আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট। পারথে প্রথম টেস্টে নজর কেড়ে নেওয়া পারফরম্যান্স করছেন তরুণ অলরাউন্ডার নীতীশ রেড্ডি। জাতীয় দলে সুযোগ পেয়েই কাজে লাগাচ্ছেন তিনি। এবার দ্বিতীয় টেস্টের আগে নিজের মেন্টরের নাম প্রকাশ্যে আনলেন রেড্ডি। বিসিসিআই টিভিতে একটি সাক্ষাৎকারে নীতীশ জানিয়েছেন, যখনই তিনি সমস্যায় পড়েন, তাঁর সরাসরি পরামর্শদাতা হন কেএল রাহুল।
বিরাট কোহলি এবং রোহিত শর্মার মত অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে নীতীশ জানিয়েছেন, 'যখনই আমার কোনও সমস্যা হয়, আমি সোজা কেএল ভাইয়ের কাছে যাই। আমি তাঁর থেকে ভাল সাহায্য পাই। কেএল রাহুলের দেওয়া পরামর্শ আমার জন্য সবসময় কাজ করে। ব্যাট করতে নামার আগে তিনি যে পরামর্শ দিয়েছিলেন, তা দারুণ কাজে দিয়েছিল।' নীতীশ আরও যোগ করেন, কেএল রাহুলের পরামর্শ এবং উপস্থিতি তাঁকে মাঠে আত্মবিশ্বাসী হতেও বরাবর সাহায্য করেছে।
প্রসঙ্গত, শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে দলের ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। জানালেন, রাহুল ওপেন করবে। আমি মিডল অর্ডারে ব্যাট করতে নামব। বজাতককে কোলে নিয়ে লোকেশ রাহুলের ব্যাটিং দেখেছি। দুর্দান্ত খেলেছে কেএল। ফলে পরিবর্তনের কোনও দরকারই নেই। পরবর্তীকালে হয়তো পরিস্থিতি বদলাবে। তবে বিদেশের মাঠে লোকেশ রাহুল যেভাবে ব্যাট করেছে, তাতে ও ওপেনিং স্লট পাওয়ারই যোগ্য।
একপ্রকার ইঙ্গিত আগে থেকেই ছিল। জল্পনা চলছিল লোকেশ রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে। অ্যাডিলেড টেস্টের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই জল্পনাতেই সিলমোহর দিলেন। টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা কিন্তু মিডল অর্ডার ব্যাটার হিসেবেই শুরু করেছিলেন। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে বা তারও নীচে নেমে রোহিতের ঝুলিতে সংগ্রহ ১৪৭৪ রান। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে রোহিতের ন'টি হাফ সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি রয়েছে।
