বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়লেই হাজার হাজার মাইল দূর থেকে অজানা আকর্ষণে সাঁতরাগাছি ঝিলে চলে আসতো ট্রান্স-হিমালয়ান ছাড়াও গ্যাডয়াল থেকে বালিহাঁস, সরাল, জলপিপি, গিড়িয়া-সহ বিভিন্ন প্রজাতির হাজার-হাজার পাখি। কিন্তু এক দশক আগের চিত্রটা দ্রুত বদলে গিয়েছে। ঝিলের সর্বত্র এখন কচুরিপানায় ঢাকা থাকায়, ডিসেম্বর প্রথম সপ্তাহেও সাঁতরাগাছি স্টেশন লাগোয়া ঝিলে দেখা নেই পরিযায়ী পাখির। কেন মুখ ফেরাল ফেরুজিনিয়াস ডাক, লেজার হুইসলিং টিলের মতো পরিযায়ী পাখি? প্রশ্নের উত্তর খুঁজছেন পক্ষীপ্রেমীরা।
লকডাউনের আগেও শীত পড়ার সঙ্গে সঙ্গে সাঁতরাগাছি ঝিলে পাখির মেলা বসে যেত। দামী ক্যামেরা হাতে চলে আসতেন ছবি শিকারিরা। সেসব ছবি এখন আর দেখা মেলে না বলেই মত স্থানীয়দের। উল্টে ক্ষোভের সঙ্গে বিভিন্ন অভিযোগ তুলছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০-৫০ বিঘা এলাকাজুড়ে ঝিলের আয়তন। ঝিলের জলে ডুব দিয়ে খেলা করত হাজারো পরিযায়ী পাখি। সে এক অপূর্ব দৃশ্য ছিল৷ কিন্তু এখন তো কচুরিপানায় ঝিলের জল দেখতেই পাওয়া যায় না। কচুরিপানা পরিষ্কার না করায় জল পচে যাচ্ছে! তারপর ড্রেনের দূষিত জল নামছে ঝিলে। এই সমস্ত কারণে পাখির দলও মুখ ফেরাচ্ছে!
পরিবেশবিদদের কথায়, গত এক দশকে উল্লেখযোগ্য পাখি এসেছিল করোনার সময়। ২০২০ সালে ৫৬৯৪, পরের বছর ৫৬৫১ এবং ২০২৩ সালে পাখির সংখ্যা বেড়ে হয় ৬৭৪২। কিন্তু উল্লেখযোগ্যভাবে ২০২৪ সালের শুরুতে তা কমে দাঁড়ায় সাড়ে চার হাজারের কিছু বেশি। যার মধ্যে লেসার হুইসলিং ডাক ছিল সর্বাধিক। এর পাশাপাশি গ্যাডওয়াল, সিনামন বিটার্ন, ইয়ালো বিটার্ন, ব্ল্যাক-উইংড স্টিল্ট, লিটল করমোর্যান্ট, কমন মুরহেন, হোয়াইট-ব্রেস্টেড ওয়াটারহেন, ইন্ডিয়ান পন্ড হেরন, ক্যাটেল ইগ্রেট, ব্রোঞ্জ-উইংগড জাকানা, বার্ন সোয়ালো, পার্পল হেরন এবং হোয়াইট থ্রোটেড কিংফিশার।
বুধবার সাঁতরাগাছি ঝিলে দেখা গেল বেশকিছু যুবককে। কোলাঘাট থেকে এসেছেন পাখির ছবি তুলতে। কিন্তু ঝিলে জল নেই, শুধু কচুরিপানা দেখে হতাশ। স্বপ্ননীল ব্যানার্জি নামে এক যুবক বলেন, 'প্রতি বছর আসি। কিন্তু এ বছর ঝিলের দিকে তাকিয়ে হতবাক। চারিদিকে কচুরিপানায় ভরা। যেখানে পাখিরা থাকতো সেই দ্বীপের দেখা নেই। এসব দেখলে মানুষজন আসবে না তো পাখিরা কী করতে আসবে!'
জেলার পাখিপ্রেমী দীপিকা অধিকারী বলেন, হাওড়া জেলার গর্ব সাঁতরাগাছি ঝিল। শীতে পাখিদের কলতানে মুখরিত হয়ে ওঠে এলাকা। আকাশপানে তাকালে ঝাঁকে ঝাঁকে পাখিদের উড়তে দেখা যায় কত ধরনের পাখি। কিন্তু ধীরে ধীরে পথ বদলাচ্ছে পরিযায়ীরা! সবার আগে ঝিলের কচুরিপানা পরিষ্কার করতে হবে। জল স্বচ্ছ ও পাখিদের জন্য বানানো দ্বীপ দেখা গেলে পাখিদেরও দেখা মিলবে। তারাও তো আর এমনি এমনি এখানে আসে না! নিশ্চিতভাবে কিছু তো একটা আকর্ষণ রয়েছে। তাই হাজার হাজার পরিযায়ী পাখি চলে আসে।
এ প্রসঙ্গে হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ঝিল সংলগ্ন এলাকাটি পুরসভার। তবে ঝিলটি রেলের! তাই রেলের সঙ্গে কথা বলে ঝিলটি সংস্কার করে যাতে এখানে পাখিদের থাকার অনুকূল পরিবেশ তৈরি করা যায়, সেব্যবস্থা নেওয়া হবে।
#westbengal#satragachi
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ট্রেন চালাতে গিয়ে হঠাৎই সামনে এসে পড়ল হাতি, কী করলেন চালক?...
একই পরিবারের তিনজনের চরম পদক্ষেপ, বন্ধ দরজা খুলতেই আঁতক উঠল সকলে, নরেন্দ্রপুরে চাঞ্চল্য...
শৈত্যপ্রবাহের কামড়ে কাঁপবে রাজ্য, হু হু করে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া...
জয়নগরের পর ফারাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ৫৯ দিনে দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত...
আর ড্রেনেজ ক্যানেল রোড নয়, আজ থেকে শৈলেন মান্না সরণি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ...
বস্তা থেকে উঁকি মারছে পচা গলা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী রাতের কলকাতা ...
নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়...
এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...
শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...