রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | চার মাস বন্ধ থাকবে বারাসত ফ্লাইওভারের যান চলাচল, কোন পথে হবে যাতায়াত?  

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৯Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: আগামী ৬ ডিসেম্বর  থেকে টানা চার মাস বারাসতের ফ্লাইওভার বন্ধ থাকবে। ফ্লাইওভার সংস্কারের জন্য জেলা প্রশাসন, পূর্ত দপ্তর ও বারাসত পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি বন্ধ থাকবে না। শনি ও রবিবার, সপ্তাহের শেষে দু'দিন করে ফ্লাইওভার বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে ফ্লাইওভারের ওপর দিয়ে যাতায়াতকারী সাধারণ যানবাহন চলাচল করতে পারবে। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের ফ্লাইওভার ব্যবহৃত হয়ে আসছে। চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে। সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপর তাঁরা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা, বারাসত ও মধ্যমগ্রাম দুই পুরসভার পুরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে সংস্কারের কাজে ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শনিবার সংস্কারের কাজ বন্ধ রাখা হবে। পূর্ত দপ্তরের বারাসত ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতাপ পূরকায়েত বলেন, 'বারাসতের ফ্লাইওভার সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে ফ্লাইওভারের সংস্কারের কাজ শুরু হবে। তার জন্য সেতুর ওপর দিয়ে সপ্তাহান্তে যান চলাচল বন্ধ রাখা হবে।' 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাসত রেল স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের ওপর দিয়ে ফ্লাইওভারটি গিয়েছে। ৩২টি স্তম্ভের ওপরে তা নির্মিত হয়েছে। প্রত্যেকটি স্তম্ভের সঙ্গে বিয়ারিং রয়েছে। মূলত সেই বিয়ারিংগুলোই সংস্কার করা হবে। সংস্কারের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ফ্লাইওভারের নীচে দোকান করা হকারদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইওভারের ওপর দিয়ে ব্যারাকপুর, জাগুলিয়া ও নৈহাটি  রুটের বাস চলাচল করে। সংস্কারের সময় ওই তিন রুটের বাস বারাসতের হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। পণ্যবাহী ট্রাকগুলিকে টাকি রোডের কাচকল মোড় থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। ফ্লাইওভার ব্যবহারকারী যশোর রোডের যানবাহনগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে অন্য রাস্তায় পাঠানো হবে। দমদম বিমানবন্দরের পণ্যবাহী ট্রাকগুলিকে সোদপুর রোড ধরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এদিনের বৈঠকে নেওয়া হয়েছে। 

বারাসতের ডিএসপি অলোকরঞ্জন মুনশি বলেছেন, 'ফ্লাইওভার সংস্কারে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ, সবাইকে সচেতন করে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে লিফলেট প্রচার করা হবে। পাশাপাশি মাইক প্রচারও করা হবে।' বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, 'ফ্লাইওভারের ওপর দিয়ে বহু যানবাহন যাতায়াত করে। স্বাভাবিকভাবে তার সংস্কার প্রয়োজন। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে সংস্কারের কাজ হবে। আনুমানিক চার মাস ধরে কাজ চলবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে সেই সময়সীমা একটু বাড়তেও পারে। ভালো কাজের জন্য সকলের সহযোগিতা চাইছি।'


#barasat# barasat flyover will remain closed# barasat flyover#district news



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সোমবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন গঙ্গাসাগরে, মেলায় দমকলের প্রস্তুতি ঘুরে দেখলেন সুজিত বসু...

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল পিকআপ ভ্যান, দেওয়াল চাপা পড়ে আহত এক মহিলা...

মালদহের তৃণমূল নেতা খুনে দুই অভিযুক্তকে খুঁজে দিলেই ২ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা পুলিশের ...

সোমবার থেকে ফের বৃষ্টি জেলায় জেলায়, শীতের দাপট কেমন থাকবে রাজ্যে? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট...

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...

ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...

নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...

'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...

আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...

সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ...

দেশি বোমা তৈরি করতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম বেশ কয়েকজন...

জমি নিয়ে বিবাদ, জয়নগরে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর...

সাধারণ মানুষ এখন আমায় অত্যাচার করে, কারও মনুষ্যত্ব নেই, আক্ষেপ রানু মণ্ডলের...

মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা পর্যালোচনার আর্জি কৃষ্ণেন্দুর, রক্ষীদের কাছ ছাড়া না হওয়ার নির্দেশ মন্ত্রী সাবিনার...

কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান...

ভরা শীতেও গেল না জল যন্ত্রণা, পুরসভার পাইপ ফেটে বিপত্তি হাওড়ার এই দুই ওয়ার্ডে...

ব্যবসার আড়ালে ভয়ঙ্কর লেনদেনের অভিযোগ, মুর্শিদাবাদে ব্যবসায়ীর বাড়ি-দোকানে ইডি-র হানা...

গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...

সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24