রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | পর্যটকদের জন্য ডিসেম্বরে মঙ্গলের বদলে শুক্রবার বন্ধ থাকবে জঙ্গল, সুন্দরবনে শুরু হচ্ছে বাঘ শুমারির কাজ

Tirthankar Das | ১৬ নভেম্বর ২০২৪ ১৪ : ২৯Tirthankar


তীর্থঙ্কর দাস: হিমেল বাতাসে শীতের আগমন বার্তা।  আর এই সময়েই  সুন্দরবনে বাঘ দেখার জন্য মানুষের ভিড় বাড়ে। প্রতিবছরের মতো এবছরও শুরু হল বাঘ শুমারির কাজ। সেজন্যই সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। বাঘের সঠিক সংখ্যা পেতে সুন্দরবনে ৪৫ দিন ধরে বসানো থাকবে এই ট্র্যাপ ক্যামেরা। 

ডিসেম্বর মাসে প্রতি শুক্রবার সুন্দরবনের জঙ্গল পর্যটকদের বন্ধ থাকবে। এই জঙ্গলে ঠিক কত বাঘ রয়েছে, তার নিখুঁত সংখ্যা পেতে এবার ৩০-এর বদলে ৪৫ দিন ধরে চলবে ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ। বন দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ৪১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনে বাঘের সর্বক্ষণের গতিবিধি নজর রাখতে বসানো হচ্ছে ১৪৪৪টি ক্যামেরা। তারা কোন এলাকায় বেশি ঘুরছে, কী করছে সবটাই রেকর্ড করবে অত্যাধুনিক এই ক্যামেরা। 

১লা ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীন সুন্দরবনের জঙ্গল সকল পর্যটকদের জন্য মঙ্গলবারের বদলে শুক্রবার করে বন্ধ থাকবে। সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক জানান, 'জঙ্গলের একটা বড় অংশ ক্যামেরায় মুড়ে ফেলা হবে। বেশি সংখ্যক বাঘের ছবি যাতে ধরা পড়ে, তার জন্যই ৪৫ দিন জঙ্গলে রাখা থাকবে ক্যামেরা। উদাহরণ দিয়ে তিনি বলেন, হতেই পারে কোনও বাঘ ক্যামেরা বসানো জায়গায় ৩০ দিন এল না। পরে ঘুরতে ঘুরতে সেখানে হাজির হল। তখন তার ছবি ধরা পড়বে।এই ক্যামেরা চালু হওয়ার পর তার ব্যাটারির আয়ু থাকে ৪৫ দিন পর্যন্ত।' 

৪৫ দিন পুরো কাজে লাগাতে চাইছেন বন দপ্তরের আধিকারিকরা। বাঘ ছাড়াও মেছো বিড়াল, বুনো শুকর-সহ অন্যান্য প্রাণীর ছবিও ধরা পড়বে ক্যামেরায়। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বনবিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গেই এই শুমারির কাজ হবে বলে ঠিক হয়েছে।  ঠিকঠাকভাবে যাতে কাজ হয় সেজন্য বনকর্মীদের ক্যামেরা বসানোর প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্রের খবর, ২১শে নভেম্বর জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু করবেন বনকর্মীরা।

২৬শে নভেম্বরের মধ্যে সেটা শেষ করার চূড়ান্ত দিন ধার্য করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ছবি তোলার কাজ চলবে। তবে এবার ছোট ছোট এলাকা ধরে ক্যামেরা বসানো হবে, নাকি বড় এলাকা জুড়ে, সেজন্য একটি বৈঠক ডাকা হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা এবং ডিএফও যৌথভাবে তা ঠিক করবেন। গতবার বাঘেদের খুনসুটি, কে কখন দৌড়ে শিকার করছে, শাবকদের নিয়ে মা বিশ্রাম নিচ্ছে, তা ধরা পড়েছিল। এবারও আশা করা যাচ্ছে, আরও অনেক অজানা তথ্য উঠে  আসবে।




নানান খবর

নানান খবর

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া