে বাড়ি ফেরার পথে জঙ্গল সাফারি করে এক-দু দিন ডুয়ার্সে থেকে যেতেন। এবার বাংলাদেশি পর্যটক একেবারের নেই, তবে এর ফলে ব্যবসায় কোনও ক্ষতি নেই।' ইস্টার্ন ডুয়ার্স টুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, 'জলদাপাড়া জাতীয় উদ্যান, মাদারিহাট সংলগ্ন বিভিন্ন এলাকা সহ বক্সা, জয়ন্তী, চিতাপাতা প্রভৃতি এলাকায় বাংলাদেশি পর্যটকদের গতিবিধি একেবারেই নগণ্য। ফলে বাংলাদেশি পর্যটক একেবারে না এলেও জলদাপাড়া এলাকায় এর কোনও প্রভাব পড়ছে না।
কালিম্পং জেলার পর্যটন ব্যবসায়ী রাজেন প্রধান জানান, বাংলাদেশি পর্যটকেরা উত্তর সিকিম, পূর্ব সিকিমের জনপ্রিয় বিভিন্ন এলাকায় মূলত যেতেন৷ বাংলাদেশি পর্যটক না আসাতে ওই সমস্ত এলাকার ব্যবসায় কিছুটা পড়লেও পশ্চিমবঙ্গের পাহাড়ে এর প্রভাব অতি সামান্য। লাভা, ঋশপ, লোলেগাঁও, ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, ঝান্ডি, পাশাবং, সুনতালেখোলা, ঝালং, তোদে, তাংতা, রঙ্গো, সামসিং প্রভৃতি পর্যটনক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা প্রতি বছরেই খুবই কম থাকে। ফলে এবার তারা না আসাতে হোটেল, হোমস্টে, পরিবহন এবং পর্যটনের বিভিন্ন ক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই।
নানান খবর
নানান খবর

রাজ্যে শিল্পের সম্ভাবনা বেড়েই চলেছে, শালবনি ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরির সুযোগ পাবে ছেলেমেয়েরা: মমতা

বাড়ির দরজা থেকে অপহরণ, নাবালিকাকে চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

দাউডাউ করে জ্বলছে বন্ধ গোডাউন, মঙ্গলবার সকালে ফের ডোমজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা

হাঁসফাঁস করা গরমের মধ্যেই সামনে এল স্বস্তির বার্তা, জেনে নিন আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০