সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার রশিদ লতিফের শিকড় এই ভারতে। শুনতে অবাক লাগলেও তা একদমই সত্যি। রশিদ লতিফের ভাই, তাঁর পরিবারের অধিকাংশ সদস্য এখনও উত্তরপ্রদেশের সুলতানপুরে থাকেন। রশিদ লতিফ স্বয়ং এ কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় জানতে পারা যায় প্রাক্তন পাক তারকার ভারত যোগের কাহিনি। যদিও এই গল্প বহু পুরনো। অনেকেই জানেন রশিদ লতিফের ভারত যোগের কথা। অনেকে জানেন না। যাঁরা জানেন না, তাঁরা রশিদ লতিফের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রাক্তন পাক তারকার শিকড় এই দেশে।
রশিদ লতিফ এখন পাকিস্তানে থাকেন। তাঁর ভাই শাহিদ এদেশে। কাঁটাতারের বেড়া দুই ভাইকে আলাদা করে রেখেছে। একসময়ে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ লতিফ। তাঁর ছবি খুব সহজেই পাওয়া যায়। গুগল সার্চ ইঞ্জিনে রশিদ লতিফ লিখলেই হল। তাঁর বৈমাত্রেয় ভাই শাহিদের ছবি দেখতে পাওয়া যায় না।
এই দেশের সঙ্গে লতিফের যে নাড়ির যোগ রয়েছে তা অনেকেরই জানা। আবার অনেকেই তা জানেন না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় প্রাক্তন পাক তারকা রশিদ লতিফকে বলতে শোনা গিয়েছে, উত্তর প্রদেশের মানুষের সঙ্গে 'পাঙ্গা' যেন কেউ না নেন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক গর্বিত ভাবে তাঁর ভাইয়ের কথা বলে চলেন, তাঁর বাবার কথা বলেন। রশিদ লতিফ জানান, তাঁর পরিবারের নব্বই শতাংশ সদস্য এখনও সুলতানপুরেই রয়েছেন। রশিদ লতিফ বলেছেন, ''মুলুক ছেড়ে দিলেও লোকদের তো ভুলে যাব না। আমাদের রং নীল হয়েই থাকবে, তাই না? আমার এক ভাই সুলতানপুরে থাকেন। পরিবারের নব্বই শতাংশ সদস্য এখনও সেখানেই রয়েছেন। রাজনীতি, বুদ্ধিমত্তায় এমনকী গালমন্দ করায় উত্তর প্রদেশ একনম্বরে। সেখান থেকেই আমি এসেছি। ফলে আমাদের সঙ্গে কেউ যেন লাগতে না আসে!''
Rashid latif is now Claiming he is Indian???????? pic.twitter.com/YGbfuCDLmp
— The StatPadder (@The_statpadder) December 2, 2024
জনশ্রুতি বলে, রশিদ লতিফের ভাই শাহিদ একসময়ে কলকাতার স্টেটসম্যান পত্রিকার প্রাক্তন কর্মী ছিলেন। সংবাদকর্মী অবশ্য ছিলেন না শাহিদ। খিদিরপুর এলাকায় তিনি থাকতেন বলেই শোনা যায়। কিন্তু উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে শাহিদ কীভাবে কলকাতা চলে এলেন, তা এখনও অজ্ঞাতই রয়ে গিয়েছে।
শোনা যায়,কর্মস্থলে শাহিদ নাকি প্রায়ই রশিদ লতিফের কথা বলতেন। শাহিদের সতীর্থরা প্রথমটায় বিশ্বাস করেননি। ১৯৯৬ বিশ্বকাপের সময়ে কলকাতা বিমানবন্দরে রশিদ লতিফ তাঁর হারিয়ে যাওয়া ভাইকে দেখে জড়িয়ে ধরেছিলেন।
স্টেটসম্যান হাউজে রশিদ লতিফকে আমন্ত্রণও জানানো হয়েছিল। প্রাক্তন পাক তারকা সেই আমন্ত্রণ গ্রহণ করে স্টেটসম্যানের দপ্তরে গিয়েছিলেন।
দুই ভাই আলাদা হয়ে গেলেও ক্রিকেট আবার মিলিয়ে দেয় দুই ভাইকে।
পরে ভারত যখন পাক-সফরে ক্রিকেট খেলতে গিয়েছিল, সেই সময়ে শাহিদও পাকিস্তানে গিয়েছিলেন। তাঁর ভাই রশিদ লতিফই খেলার টিকিট দিয়েছিলেন শাহিদকে। পাক-মুলুকে গিয়ে ভারতের হয়ে গলা ফাটিয়েছিলেন শাহিদ। দেশের পতাকা উড়িয়েছিলেন। রশিদ তাঁরে পাশে বসেছিলেন।
রশিদ লতিফ প্রায়ই খবর হন। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। ভারত-পাক ম্যাচ নিয়ে কথা বলেন। রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের নিয়েও অনেক অজানা গল্প বলেন। তাঁর ভাই, তাঁর বাবা ও ভারত-যোগ নিয়ে সম্ভবত প্রথমবার কথা বললেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই পড়শি দেশের মধ্যে দড়ি টানাটানি চলছে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে অবশেষে রাজি হয়েছে পাকিস্তান। কিন্তু শর্ত আরোপ করেছে। এই আবহে রশিদ জানিয়ে দিলেন তাঁর শিকড় ভারতেই। যা নিয়ে তীব্র চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
নানান খবর
নানান খবর

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

রোহিতকে রানে ফিরিয়ে শত্রু শিবিরে যোগ দিলেন তিনি, হিটম্যান তাঁকেই জানালেন ধন্যবাদ

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি