শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ৪২ এও কেন বিয়ের পিঁড়িতে বসেননি? জন্মদিনে রহস্য ফাঁস করলেন মিতালি

Sampurna Chakraborty | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৩৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ৪২ বছরে পা দিলেন মিতালি রাজ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। তারসঙ্গে আবারও ভেসে আসছে একটি অবধারিত প্রশ্ন। ৪২ এও কেন অবিবাহিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক? ভারতীয় সংস্কৃতিতে বিয়ে একটি রীতি। ৩০ এর কোটায় পা রাখলেই এই প্রশ্ন প্রত্যেক মেয়েকেই শুনতে হয়। বাদ যাননি মিতালিও। তবে সবকিছু উপেক্ষা করে নিজের লক্ষ্যে স্থির ছিলেন। নিজের ৪২তম জন্মদিনে বিয়ে না করার রহস্য ফাঁস করলেন মিতালি। জানান, বিয়ের পর পরিবার, বাচ্চার দেখভাল করতে একজন পাত্র তাঁকে ক্রিকেট ছাড়তে বলেছিল। মিতালির বয়স তখন মাত্র ২৫। চুটিয়ে ক্রিকেট খেলছেন। মেয়েদের ভারতীয় দলের অধিনায়ক। 

ইউ টিউবে একটি শোয়ে মিতালি জানান, তাঁর মায়ের বোন বেশ কয়েকটা সম্বন্ধ এনেছিল। কিন্তু তাঁদের মধ্যে একজনও জানত না যে পাত্রী তৎকালীন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। সরাসরি বিয়ের পরের জীবনের শর্ত-সাপেক্ষ দিয়ে দিত পাত্ররা।‌‌ প্রাথমিক কথাবার্তার পর আলোচনা ঘুরে যেত বাচ্চায়। সেই বয়সে তাঁর একমাত্র ফোকাস ক্রিকেট এবং নিজের কেরিয়ারে ছিল। তাই কখনও বিয়ের পরের ভাবনা তাঁর মাথায় আসেনি। মিতালি বলেন, 'ওদের সঙ্গে কথা বলে মনে হয়নি ওরা মিতালি রাজের সঙ্গে কথা বলছে। আমার মাসি এই সম্বন্ধগুলো এনেছিল। তাই আমি কথা বলতে রাজি হই। প্রাথমিক কথাবার্তার পর সরাসরি বাচ্চার প্রসঙ্গ তুলত পাত্রপক্ষ। তখনই আমি ব্যাকফুটে চলে যেতাম। কারণ তখন সেইসব নিয়ে আমি কোনওদিন ভাবিনি বা কারোর সঙ্গে আলোচনা করিনি। আমি সবসময় ভারতীয় ক্রিকেট নিয়ে ভাবতাম। তাই বাচ্চার প্রসঙ্গে, ক্রিকেট ছাড়ার কথা শুনে আমি ঘাবড়ে যাই।'

এছাড়াও বেশ কিছু অপ্রীতিকর এবং অদ্ভুত প্রশ্নের মুখে পড়তে হয়েছে মিতালিকে, যা তিনি কল্পনাই করতে পারেননি। এমনই একটি উদাহরণ তুলে ধরেন প্রাক্তন ভারত অধিনায়ক। মিতালি বলেন, 'আমি তখন ভারতের অধিনায়ক। একজন আমরা সরাসরি বলে, বিয়ের পর বাচ্চার দেখভাল করার জন্য ক্রিকেট ছাড়তে হবে। আমি এই প্রশ্ন হজম করার চেষ্টা করি। যদিও তাঁর নাম আমার এখন আর মনে নেই। এরপর আরও একটি অদ্ভুত প্রশ্ন আমাকে করা হয়। জিজ্ঞেস করা হয়, ওর মা অসুস্থ হলে তাঁকে দেখাশোনা করব, না ক্রিকেট খেলতে চলে যাব? আমি সঙ্গে সঙ্গে বলি, এটা কী ধরনের প্রশ্ন। তার উত্তরে আমাকে বলে, আমার জানতে হবে তোমার কাছে কোনটার গুরুত্ব বেশি। আমি বলি, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। তারপর কী বলেছিলাম আমার ঠিক মনে নেই। তবে এই প্রশ্ন আমার মন মেজাজ খারাপ করে দেয়।' 

তারপর এই বিষয়ে একজন বন্ধুর সঙ্গে আলোচনা করেন মিতালি। তাতে তাঁর সমস্যার সমাধান মেলে। সেই বন্ধু জানায়, এই প্রশ্ন প্রত্যেক মহিলা ক্রিকেটারকেই সম্মুখীন হতে হয়। তাতেই তিনি নিশ্চিত হয়ে যান, বিয়ের জন্য কেরিয়ারের জলাঞ্জলি দেবেন না। মিতালি বলেন, 'আমাকে একজন ক্রিকেটার বন্ধু বলে, কিছুটা মানিয়ে নিতেই হবে। কারণ আমি কোনওদিন এমন একজনকে পাব না যে আমার এই লাইফস্টাইল গ্রহণ করবে। আমি তাঁকে বলি, এইসব প্রশ্নের কোনও মানে নেই। ও পাল্টা জানায়, বেশিরভাগ ছেলেই এই প্রশ্ন করে। তখনও আমি বিয়ে নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি, কিন্তু মাথায় বিষয়টা ঢুকে গিয়েছিল। আমার মনে হয়, আমার মা, বাবা এবং আমি এই জায়গায় পৌঁছতে অনেক আত্মত্যাগ করেছি। তাই এমন কারোর জন্য আমি সেটা ছাড়তে রাজি ছিলাম না, যে ভাববে আমি তাঁর বাড়ি, পরিবারকে দেখার জন্য কেরিয়ার ত্যাগ করব।' ভারতে তো বটেই, বিশ্ব ক্রিকেটেও মিতালি রাজ কিংবদন্তি। তবে তাঁর ব্যক্তিগত জীবন কখনও চর্চায় আসেনি। নিজের জন্মদিনেই বিয়ের আতঙ্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। জানিয়ে দিলেন, প্রতিবারই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় তাঁর ক্রিকেট প্রেম। 


#Mitali Raj #Marriage#Indian Cricket#India Women's Team



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অস্ট্রেলিয়া থেকে ফিরেই বৃন্দাবনে বিরাট-অনুষ্কা, শেষবার বৃন্দাবন থেকে ঘুরে আসার পর কোহলির কী হয়েছিল জানেন?...

ডার্বির আগে ম্যাকলারেনের ক্রিকেট যোগ, দুই অজি ক্রিকেটার বন্ধুর থেকে কী টিপস পেলেন? ...

সহজ নয়, ৯০ মিনিট একশো শতাংশ দিতে হবে, বললেন মোলিনা...

তাঁর বল খেলতে ভয়ে হাঁটু কাঁপত অস্ট্রেলিয়ার, বিজিটি শেষের পরেই ক্রিকেট থেকে অবসর নিলেন এই ভারতীয় পেসার...

পছন্দ ছিল ইলিশের ল্যাজা, ভাগ্য নির্ধারণ করতেন বড় ম্যাচের, 'ঝিরি ঝিরি বাতাস কাঁদে..কৃশানুকে মনে পড়ে'...

বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...

দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...

পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...

ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...

দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...

দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...

'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...



সোশ্যাল মিডিয়া



12 24