মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Brawl between two gangs over gold biscuits, 3 detained

রাজ্য | চোরের উপর বাটপারি! সোনার দখল পেতে দুষ্কৃতীকে হাইজ্যাক করল আরও এক দল দুষ্কৃতী

Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৮ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: পাচারের জন্য নিয়ে যাওয়া সোনা মাঝপথে এক দুষ্কৃতীর থেকে ছিনতাই করে নিল আরও এক দল দুষ্কৃতী। সেই সোনার দখল পেতে রাজপথেই চলল দুই দুষ্কৃতী দলের হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কার্তুজ ভরা একটি আগ্নেয়াস্ত্রও।

বুধবার রাতে অশোকনগর থানার পুলিশের কাছে খবর আসে, দোগাছিয়া এলাকায় গাড়ি থামিয়ে রাস্তার উপর কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে দেখে দুষ্কৃতীদের কয়েকজন গাড়ি চালিয়ে পালিয়ে যায়। বাকি তিনজনকে পুলিশ ধরে ফেলে। ধৃতদের মধ্যে রয়েছেন বনগাঁর গোপালগঞ্জের বাসিন্দা বিভূতি বিশ্বাস। রয়েছেন বাদুড়িয়ার বাসিন্দারা রাজেশ ঠাকুর ও স্বরূপনগরের বাসিন্দা শুভঙ্কর হালদার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বিভূতি ছ'টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে কাউকে পৌঁছে দিতে গিয়েছিলেন। সেখানে পুলিশ পরিচয় দিয়ে অন্য এক দল দুষ্কৃতী তাঁকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে অশোকনগর থানার দোগাছিয়া এলাকায় আসে। সেখানে রাস্তার ওপরে সোনার বিস্কুটের ব্যাগ নিয়ে দুষ্কৃতীদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। তা দেখে পাশের ক্লাবের ছেলেরা অশোকনগর থানায় খবর দেন। 

পুলিশকে দেখে কয়েকজন দুষ্কৃতী তড়িঘড়ি গাড়িতে উঠে সেখান থেকে চম্পট দেয়। ধরা পড়ে যান বিভূতি, শুভঙ্কর এবং রাজেশ। বিভূতির ব্যাগ তল্লাশি করার সময় সিগারেটের কার্টুনের ভিতর থেকে ছ'টি সোনার বিস্কুট উদ্ধার হয়। পুলিশি জেরায় বিভূতি জানায়, সোনার বিস্কুটগুলি সে একজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। দত্তপুকুর রেল স্টেশন থেকে কয়েকজন তাঁকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যান। কিন্তু ব্যাগ সে হাতছাড়া করেনি। শুভঙ্করের কাছ থেকে কার্তুজ ভর্তি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজেশের কাছে ছিল একটি ছুরি। 

বৃহস্পতিবার হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস সাংবাদিক বৈঠকে বলেন, ''ধৃতদের কাছ থেকে আনুমানিক ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। কার্তুজ ভর্তি একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। সোনা পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে।''


AshoknagarPoliceStationNorth24pargans

নানান খবর

নানান খবর

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

শুশুনিয়ার জল ও তিন হাজার তিন পদ্মে দিঘায় জগন্নাথের আবাহন

শিলাবৃষ্টিতে হুগলিতে তছনছ কয়েক বিঘা জমির ফসল, মাথায় হাত কৃষকদের

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে 

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর

সোশ্যাল মিডিয়া