বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ নভেম্বর ২০২৪ ১৪ : ০৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জেরার সময় সিআইডি রাশিয়ান কেমিক্যাল তাঁর শরীরে প্রয়োগ করেছে কিনা, তা পরীক্ষার জন্য শনিবার বিজেপি নেতা অর্জুন সিং কলকাতার এক হাসপাতালে গেলেন! বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শারীরিক চিকিৎসা করাবেন বলে অর্জুন জানিয়েছেন। যদি কোনও বিষ তাঁর শরীরে প্রয়োগ হয়ে থাকে, তাহলে তিনি আদালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন। অর্জুনের উদ্বেগকে পাগলামি বলে কটাক্ষ করেছে তৃণমূল। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, 'ওঁর মাথার ঠিক নেই। পাগল হয়ে গিয়েছেন। ওঁর সুস্থতা কামনা করি।'
সম্প্রতি প্রাক্তন বিজেপি সাংসদ অভিযোগ তুলেছেন, তাঁর উপর রাশিয়ান বিষ প্রয়োগ করা হতে পারে । শনিবার সকালে তাই স্বাস্থ্যপরীক্ষা করাতে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের দিকে রওনা দিয়েছেন। হাসপাতালে যাওয়ার পথে অর্জুন বলেন, ‘রাজ্য পুলিশকে আমি বিশ্বাস করি না। তাই, আজ পরীক্ষা করিয়ে নিতে চাই। শরীরে কী আছে না আছে তা জানতে চাই। রাসায়নিক বিষ এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে বোঝা যায় না। তবে শরীরের মধ্যে কিছু হচ্ছে কি না, সেটা দেখে নিতে চাই।’
সম্প্রতি টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অর্জুন বৃহস্পতিবার হাজিরা দেন। শুক্রবার আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি জানান, হাজিরা দিলেও সিআইডি দপ্তরের কিছু তিনি মুখে দেননি। চা-কফি তো দূরের কথা, জলও স্পর্শ করেননি। তিনি আশঙ্কা করেন, পানীয়ের মধ্যে বাইরে থেকে রাশিয়ান বিষ বা অন্য কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়া থাকতে পারে।
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরই ওই পুরসভার সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডি তদন্ত শুরু করেছিল। ২০২১ সালেও অর্জুনকে তলব করা হয়েছিল। ওই মামলার তদন্তে গত বৃহস্পতিবারও অর্জুনকে সিআইডি তলব করেছিল। সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন এই প্রাক্তন সাংসদ।
অর্জুনের অভিযোগ নিয়ে কটাক্ষ করেছে শাসক শিবির। জগদ্দলের বিধায়ক তথা তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, 'অর্জুন সিং আসলে পাগল হয়ে গিয়েছেন। তাই, সর্বত্র ভূত দেখছেন। রাশিয়ায় ওরকম কোনও রাসায়নিক আছে কিনা আমার জানা নেই। আসলে উনি কিডনির অসুখে ভুগছেন। আমি ওঁর সুস্থতা কামনা করি। ওঁর পরিবারকে বলছি, চিকিৎসার জন্য কোনও সাহায্যের প্রয়োজন হলে আমি অবশ্যই তা করব।'
#tmc#bjp#arjun singh
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...
বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...
রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...
অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...
পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...
১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...