শুক্রবার ০৪ জুলাই ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | জুনিয়রের ফটোতে মাল্যদান অভিজিতের, পাস্তা খাওয়ার আবদার আজও ভুলতে পারেন না ডগলাস

Sampurna Chakraborty | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৬Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: ২০ বছর আগের সেই অভিশপ্ত রাত। ভারতীয় ফুটবলের ইতিহাসে কালো দিন। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ঘটে যায় মর্মান্তক ঘটনা। আচমকাই মাঠে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ানো জুনিয়র। আর ওঠেননি। ডেম্পো এবং মোহনবাগানের মধ্যে চলছিল ফেডারেশন কাপ ফাইনাল। সবুজ মেরুন গোলকিপার সুব্রত পালের অনিচ্ছাকৃত ঘুঁষি লাগে ডেম্পোর স্ট্রাইকারের বুকে। মাঠের ধারে শুরু হয় শুশ্রূষা। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। থমথমে পরিবেশে নিজের গোলেই সামনেই হাঁটু মুড়ে দু'হাত জোড় করে প্রার্থনা শুরু তৎকালীন ডেম্পোর গোলকিপার অভিজিৎ মণ্ডলের। কাট টু ২০২৪। মাঝে পেরিয়ে গিয়েছে ২০ বছর। কিন্তু সেই দিনটি এখনও স্মৃতিতে টাটকা অভিজিতের। ভোলেননি জুনিয়রকে। চোখ বুজলেই দিনটি ভেসে ওঠে। মনে পড়ে যায় প্রতিটি মুহূর্ত। যতদিন বাঁচবেন, স্মৃতিতে থাকবে। কিন্তু এই দিনটিতে যেন আরও বেশি করে মনে পড়ে যায় ব্রাজিলীয় সতীর্থকে। সকাল থেকেই মন কেঁদে ওঠে। বারবার প্রশ্ন ওঠে, মাত্র ২৫ বছর বয়সে সত্যিই কি এমন পরিণতি হওয়ার কথা ছিল জুনিয়রের?

ফোনে অভিজিৎ জানান, প্রত্যেক বছর এই দিনটিতে সতীর্থের ফটোতে মালা দেন। প্রার্থনা করেন তাঁর পরিবারের জন্য। এদিনও ব্যতিক্রম নয়। অভিজিৎ বলেন, 'এই দিনটা ভোলার নয়। ফুটবল মাঠে মৃত্যু এবং চোখের সামনে মৃত্যু যেন কেউই কোনও দিন না দেখে। কারোর যেন এই দুর্ভাগ্য না হয়। কিন্তু আমার এই দুর্ভাগ্য হয়েছিল। পুরো ঘটনাটা চোখের সামনে ভাসছে। কোনওদিন ভুলতে পারব না। এখনও জুনিয়রের ফটো আমার বাড়িতে রাখা আছে। আজ মালাও দেওয়া হয়েছে। বেদনাদায়ক ঘটনা। ভারতীয় ফুটবলে জুনিয়র তাঁর জীবন দিয়ে কিছু জিনিস পরিবর্তন করে গিয়েছে। প্রত্যেকবার এই একটা দিন আমাকে নাড়া দেয়। যেহেতু মাঠে ছিলাম, প্রার্থনা করছিলাম। আশা করেছিলাম জুনিয়র ফিরবে। কিন্তু শেষপর্যন্ত ওকে বাঁচানো যায়নি। প্রত্যেক বছর এই দিনে ওর ফটোতে মাল্যদান করি। শুধু আমি নয়, আমার পরিবারের কাছেও এই দিনটা অত্যন্ত দুঃখের। গোয়ায় থাকাকালীন আমার পরিবারও প্রত্যেকটা ম্যাচে যেত। তাই আমার স্ত্রীর মনেও এই ঘটনা নাড়া দিয়েছে।' 

জুনিয়রকে যে ভারতে এনেছিল, সেই ডগলাস সিলভার কাছেও দিনটি খুবই বেদনাদায়ক। এদিন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ব্রাজিলীয় তারকা। সেখানে সুভাষ ভৌমিকের সঙ্গে দেখা যায় ডগলাস এবং জুনিয়রকে। ফটোর ক্যাপশনে লেখেন, '২০ বছর কেটে গিয়েছে। আমি তোমাকে খুব মিস করি ভাই। আমি যেসব স্ট্রাইকারদের সঙ্গে খেলেছি, তারমধ্যে তুমি অন্যতম সেরা।' ২০০৩ সালে দেশওয়ালি ভাইকে ভারতীয় ফুটবলে‌ আনেন ব্রাজিলীয় স্টপার। একবছর একসঙ্গে খেলেন ইস্টবেঙ্গলে।

জুনিয়রের মৃত্যুবার্ষিকীতে একসঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন ডগলাস। ফোনে বলেন, 'খুব দুঃখজনক ঘটনা। ওর সঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। তবে আমাদের সেরা সময় মাঠে। ২০০১ সালে আমরা একসঙ্গে ব্রাজিলে প্রিমিয়ার লিগ খেলি। আমরা একই দলে খেলেছি। টুর্নামেন্টের প্রথম পর্বে আমরা টেবিলের শেষে ছিলাম। ও দলে যোগ দেওয়ার পর আমরা তিন নম্বরে শেষ করি। ও এসেই ১৯ গোল করে। লিগের সর্বোচ্চ গোলদাতা হয়। আমি সবসময় ওকে বলতাম, দেখা যাক যদি একদিন আমরা ব্রাজিলের বাইরে একসঙ্গে খেলতে পারি। তারপর আমি ভারতে আসি। ইস্টবেঙ্গল আমাকে জিজ্ঞেস করে আমি কোনও ভাল ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে চিনি কিনা। সঙ্গে সঙ্গে আমি ওর কথা ভাবি। কলকাতায় আসার পর প্রথম দু'সপ্তাহ ওর মানিয়ে নিতে সমস্যা হয়। আবহাওয়া, গরম, সময়ের পার্থক্যের জন্য প্রথম দু'সপ্তাহ ইস্টবেঙ্গলের অনুশীলনে নজর কাড়তে পারেননি। কর্তাদের পছন্দ হয়নি। আমি কিছু সময় দেওয়ার অনুরোধ করি। তারপর ও গোল করতে শুরু করে।নিজেকে প্রমাণ করে। ভাল প্লেয়ারের পাশাপাশি খুব ভাল মনের মানুষ ছিল। কয়েকদিন পর ওর স্ত্রী কলকাতায় আসে। ওরা পরিবার বাড়ানোর পরিকল্পনা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত ২০ বছর আগে এমনই একটা দিনে‌ আমরা ওকে হারাই। আমার জীবনের অন্যতম দুঃখের দিন।' 

মাঠে এবং মাঠের বাইরে প্রচুর স্মৃতি দুই ব্রাজিলীয় বন্ধুর। বলতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে। তারমধ্যেও স্মৃতির সরণি থেকে একটি ঘটনা তুলে ধরেন ডগলাস। জানান, শুধুমাত্র আজকের দিন নয়, প্রতিবার পাস্তা বানানোর সময় ভেসে ওঠে বন্ধুর মুখ। ডগলাস বলেন, 'আমি সবসময় ওর সঙ্গে কাটানো সুখের স্মৃতিগুলো মনে রাখতে চাই। যখন ও প্রথম কলকাতায় আসে। ও আমার সঙ্গে আমার বাড়িতে থাকত। আমরা একসঙ্গে থাকতাম। ও রান্না করতে পারত না। আমি আমাদের জন্য রান্না করতাম। ও যা খেতে পছন্দ করত, সেটাই বানাতাম। ও খুব পাস্তা খেতে ভালবাসত। ও সবসময় আমাকে বলত, আমি ওর মায়ের মতো পাস্তা বানাই। তাই সবসময় আমাকে পাস্তা করতে বলত। বলত, আমার বানানো পাস্তা মাঝেমধ্যে ওর মায়ের থেকেও ভাল হয়।' ফোনে কথাগুলো বলার সময় গলা বুঁজে আসে ডগলাসের। আবেগতাড়িত হয়ে পড়েন। ২০ বছর কেটে গেলেও, এখনও যেন কঠিন বাস্তব বিশ্বাসই হয় না। না থেকেও অভিজিৎ, ডগলাসের স্মৃতিতে অমর ক্রিশ্চিয়ানো জুনিয়র। 

 


Cristiano JuniorDouglas SilvaAbhijit MandalDeath Anniversary

নানান খবর

জটাকে সম্মান, ২০ নম্বর জার্সি ‘‌অমর’‌ করে রাখার সিদ্ধান্ত নিল লিভারপুল 

কলকাতা লিগে দ্বিতীয় ম্যাচে নামার আগে চোট ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে

ছোটবেলার মতো ব্যাটিং করেই সাফল্য, দ্বিশতরানের পর অকপট শুভমন 

এজবাস্টন টেস্টে বোর্ডের এই নিয়ম ভাঙলেন জাদেজা, শাস্তি পাবেন তারকা অলরাউন্ডার?‌ 

গাড়ি দুর্ঘটনায় অকালমৃত্যু দিয়েগো জটার, এক ঝলকে দেখে নিন পর্তুগিজ ফুটবলারের কেরিয়ার 

টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি গিলের, ভারত অধিনায়কের ইংল্যান্ড শাসন

কয়েকদিন আগেই পাশাপাশি দাঁড়িয়ে নেশনস লিগ জয় সেলিব্রেট করেছেন, বন্ধু নেই মানতে পারছেন না রোনাল্ডো

সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, দেড়শো পেরিয়ে গিলের ইংল্যান্ড শাসন

দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান, চার গোলে মাটি ধরাল কালীঘাটকে

ভারতের দুই স্পিনারকে 'নির্বিষ' করতে নতুন কৌশল ইংল্যান্ডের, এগিয়ে আনা হয়েছে বাউন্ডারি

হেডিংলির পরে এজবাস্টনেও সেঞ্চুরি গিলের, বড় রানের স্বপ্ন দেখাচ্ছে ভারত

সেঞ্চুরির আগে থামল যশস্বীর ব্যাট, ৫১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তারকা ওপেনার

কেন নেই কুলদীপ? হতবাক সানি, গম্ভীরের দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট প্রাক্তনরা

আন্ডারটেকারের সঙ্গে হতে হতেও হয়নি রিংয়ের লড়াই, ডব্লিউডব্লিউই-র চুক্তি নিয়ে মুখ খুললেন ফ্লিনটফ

চোট সমস্যায় টেস্ট চ্যাম্পিয়নরা, এবার চোটের কবলে মহারাজও, নেতৃত্বে কে?

কমবে চুল পড়ার সমস্যা, পুরনো টাকে গজাবে চুল! সন্ধের আগে গরম জলে মিশিয়ে এই মশলা খেলেই রাতারাতি হবে কামাল

এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল, না জানলেই পকেট থেকে খসবে বাড়তি টাকা

অল্পতে সাধ মেটে না! ছয় বয়ফ্রেন্ডকে এক সঙ্গে দেখে ভিরমি খাওয়ার জোগাড় তরুণীর, তারপর কী হল? দেখুন ভিডিও

প্রেম-বিচ্ছেদ-বদলা! ঘুমন্ত যুগলকে ফালাফালা করে দিল যুবক, হাড়হিম করা কাণ্ড বৈদ্যবাটিতে

মস্তিষ্কেরও বিশ্রাম দরকার! আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা কীভাবে বুঝবেন?

৫ বছরেই পেতে পারেন ৩৬ লাখ টাকা, জেনে নিন পোস্ট অফিসের এই মালামাল অফার

সুশান্তের মতো পরিণতি হতে পারে কার্তিক আরিয়ানের? বলিউডের 'ডার্ক সাইট' নিয়ে বিস্ফোরক আমাল মালিক

নিজস্বী তুলতে গিয়ে বিরাট ‘ভুল’! নিজের আগামী ছবির পোস্টার দেখিয়ে দিলেন সলমন? দেখেছেন সেই ছবি?

শনি-রবির পরে সোমেও ছুটি স্কুল-কলেজ? ৭ জুলাই আপনার অফিসেও ‘হলিডে’ কিনা জেনে নিন এই উইকএন্ডেই

পুজোর আগেই পেতে পারেন খুশির খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলতি মাস থেকেই পাবেন বর্ধিত ডিএ?

বর্ষায় বিপর্যস্ত হিমাচল মৃত্যুপুরী, রাজ্যের ক্ষতি কয়েকশ কোটি টাকার, আরও ভয়াবহ দুর্যোগের আশঙ্কা!

চিরতরে আলাদা হল জনপ্রিয় জমজ বোন চিঙ্কি-মিঙ্কির পথ! আসবে 'কাঁটা লাগা'র সিক্যুয়েল?

কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে

কোনও রকমে ‘খুনী’-র হাত থেকে রক্ষা! নিজেই বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে বাজিমাত করলেন উরফি জাভেদ

'সম্পর্কে গভীরতা নেই,ভিতটাই এখন নড়বড়ে'-টলি তারকাদের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রাজা গোস্বামী

আচমকা হাঁটু মুড়ে ‘প্রোপোজ’! চুম্বনের আবদার! বিয়ের প্রস্তাব পেয়ে এ কী করলেন অর্জুনের বোন অংশুলা কাপুর?

দ্বিতীয়বার মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজভবনে শপথ নিলেন মন্ত্রী কিশোর বর্মণ

সবার সামনেই ঝাঁপিয়ে পড়লেন সহযাত্রীর উপর, মুহূর্তে যা করে বসলেন যুবক, মাঝ আকাশে হইচই তুমুল

সোশ্যাল মিডিয়া