রবিবার ০৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ নভেম্বর ২০২৪ ১৪ : ৫০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। সাধে কী আর বলে! প্রেমের জালে জড়িয়ে শেষপর্যন্ত অপহৃত হলেন প্রৌঢ়। পরে অবশ্য পুলিশের তৎপরতায় উদ্ধার করা গিয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। এই ঘটনায় তিন জনকে হ্যানিট্র্যাপ বিছানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ৫০ বছরের ওই মাঝবয়সী প্রেমে পড়েন এক তরুণীর। কিছুদিন কথাবার্তা হওয়ার পর ঠিক হয়েছিল দেখা করবেন দু'জনে। সেই মতো দেখা করতে যান এক সন্তানের বাবা ওই ব্যক্তি। সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়। এরপর ছেলের ফোনে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় তিন লাখ টাকা। এক লাখ টাকা দিয়ে দেওয়ার কথা বলা হয়। টাকার অঙ্ক নিয়ে বচসা হয় দু'পক্ষের। কিন্তু তিন লাখের কমে রাজি হয়নি অপহরণকারীরা।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম লাল্লু চৌবে। ললিতপুরের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার ঘটে ঘটনাটি। পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর ছেলে। তদন্তে নামে পুলিশ। ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পুলিশের একাধিক দল গঠন করা হয়। এরপর পরিকল্পনা মতো, আবার লাল্লু চৌবের ছেলের কাছে মুক্তিপণ চেয়ে ফোন এলে তিনি রাজি হয়ে যান ক্ষতিপূরণ দিতে। এরপর শনিবার একজন কনস্টেবল ভিকটিমের ছেলের পরিচয় দিয়ে মুক্তিপণ দিতে যান।
সেখানে পৌঁছলে অভিযুক্তদের একজন তাঁকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অপহৃত ব্যক্তিকে আটক করে রাখা হয়েছিল। পুলিশ লোকেশন ট্র্যাক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে পুলিশের বাকি দলটি পৌঁছে যায় সেখানে। উদ্ধার করা হয় লাল্লু চৌবেকে। গ্রেফতার হয় তিনজন। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম, কিরণ (৩৫), অখিলেশ আহিরওয়ার (৩০) এবং সতীশ সিং বুন্দেলা (২৬)।
অভিযুক্তেরা জেরায় জানিয়েছে, কিরণ ফোন করত ওই ভদ্রলোককে। তারপর প্রেমের জালে ফাঁসিয়ে দেখা করার কথা বলা হয়। সেই মতো লোকটিও আসে। তারপরই পূর্বপরিকল্পনা মতো কাজ হয়। জানা গিয়েছে, তাদের এই গ্যাং -এ আরও প্রচুর মহিলা আছে। তারা এভাবেই ছেলেদের ফোন করে প্রেমের প্রস্তাব দিয়ে ট্র্যাপে ফেলে। পুরো দলটির খোঁজে তল্লাশি শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ।
নানান খবর

নানান খবর

হোটেলে ধরা পড়লেও যৌনকর্মীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, পুলিশের নয়া নির্দেশিকা

প্রতি গ্রামকে এবার থেকে ১ কোটি টাকা বিতরণ! বড় প্রতিশ্রুতি অমিত শাহ-র

মহাকুম্ভের প্রচার এবার বিশ্বজুড়ে, উত্তরপ্রদেশ থেকে কোন দেশে গেল এই পবিত্র জল

কলেজের শেষদিনেই সব শেষ! বিদায়ী বক্তৃতার সময় হঠাৎ লুটিয়ে পড়লেন মঞ্চে, মর্মান্তিক পরিণতি তরুণীর

৪২ ডিগ্রি পেরোবে পারদ, টানা ছ'দিন তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ৮ রাজ্যে, আবহাওয়ার বড় অ্যালার্ট

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!