আজকাল ওয়েবডেস্ক: পরকিয়া নিয়ে বিবাদ। তার জেরে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। সেইসঙ্গে ভাঙচুর বাড়ি ও গাড়ি। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সালাইডাঙা এলাকার ঘটনা। জানা গিয়েছে, পঞ্চায়েতের এক অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে পঞ্চায়েত সচিবের পরকিয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে তৈরি হয় বিবাদ। বিবাদ মেটাতে যে সালিশি সভা বসে সেখানে আলোচনা চলাকালীন দু'পক্ষের মধ্যে বেঁধে যায় বিবাদ। বিবাদের থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, পঞ্চায়েত সচিব সেইসময় আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি শুরু করেন। গোলমাল চলাকালীন ভাঙচুর হয় একটি গাড়ি।
ওই পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল কংগ্রেস নেতা রাজিব মণ্ডলের অভিযোগ, প্রেম ঘটিত একটি বিষয় নিয়ে মীমাংসা সভা তাঁর বাড়িতে ডাকা হয়েছিল। কোনও সালিশি সভা বসেনি। মীমাংসা শেষ হওয়ার পর হঠাৎ স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পীযুষ মণ্ডলের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। পীযুষের দাবি, অভিযোগ ভিত্তিহীন। তাঁর পাল্টা অভিযোগ, প্রধানের সাক্ষর জাল করে রাজিব জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তিনি অভিযোগ করায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে যে পঞ্চায়েত সচিবের পরকিয়ায় অভিযোগ নিয়ে এই সভা ও আলোচনা সেই সচিব কোনও কিছুই বলতে চাননি।
