শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দেড় বছরে দ্বিগুণ, চড়া সুদের প্রলোভন দেখিয়ে ৩০ কোটি টাকা গায়েব বাবা ও ছেলের  

Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৬Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: দেড় বছরের টাকা দ্বিগুণ হবে। মোটা সুদের প্রলোভন দিয়ে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করে বেপাত্তা বাবা ও দুই ছেলে। প্রতারিত আমানতকারীরা বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার আশরাফাবাদ কলোনির বাসিন্দা বাবা গৌতম মণ্ডল ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন দৈনিক সঞ্চয় একটি প্রকল্প খুলেছিলেন। গ্রামের গরিব মানুষের কাছে তাঁরা আশ্বাস দিয়েছিলেন, দৈনিক সঞ্চয় করলে দেড় বছরের মাথায় দ্বিগুণ টাকা ফেরত দেবেন। সরল বিশ্বাসে বিভিন্ন বাজারের দোকানদার, ফেরিওয়ালা, দিনমজুর, টোটোচালকরা দৈনিক সঞ্চয়ের ওই ফাঁদে পা দিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলা গৌতম ও তাঁর ছেলেরা বিভিন্ন জায়গায় টাকা সংগ্রহ করতে যেতেন। অল্প সময়ের মধ্যে অনেক টাকা ফেরত পাওয়ার আশায় দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে অনেকেই টাকা জমিয়েছিলেন। চলতি ডিসেম্বর মাসে বহু আমানতকারীর সঞ্চয়ের মেয়াদ শেষ হয়েছে। কবে টাকা ফেরত পাবেন তা নিয়ে তাঁরা বাবা ওই দুই ছেলের সঙ্গে কথা বলতে থাকেন। গৌতম ও তাঁর ছেলেরা দু'-চার দিনের মধ্যে টাকা ফেরত দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। 

রবিবার সকালে আমানতকারীরা জানতে পারেন, গৌতম ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন বেপাত্তা হয়ে গিয়েছেন। আমানতকারীরা আশরাফাবাদ কলোনিতে তাঁদের বাড়িতে ভিড় করেন। পরিবারের লোকেরা জানান, গৌতম ও তাঁর দুই ছেলে বাড়িতে নেই। অনেকেই মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু গৌতম ও তাঁর ছেলেদের মোবাইল ফোনের সুইচ বন্ধ ছিল। প্রতারিত আমানতকারীরা তখন হাবড়া থানার দ্বারস্থ হন। বিষয়ের গুরুত্ব বুঝে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত নামে। গৌতমের শাশুড়ি ও এক পুত্রবধূকে পুলিশ আটক করেছে। 

আমানতকারী প্রৌঢ়া জয়ন্তী দাস বলেন, 'অশোকনগর রেল স্টেশনে আমি খাবার ফেরি করি। মেয়ের বিয়ের জন্য আমি দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে টাকা জমিয়েছিলাম। ডিসেম্বর মাসে আমার টাকা ওঠার কথা ছিল। তার আগেই ফান্ডের কর্ণধার গৌতম মণ্ডল ও তার দুই ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। জানি না আর টাকা ফেরত পাব কিনা। সুবিচারের দাবিতে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।'

অশোকনগর খোশদেলপুরের বাসিন্দা খোদাবৎ সাহাজি বলেন, 'আমি একটি মাংসের দোকান চালাই। ওই ফান্ডে চারটি বই করেছিলাম। ৫ লক্ষ করে মোট ২০ লক্ষ টাকা আমার পাওয়ার কথা ছিল। তার আগেই শুনতে পাচ্ছি, ফান্ডের মালিক পালিয়ে গিয়েছেন। জানি না টাকা আর ফেরত পাব কিনা।'

পুলিশ গ্রাহকদের অভিযোগ লিপিবদ্ধ করেছে। পলাতক গৌতম ও তাঁর দুই ছেলের খোঁজে পুলিশ তল্লাশি শুরু হয়েছে। তদন্তের স্বার্থে গৌতামের পরিবারের দুই মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই সঞ্চয় প্রকল্পের কর্ণধারদের নাগাল পাওয়ার চেষ্টা করছে।


HabraHabranewsdistrictincidentfraudnewsmoney

নানান খবর

নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন 

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

সোশ্যাল মিডিয়া