রবিবার ১৬ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জঞ্জালের স্তূপ উপচে পড়েছে পুকুরে, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা, চরম দুর্দশা

Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৭Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: ঘন বসতিপূর্ণ এলাকায় জঞ্জালের স্তূপ উপচে পড়েছে রাস্তায়। জঞ্জালে বুজেছে রাস্তা সংলগ্ন পুকুরের অধিকাংশ। ফেলা হচ্ছে মরা জীবজন্তু। দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে হুগলি চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের জোড়া ঘাট লেন এলাকায়। অভিযোগ, একাধিকবার জানানোর পরেও নির্বিকার কাউন্সিলর। শুধু ওই ওয়ার্ড ছাড়া শহরের অন্য কোথাও এই সমস্যা নেই, জানিয়েছেন পুরপ্রধান। 

 

চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্রে গঙ্গা তীরবর্তী এলাকায় অবস্থিত এই ওয়ার্ড। জোড়া ঘাটের অপরপ্রান্তে জোড়াঘাট লেন সোজা গিয়ে পৌঁছেছে চুঁচুড়া জেলা হাসপাতালে। গোটা রাস্তা অপরিষ্কার, একাধিক জায়গা নোংরা হয়ে রয়েছে। ওই রাস্তা সংলগ্ন এলাকায় বাস করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেন দে, রাজ্যের প্রাক্তন উপসচিব, সরকারি উচ্চপদস্থ আমলা সহ বহু বিশিষ্ট মানুষ। জোড়াঘাট সংলগ্ল এলাকায় রয়েছে একাধিক সরকারি অফিস। সেই অফিসগুলির সামনেও একাধিক জায়গায় নোংরা হয়ে রয়েছে। 

 

স্থানীয় প্রীতি তালুকদার জানিয়েছেন, ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার করার কোনও বালাই নেই। কোনও মাসে একবার, কোনও মাসে আবার সেটাও হয় না। মাঝে মাঝেই মরা কুকুর বেড়াল এখানে ফেলে দেওয়া হয়। গোটা এলাকা দুর্গন্ধে ছেয়ে যায়। বাড়ির একদম পাশে তাই দরজা জানালা বন্ধ করেও ঘরে টেকা যায় না। মাঝে মাঝে জঞ্জালে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। কাউন্সিলরকে বলে কোনও লাভ হয় না। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। তাঁরা বলেছেন পরিষ্কারের প্রসঙ্গ তুললেই কাউন্সিলর কর্মীদের স্ট্রাইক ইত্যাদি নানা অজুহাত দিয়ে এড়িয়ে যান। 

 

রাজ্য সরকারের প্রাক্তন উপসচিব স্থানীয় বাসিন্দা অজিত বসু বলেছেন, তাঁর বাড়ির সামনে একটি পুকুর ছিল। দীর্ঘদিন ধরে সেই পুকুরের গা ঘেঁষে জঞ্জাল ফেলা হচ্ছে। জঞ্জালের সেই স্তূপ উপচে পুকুরে পড়ছে। সম্প্রতি আবার গাছ কেটে ডালপালাও সেখানে ফেলা হয়েছে। এভাবে চলতে থাকায় বর্তমানে পুকুরের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। তিনি বলেছেন, এটা ইচ্ছাকৃত কিনা তিনি জানেন না। নোংরা আগাছায় পরিপূর্ণ পুকুর এখন আর দৃশ্যমান নয়। তবে ওই পুকুরের উপর এলাকার নিকাশি অনেকটাই নির্ভরশীল। পুকুর বুজে গেলে এলাকায় নিকাশি নিয়ে চরম সংকট দেখা দেবে। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সমীর সরকার কোনও কথা বলতে চাননি। 

 

হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেছেন, পুরসভার অন্য কোনও ওয়ার্ডে এই সমস্যা নেই। ওই ওয়ার্ড সমস্যার কারণ কাউন্সিলর, তিনি নিজের কাজটা ঠিক করে করেন না। পুরসভা তো এভাবে কোনও ওয়ার্ডে গিয়ে সাফাই করতে পারে না, এটা সম্ভবও নয়। ওটা কাউন্সিলরদের কাজ। সাফ সাফাই নিয়ে ওই ওয়ার্ড থেকে আগেও অনেক অভিযোগ এসেছে। পুকুরের বিষয়টিও তিনি দেখছেন।

ছবি পার্থ রাহা।


Hooghly Westbengal

নানান খবর

নানান খবর

পাশের বাড়িতে তেজপাতা চাইতে গিয়েছিল, হোলিতে প্রতিবেশী দাদার যৌন লালসার শিকার নাবালিকা

হোলির রং তুলতে বন্ধুদের সঙ্গে ফিডার ক্যানেলে নেমেছিল, মুহূর্তের মধ্যে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

‘কী হয়েছে?’, যুবকদের ঝামেলার মাঝে প্রশ্নই করতেই ব্যক্তির দিকে চলল গুলি! চাঞ্চল্য মালদহে

রাস্তায় সামান্য বিবাদের মর্মান্তিক পরিণতি, আলু কিনতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, কারণ জানলে চমকে উঠবেন

চুঁচুড়ায় হিন্দুত্ববাদের জিগির তুলে বিজেপির ব্যানার, শুরু রাজনৈতিক তরজা

জমি ঘিরে বিবাদ, মালদহের পঞ্চায়েত সচিবকে কুপিয়ে খুন তুতো ভাইয়ের, হামলায় আহত আরও ৬

ভয়াবহ আগুনের গ্রাসে আউশগ্রামের জঙ্গল, মৃত্যুর আশঙ্কা বন্যপ্রাণীদের 

এত সুন্দর! হুগলি ইমামবাড়ার ঐতিহ্যের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

শ্রীরামপুরের বিধায়কের নাম-ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট, টাকা তোলার অভিযোগ!

ধারের টাকা ফেরত দেয়নি, চাপ দিতে নন্দীগ্রামে চার বছরের শিশুকে ট্রলিতে ভরে অপহরণের চেষ্টা গৃহশিক্ষকের!

দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া

বাঙলার বস্ত্র ঐতিহ্য নতুন করে প্রাণ পেল 'টেক্সটাইলস ফ্রম বেঙ্গল: এ শেয়ারড লিগ্যাসি' বইয়ের উদ্বোধনে

ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের

বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার

কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া