শনিবার ১১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ০২ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বর এল বলে! কলকাতার সকাল-বিকেল একটু একটু করে জড়িয়ে নিচ্ছে শীতের চাদর। দরজায় কড়া নাড়ছে ভরা পার্টির মরশুম। ছুটি ছুটি আমেজের রোদমাখা দুপুর হোক বা হিমেল সন্ধ্যায় উষ্ণতার খোঁজ-- রংবাহারি সাজে ফ্যাশনিস্তা হয়ে ওঠার এই তো সময়! শীতের ফ্যাশনে ট্রেন্ডিং হয়ে ওঠার দিনকাল।
হাল্কা শীতের স্টোলই হোক বা হাড়কাঁপানো ঠান্ডার জ্যাকেট বা কোট- বছর এ সময়টায় ট্রেন্ড বদলায় প্রতিবারই। তাতে গা ভাসাতে হলে চাই নিত্যনতুন শীত-পোশাকের সম্ভার। ফ্যাশন বজায় রাখতে হলে তবে কি টান পড়বে পকেটে? মোটেই না! কারণ, একটু মাথা খাটালেই কম খরচে তৈরি করে ফেলা যায় নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। এবার শীতে তারপর আপনিই ট্রেন্ডিং!
সলিড লেয়ার জিন্দাবাদ- শীত-সাজে যে ট্রেন্ড কোনওদিনই ফ্যাশন-বৃত্তের বাইরে যায়না, তা হল লেয়ারিং। মানে, একাধিক স্তরে পোশাক। একটা টপ, তার উপরে একটা সোয়েটার। সবার উপরে একটা শ্রাগ, কোট কিংবা জ্যাকেট। লেয়ার্ড ফ্যাশনের শেষ কথাই হল মিক্স অ্যান্ড ম্যাচ। রং, প্রিন্ট, টেক্সচার বা পোশাকের ধরন- মিক্স এবং ম্যাচ নির্ভর করে এই প্রতিটা বিষয়ের উপরেই। চেষ্টা করুন সবচেয়ে নীচে থাকা পোশাক, যাকে বেস লেয়ার বলে, তা যেন একরঙা অর্থাৎ সলিড কালারের হয়। কারণ তার উপরে যে কোনও প্রিন্ট, প্যাটার্ন বা টেক্সচার অনায়াসে মানিয়ে যায়। সাদা, কালো, লাল বা ঘন নীলের মতো রঙে গোটা তিনেক টপ বা শার্ট রাখুন ওয়ার্ডরোবে। সারা শীতকাল সেগুলোই ঘুরিয়েফিরিয়ে পরুন সোয়েটার, জ্যাকেট বা কোটের সঙ্গে। তাতেই কেল্লাফতে!
মানানসই বটম- শীতের ফ্যাশনে একটা বড় ভূমিকা থাকে বটম ওয়্যার অর্থাৎ শরীরের নীচের অংশের পোশাকের। স্লিম ফিট জিন্স, উল, কটস উল বা কর্ডের ফিটেড প্যান্ট বা লেগিংস এই সময়টায় যেমন আরামদায়ক, তেমনই যে কোনও সাজেই মানিয়ে যায়। কালো, খয়েরি বা নীলের মতো প্রচলিত রং উলের কুর্তি কিংবা টিশার্ট-পুলওভার বা জ্যাকেট সবের সঙ্গেই ভাল দেখাবে।
লং কোটের কামাল- লেয়ারিংয়ে দারুণ কদর লং কোটের। মাল্টিকালার্ড চেকস অথবা সলিড কালো কিংবা বাদামি একটা লং কোট থাকলে পরে ফেলতে পারবেন সিল্কের শাড়ি, কুর্তি, টপ কিংবা ড্রেস- যে কোনও সাজের উপরেই। ঠান্ডাও জব্দ আর আপনিও ফ্যাশনিস্তা।
স্কার্ফ-স্টোলের রংচং- রংবাহারি একটা স্কার্ফ বা স্টোল কিন্তু এক পলকে যে কোনও সাজের ভোল বদলে দিতে পারে। একটা মাল্টিকালার প্রিন্টেড স্কার্ফ বা স্টোল থাকলে সেটাই হোক আপনার তুরুপের তাস। একরঙা লং ড্রেসের সঙ্গে একরকম ভাবে পরুন। আবার উলেন টপ বা পুলওভারের সঙ্গে তাকেই জড়িয়ে নিন ভিন্ন ভিন্ন কায়দায়। যাকে বলে এক সাজেই হরেক স্বাদ!
