রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Tollywood: দ্বিতীয় বার মা হলেন শুভশ্রী! ‘রাজকন্যা’র বাবা রাজ চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৩ ১০ : ৪৭


বৃহস্পতিবার সকাল সকাল ফুরফুরে মেজাজে রাজ চক্রবর্তী আর ভাগ্নি সৃষ্টি পাণ্ডের হাত ধরে বেসরকারি হাসপাতালে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিকেলে শুভ খবর। রাজপুত্রর পরে চক্রবর্তী পরিবারে রাজকন্যা এল। এক ফুটফুটে মেয়ের মা-বাবা "রাজশ্রী"।খবর, মা-মেয়ে ভাল আছে। উদযাপনের মেজাজে চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবার। আজকাল ডট ইন প্রথম জানিয়েছিল, বৃহস্পতিবার সন্তানের জন্ম দিতে চলেছেন রাজের ‘পরিণীতা’। রাজ খোদ সেই খবরে সিলমোহর দেন।

এদিন সকালে রাজ, শুভশ্রী এবং সৃষ্টি তিনজনেই দুটো ছবি সামাজিক পাতায় ভাগ করে নেন। ভোরের নরম আলো ছড়িয়ে পড়েছে তিনজনের উপরে। দুই বিনুনি বেঁধে, শর্ট ড্রেস পরে, দুই প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে নায়িকা পা বাড়িয়েছেন হাসপাতালের পথে। সেই ছবি দেখে গুঞ্জন আরও জোরালো। পরে বিকেল ৩.৩৮ মিনিটে রাজ টুইট (বর্তমান নাম এক্স) করেন। জানান, বৃহস্পতিবার তাঁদের ঘরে ‘লক্ষ্মী’ এসেছে। নবজাতিকার জন্য সবার আশীর্বাদ, শুভেচ্ছা, ভালবাসা চেয়েছেন।  



দ্বিতীয় সন্তান আসছে, একথাও শুরুতে শিকার করেননি রাজ-শুভশ্রী। ততক্ষণে ইন্ডাস্ট্রিতে চাউর, ফের মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরে সামাজিক পাতায় তিন থেকে চার হওয়ার কথা খবর দেন সস্ত্রীক রাজ চক্রবর্তী। ‘ছোট্ট ইউভান বড় দাদা হয়ে যাচ্ছে’... এই বার্তা দিয়ে। এবারেও একই পথে হেঁটেছেন চক্রবর্তী পরিবার। 

লক্ষ্মী আসছে বাড়িতে? সবিস্তার জানতে আজকাল ডট ইন বুধবার কথা বলেছিল রাজের সঙ্গে। তিনি সরাসরি জানাননি, নির্দিষ্ট দিনেই শুভ ঘটনা ঘটতে চলেছে। আবার অস্বীকারও করেননি। তাঁর কথায়, ‘‘শুভশ্রী একেবারেই গর্ভধারণের শেষ ধাপে। যে কোনও সময় ওকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে।’’ একই কথা বলেছেন রাজ-শুভশ্রীর ভাগ্নি শ্রেষ্ঠা পাণ্ডে। তাঁর দাবি, ‘‘মামীর আর্লি স্টেজ। যে কোনও সময় ভাল খবর শুনব আমরা। তবে নির্দিষ্ট দিনক্ষণ বলা যাচ্ছে না।’’ তবে ফোনে সাড়া দেননি প্রযোজক-নায়িকার দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারে সেই সময় চাপা উৎকণ্ঠা আর খুশির আমেজ। এর আগে সংবাদমাধ্যমের কাছে দুই পরিবার জানিয়েছিল, সুস্থ সন্তানের জন্ম দিন শুভশ্রী। এটাই তাঁদের একমাত্র চাওয়া।



আর খুদে ইউভান? বোন এসেছে, এই খবরে কতটা উত্তেজিত সে? চক্রবর্তী পরিবারের তরফ থেকে আপাতত কেউ কিচ্ছু বলছেন না। সবটা বোঝার মতো বয়স ‘রাজপুত্র’র এখনও হয়নি। সবে তিন বছর তার। ছোট্ট বোন এসেছে তার, সে খবর নিশ্চয়ই সেও পেয়েছে। চলতি মাসে ধুমধাম করে ন’মাসের সাধভক্ষণ হয় নায়িকার। নিজেকে সুস্থ রাখতে অন্তঃসত্ত্বা অবস্থাতেও প্রশিক্ষকের পরামর্শ মেনে শরীরচর্চা করেছেন। ফটোশুটে দেখা গিয়েছে তাঁকে। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে উপস্থিত ছিলেন। খবর, আগামী বছরের মার্চ বা এপ্রিলেই ফের ক্যামেরার মুখোমুখি হবেন শুভশ্রী।







নানান খবর

নানান খবর

অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এল একরত্তি! খুদে সদস্যের ছবি ভাগ করে সুখবর দিলেন অভিনেতা

'অমর সঙ্গী'র পর ফের ধারাবাহিকে শ্যামৌপ্তি, নতুন পথ চলা নিয়ে কী বললেন অভিনেত্রী?

অজান্তেই একে অপরকে ভালবেসে ফেলেছে 'পুতুল-ময়ূখ', শুটিং ফ্লোরে ফাঁস হল কোন‌ সিক্রেট?

অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'

শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?

অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে 

‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক

পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে‌! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে? 

ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?

রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?

জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?

'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?

প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'! 

নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?

কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?

প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?

রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?

‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!

সোশ্যাল মিডিয়া