সোমবার ২৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | নর্থ ইস্টের বিরুদ্ধে আগ্রাসী ফুটবলের অঙ্গীকার, ঘরের মাঠে চার ম্যাচ হাতিয়ার ব্রুজোর

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ১৬ : ৩৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ২০ দিন পর আবার আইএসএলের মঞ্চে ফিরছে ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। প্রায় তিন সপ্তাহ আগে মহমেডানের বিরুদ্ধে যুবভারতীতে তুল্যমূল্য লড়াই করে অস্কার ব্রুজোর দল। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ন'জনের ইস্টবেঙ্গল। ৩০ হাজার সমর্থকের সামনে চলতি আইএসএলে সেটাই ছিল লাল হলুদের প্রথম পয়েন্ট। তবে বাস্তবের মাটিতে পা স্প্যানিশ কোচের। স্পষ্ট জানিয়ে দিলেন, আগের দিনের এক পয়েন্টে ফ্যানরা খুশি হলেও, তিনি নন। বরং, নিজেদের ভুলে দুটো লাল কার্ড দেখার আক্ষেপ করলেন। পাশাপাশি জানিয়ে রাখলেন, ইস্টবেঙ্গল এখন যেই জায়গায় আছে, সুপার সিক্সে যেতে হলে এক পয়েন্টে চলবে না, তিন পয়েন্ট লাগবে। চলতি বছর ঘরের মাঠে বাকি আরও চারটি ম্যাচ। সেগুলোকেই হাতিয়ার করছেন লাল হলুদ কোচ। অস্কার বলেন, '৩০ হাজার দর্শকের সামনে সাহসী ফুটবল খেলে এক পয়েন্ট সংগ্রহ ফ্যানদের খুশি করতে পারে। কিন্তু কোচ হিসেবে আমি সন্তুষ্ট নই। কিন্তু সুপার সিক্সে যেতে হলে আমাদের পয়েন্ট সংগ্রহ করতে হবে। এক পয়েন্টে হবে না। বছর শেষের আগে আমাদের ঘরের মাঠে চারটে ম্যাচ আছে। সেগুলো কাজে লাগাতে হবে।'

চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল নর্থ ইস্টের। ২১টি গোল করেছে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে রয়েছে। ওপেন ফুটবল খেলে জুয়ান পেদ্রো বেনালির দল। দলে আলাদিন আজারাইয়ের মতো স্ট্রাইকার আছে। অন্যদিকে কার্ডের জন্য ইস্টবেঙ্গল পাবে না দলের দুই প্রধান প্লে মেকার নাওরেম মহেশ এবং নন্দকুমারকে। তবে স্ট্রাটেজিতে কোনও পরিবর্তন করতে চান না অস্কার। বিষ্ণু এবং সায়নকেই পরিবর্ত হিসেবে ভেবেছেন। আগ্রাসী ফুটবল দিয়েই নর্থ ইস্টকে টক্কর দিতে চান। অস্কার বলেন, 'নর্থ ইস্টের আক্রমণভাগ শক্তিশালী। ওরা অ্যাটাকিং ফুটবল খেলে। গোল সংখ্যা বাড়াতে চায়। আমার মনে হয় আমাদের বিরুদ্ধেও একই লক্ষ্যে খেলবে ওরা। ওপেন ফুটবল হবে। আশা করছি অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে। আমার মনে হয় না আমাদের রক্ষণে কোনও সমস্যা আছে। আইএসএলে ৬-৭টা দল আছে যারা আমাদের থেকে বেশি গোল হজম করেছে। আমাদেরও আগ্রাসী ফুটবল খেলতে হবে। কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। আশা করব খেলা শেষে মহেশ এবং নন্দকে মিস করার অবকাশ থাকবে না।'

দুর্দান্ত ফর্মে আছে আলাদিন। মরশুমের শুরুতে টানা সাত ম্যাচে গোল করেন। তবে মরক্কোন‌ স্ট্রাইকারকে নিয়ে আলাদাভাবে ভাবছেন না ব্রুজো। দল হিসেবে নর্থ ইস্টকে রোখাই লক্ষ্য। তবে আলাদিনের সাপ্লাই লাইন কেটে দিতে চান। এই প্রসঙ্গে অস্কার বলেন, 'সামগ্রিকভাবে নর্থ ইস্টকে রুখতে চাই। আমি নির্দিষ্ট একজনকে নিয়ে ভাবতে চাই না। তবে আলাদিনকে খেলা তৈরি করার জায়গা দেওয়া যাবে না। ওর সাপ্লাই লাইন কেটে দিতে হবে। সাপোর্ট না পেলে গোল করতে পারবে না। সবটাই টিম গেম।' একেবারেই ছন্দে নেই ক্লেইটন সিলভা। তাই বাড়তি দায়িত্ব নিতে হবে ডিয়ামানটাকোস, মাদি তালাল, সল ক্রেসপোদের। তবে ব্রাজিলীয় স্ট্রাইকারকে নিয়ে এখনও আশাবাদী অস্কার। মরশুমের শুরুতে দলের দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতির সময় পাননি। পরপর ম্যাচ খেলতে হয়েছে। মাঝে ছিল এএফসির ম্যাচ। এবার প্রায় ২০ দিনের বিরতিতে দলটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচের প্রস্তুতি সারে ইস্টবেঙ্গল। মহেশ, নন্দকুমার ছাড়া নেই নিশু কুমারও। পেশিতে চোট রয়েছে তাঁর। তবে চোট সারিয়ে নর্থ ইস্ট ম্যাচে ফিরবেন হেক্টর ইউস্তে। ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে নামবে ইস্টবেঙ্গল। 


East Bengal Oscar BruzonIndian Super League

নানান খবর

নানান খবর

ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক খবর প্রচার, পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, কোপ পড়ল শোয়েবের উপরেও

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

ঝড়-বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা-পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্ট করে পেল দুই দল

পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় ঝড়ের সঙ্গী বৃষ্টি, ইডেনে বন্ধ খেলা

ইডেনে প্রিয়াংশ-প্রভসিমরন ঝড়, নাইটদের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল পাঞ্জাব

১৪ বছরের বৈভবের জন্য শাস্ত্রীয় বচন! মেনে চললে উন্নতি হবেই

'তুই আমার মতো খেলতে পারবি না', রোহিতের মুখে আচমকাই এমন কথা কেন?

জাঁকজমক উদ্বোধন কন্যাশ্রী কাপের, বড় জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল

নিজেদের আন্ডারডগ ভাবতে হচ্ছে শেষে? কোপা দেল রে ফাইনালের আগে বার্সাকেই এগিয়ে রাখছেন অ্যান্সেলত্তি

পহেলগাঁও হামলার পর আইসিসি ট্রফিতেও আর পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত!‌ এল বড় আপডেট

নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানোয় নীরজের দেশপ্রেম নিয়েই প্রশ্ন, মুখ খুললেন অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার

সোশ্যাল মিডিয়া