আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরক ব্যাটিংয়ের পর দেশের শ্বাসপ্রশ্বাসে কেবল একটাই নাম। বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে খেলতে নামলে তিনি বোলারের নাম দেখেন না। দেখেন কেবল বল। ১৪ বছরের বিস্ময় বালক তাঁর সূচনালগ্নেই জানিয়ে দিলেন, তিনি সুপারস্টার হতেই এসেছেন। 

সূর্যবংশী বলছেন তাঁর মা-বাবার গল্প। তিনি বলে চলেন, ''এতটা যে পৌঁছতে পেরেছি, তার পিছনে রয়েছে মা-বাবার অবদান।  ভোরে অনুশীলনে যেতে হবে। মা রাত দুটোয় ঘুম থেকে উঠে পড়ত। ঘণ্টা তিনেক ঘুমাত। ঘুম থেকে  উঠে আমার জন্য খাবার বানাত। বাবা কাজ ছেড়ে দিয়েছিলেন আমার জন্য। দাদা সেটা সামলাত। আমাদের সংসার খুব কষ্টে চলছিল।'' বৈভবের বাবা উৎসাহ দিতেন ছেলেকে। বলতেন, ''তুমি পারবে।'' 

নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে রাজস্থান দলে নেয় বৈভবকে। আইপিএলের দর দেখলে তা বিশাল অঙ্ক নয়। কিন্তু ১৪ বছরের ছেলেকে এই অর্থে দলে নেওয়া মানে সে কিছু একটা ব্যাপার। 

বৈভব বলছেন, ''ঈশ্বর সব দেখতে পান। পরিশ্রম যারা করেন, তারা কখনও ব্যর্থ হন না। আজ আমি যতটা সফল, তার পিছনে আমার মা-বাবা। অনেক দিন ধরে নিজেকে তৈরি করছিলাম। ফল পেয়ে ভালই লাগছে।'' এই কারণেই বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ।