শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

দেবস্মিতা | ১৭ নভেম্বর ২০২৪ ১৮ : ৫৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: কোলে দুই শিশু। কাঁধে পুঁটলি। বানজারার বেশে দম্পতি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়। দেখে বোঝার উপায় নেই, ওই দম্পতিই গত কয়েকদিনে বেমক্কা সোনাদানা, টাকা-পয়সা হাতসাফাই করে গেরস্থের ঘুম কেড়েছে। রবিবার অবশ্য সেই জারিজুরি আর কাজে লাগল না। হাতেনাতে ধরা পড়ে গেল। অবশেষে গণধোলাই দিয়ে বাসিন্দারা তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার বাউগাছি পারুইপাড়া এলাকার বাসিন্দারা এদিন দুপুরে আচমকা দেখেন, কোলে দুই শিশু ও কাঁধে পুঁটলি নিয়ে দুই যুবক-যুবতী রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। তাদের পিছনে একদল মহিলা 'চোর চোর' বলে চিৎকার করতে করতে ধাওয়া করে চলেছেন। কিছুটা দূরে গিয়ে বাসিন্দারা ওই দুই যুবক-যুবতীকে ধরে ফেলেন। তাঁরা লক্ষ্য করেন, যুবকের গালের একদিক ফোলা রয়েছে। মুখ খুলতেই গালের মধ্যে থেকে উদ্ধার হয় দু'জোড়া সোনার দুল। তারপর তাদের কাঁধের পুঁটলি খুলে তল্লাশি শুরু হয়। ওই দুই যুবক-যুবতীর কাছে মোট তিনটি পুঁটলি ছিল। তার মধ্যে থেকে উদ্ধার হয়েছে ৫০০ টাকার নোটের দু'টি বান্ডিল, দুটো হাতঘড়ি, সোনার হার ও বেশ কয়েকটির রুপোর আংটি। বাসিন্দারা ওই দুই যুবক-যুবতীকে তখন মারতে শুরু করেন। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু-সহ ওই দুই যুবক-যুবতীকে আটক করে। পুলিশ তাদের থানায় নিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় একদল বানজারা ঘাঁটি গেড়েছেন। ধৃতরা তাঁদের দলেরই সদস্য বলে জানা গিয়েছে।
নাংলা পারুইপাড়ার বাসিন্দা গৃহবধূ পূজা মণ্ডল ও আশা সরদার বলেন, কোলে দুই শিশুকে নিয়ে বানজারা যুবক-যুবতী পাড়ায় চুরি করতে এসেছিল। সরল বিশ্বাসে অনেকে তাদের ভিক্ষাও দিয়েছে। কিন্তু ভিক্ষাজীবীর ছদ্মবেশে ওরা বাড়ি বাড়ি চুরি করছিল। আজ তাদের হাতেনাতে ধরেছি। পরে পুলিশের হাতে তুলে দিয়েছি।
স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল মতিন মণ্ডল জানিয়েছেন, দুপুরবেলা খবর পান, বানজারার ছদ্মবেশে গ্রামবাসীরা দুই যুবক-যুবতীকে ধরে রেখেছেন। ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যাগ ও পুঁটলি তল্লাশি করে সোনার অলংকার, টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। নজর রাখা হচ্ছে বিড়ায় ঘাঁটি গাড়া বানজারা দলের ওপর।
নানান খবর
নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই