শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেড় বছরের টাকা দ্বিগুণ হবে। মোটা সুদের প্রলোভন দিয়ে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করে বেপাত্তা বাবা ও দুই ছেলে। প্রতারিত আমানতকারীরা বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার আশরাফাবাদ কলোনির বাসিন্দা বাবা গৌতম মণ্ডল ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন দৈনিক সঞ্চয় একটি প্রকল্প খুলেছিলেন। গ্রামের গরিব মানুষের কাছে তাঁরা আশ্বাস দিয়েছিলেন, দৈনিক সঞ্চয় করলে দেড় বছরের মাথায় দ্বিগুণ টাকা ফেরত দেবেন। সরল বিশ্বাসে বিভিন্ন বাজারের দোকানদার, ফেরিওয়ালা, দিনমজুর, টোটোচালকরা দৈনিক সঞ্চয়ের ওই ফাঁদে পা দিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলা গৌতম ও তাঁর ছেলেরা বিভিন্ন জায়গায় টাকা সংগ্রহ করতে যেতেন। অল্প সময়ের মধ্যে অনেক টাকা ফেরত পাওয়ার আশায় দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে অনেকেই টাকা জমিয়েছিলেন। চলতি ডিসেম্বর মাসে বহু আমানতকারীর সঞ্চয়ের মেয়াদ শেষ হয়েছে। কবে টাকা ফেরত পাবেন তা নিয়ে তাঁরা বাবা ওই দুই ছেলের সঙ্গে কথা বলতে থাকেন। গৌতম ও তাঁর ছেলেরা দু'-চার দিনের মধ্যে টাকা ফেরত দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন।
রবিবার সকালে আমানতকারীরা জানতে পারেন, গৌতম ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন বেপাত্তা হয়ে গিয়েছেন। আমানতকারীরা আশরাফাবাদ কলোনিতে তাঁদের বাড়িতে ভিড় করেন। পরিবারের লোকেরা জানান, গৌতম ও তাঁর দুই ছেলে বাড়িতে নেই। অনেকেই মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু গৌতম ও তাঁর ছেলেদের মোবাইল ফোনের সুইচ বন্ধ ছিল। প্রতারিত আমানতকারীরা তখন হাবড়া থানার দ্বারস্থ হন। বিষয়ের গুরুত্ব বুঝে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত নামে। গৌতমের শাশুড়ি ও এক পুত্রবধূকে পুলিশ আটক করেছে।
আমানতকারী প্রৌঢ়া জয়ন্তী দাস বলেন, 'অশোকনগর রেল স্টেশনে আমি খাবার ফেরি করি। মেয়ের বিয়ের জন্য আমি দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে টাকা জমিয়েছিলাম। ডিসেম্বর মাসে আমার টাকা ওঠার কথা ছিল। তার আগেই ফান্ডের কর্ণধার গৌতম মণ্ডল ও তার দুই ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। জানি না আর টাকা ফেরত পাব কিনা। সুবিচারের দাবিতে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।'
অশোকনগর খোশদেলপুরের বাসিন্দা খোদাবৎ সাহাজি বলেন, 'আমি একটি মাংসের দোকান চালাই। ওই ফান্ডে চারটি বই করেছিলাম। ৫ লক্ষ করে মোট ২০ লক্ষ টাকা আমার পাওয়ার কথা ছিল। তার আগেই শুনতে পাচ্ছি, ফান্ডের মালিক পালিয়ে গিয়েছেন। জানি না টাকা আর ফেরত পাব কিনা।'
পুলিশ গ্রাহকদের অভিযোগ লিপিবদ্ধ করেছে। পলাতক গৌতম ও তাঁর দুই ছেলের খোঁজে পুলিশ তল্লাশি শুরু হয়েছে। তদন্তের স্বার্থে গৌতামের পরিবারের দুই মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই সঞ্চয় প্রকল্পের কর্ণধারদের নাগাল পাওয়ার চেষ্টা করছে।
#Habra#Habranews#districtincident#fraudnews#money
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অতর্কিতে হামলা করল হাতির পাল, আলিপুরদুয়ারে মৃত্যু তিন মহিলার...
ট্রেন চালাতে গিয়ে হঠাৎই সামনে এসে পড়ল হাতি, কী করলেন চালক?...
একই পরিবারের তিনজনের চরম পদক্ষেপ, বন্ধ দরজা খুলতেই আঁতক উঠল সকলে, নরেন্দ্রপুরে চাঞ্চল্য...
শৈত্যপ্রবাহের কামড়ে কাঁপবে রাজ্য, হু হু করে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া...
জয়নগরের পর ফারাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ৫৯ দিনে দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত...
বস্তা থেকে উঁকি মারছে পচা গলা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী রাতের কলকাতা ...
নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়...
এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...
শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...