স্নিকার্সই শেষ কথা- ইদানীং জুতোর বাজারে স্নিকার্স ট্রেন্ডিং। জিন্স-টিশার্ট থেকে শাড়ি- আজকাল যে কোনও সাজের সঙ্গেই এই জুতো পরে ফেলছেন সকলে। এমনকী বেনারসির সঙ্গে বিয়েবাড়িতেও তার দেখা মিলছে। শীতকালে পায়ে একজোড়া স্নিকার্স এমনিই বড্ড আরামের। বছরভরের ছুটোছুটির চেনা জুতোজোড়াই বরং এই শীতে হয়ে উঠুক আপনার ফ্যাশন স্টেটমেন্ট।
পুরনো সোয়েটারেই সিগনেচার- কয়েক বছরের পুরনো একটা ফুল সোয়েটার, হাতাগুলো কিংবা গায়ের নীচের অংশটা কিছুটা বিবর্ণ হয়ে গিয়েছে। ফেলে না দিয়ে বরং হাতাগুলো ছেঁটে ফেলুন, কিংবা বাদ দিয়ে দিন নীচের অংশটাকে। উলেন ক্রপ টপ হিসেবে প্যান্ট কিংবা শাড়ি, দুয়ের সঙ্গেই জমে যাবে কিন্তু! ধরা যাক, পুরনো উলের সোয়েটারের ধারগুলো ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। জোড়াগুলো খুলে ফেলে পঞ্চো কিংবা শাল হিসেবে ব্যবহার করে দেখুন না। হয়তো বছর কয়েক আগে কেনা পুলওভারের প্রিন্টটা এখন আর তেমন মনে ধরে না কিংবা আউট অফ ফ্যাশন হয়ে গিয়েছে। এবার বরং তার সঙ্গে সেলাই করে জুড়ে নিন কনট্রাস্ট একরঙা একটা সুতির শ্রাগ। দেখবেন কেমন ভোল বদলায়! এবার শীতে ডিআইওয়াই ফ্যাশনই হোক না আপনার সিগনেচার!
পকেট বাঁচিয়েই শপিং- কে বলেছে ফ্যাশনেবল হওয়া মানেই বিরাট খরচের ধাক্কা। শীত সবে পড়ছে। এ সময়টায় অনলাইন শপিং সাইটগুলোয় নানা রকম সেল চলে। তা ছাড়া গড়িয়াহাট, নিউমার্কেট কিংবা হাতিবাগান মোড় অথবা ওয়েলিংটনের ভুটিয়া বাজার তো আছেই। একটু সময় নিয়ে ঘেঁটে দেখুন সোয়েটার, জ্যাকেট, উলেন টপ, শাল, স্টোল, স্কার্ফের পসরা। সস্তায় পেয়ে যেতেই পারেন অমূল্যরতন!
পকেটসই ফ্যাশনেই যদি হয়ে ওঠা যায় পার্টির মধ্যমণি, তার চেয়ে ভাল কিছু হয় নাকি?
# fashionableAffordablewinteroutfitideas#Winterfashion#Fashion#Winter
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রোজই পেটের গোলমাল? মুঠো মুঠো ওষুধ নয়, এই সব অভ্যাস বদলালেই মিলবে স্বস্তি...
রোজকার জীবনে কীভাবে গ্যাজেটের যত্নে করবেন? রইল 'নিত্যসঙ্গী'দের দেখভালের হদিশ...
সারাদিনই অবসাদ! ক্রমশ ঘিরে ধরছে উদ্বেগ-হতাশা? রোজের পাতের এই সব খাবারই মন খারাপের মুশকিল আসান ...
প্রেমিকা হয়ে গেল সৎ মা! ছেলের সামনেই ফুলসজ্জা কাটালেন বাবা, মনের দুঃখে কঠিন সিদ্ধান্ত যুবকের...
শীতে কন্ডিশনার লাগিয়েও রুক্ষ-শুষ্ক চুল? শ্যাম্পুর পর ৫ টোটকায় ভরসা রাখলেই নিমেষে মিলবে সুফল ...
শীতকালে প্রিয় পোষ্যর যত্ন নেওয়াও জরুরি, কীভাবে দেখভাল করবেন? রইল হদিশ...
দিন দিন ভুলে যাচ্ছেন সব কিছু? রোজের পাতে এই কটি খাবার রাখলেই মরচে পড়বে না স্মৃতিতে...
কমবয়সে ফাঁকা হচ্ছে মাথা? অকালে পাক ধরছে চুলে? এই সবজির গুণেই মিলবে চুলের সব সমস্যার সমাধান...
ওজম কমাতে সারাদিন গরম জল খাচ্ছেন? জানুন কখন-কীভাবে খেলে চটজলদি ঝরবে মেদ...
শনির রাশি পরিবর্তনে দুঃখের পাহাড়, ৪ রাশির জীবনে ভয়ঙ্কর বিপদ! সর্তক না হলেই ছারখার সুখ- শান্তি...
শুধু কড়া ডায়েট-এক্সারসাইজ নয়, এই কটি নিয়মেই লুকিয়ে ওজন কমানোর চাবিকাঠি...
রোজ তেল মেখেও ফিরছে না চুলের হাল? এতে আদৌ লাভ হয় তো! চুল ভাল রাখতে জানুন আসল সত্যি...
অজান্তে শরীরে হানা দিয়েছে ডায়াবেটিস? এই ৫ অঙ্গের ব্যথাই জানান দেবে ব্লাড সুগারের দাপাদাপি...
৪০-এও পুরুষদের যৌবন থাকবে অটুট! ছুঁতে পারবে না বার্ধক্য, এই সব খাবারই রাখবে তরতাজা...
ডিটক্স ওয়াটার খেয়ে সত্যি ওজন কমে? নাকি অতিরিক্ত জল খেলে ক্ষতি হয় শরীরের! ভুল জানলেই বিপদ ...