সোমবার ০৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৬ এপ্রিল ২০২৫ ১২ : ৩১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে গিয়ে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী। দান্তেওয়াড়ায় এক অনুষ্ঠানে অমিত শাহ ঘোষণা করেন, ছত্তিশগড়ের নকশালমুক্ত প্রতিটি গ্রামকে উন্নয়ন তহবিলে ১ কোটি টাকা দেওয়া হবে। নকশালদের আত্মসমর্পণে সক্রিয়ভাবে অবদান রাখা গ্রামগুলিকে এই তহবিল পুরস্কার হিসাবে দেবে কেন্দ্র।
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ নকশালমুক্ত করার লক্ষ্যমাত্রা স্থির করেছেন অমিত শাহ। সেই লক্ষ্যে এগোতেই গ্রাম পিছু ১ কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছেন তিনি। আত্মসমর্পণকারী নকশালদের পুনর্বাসন ও বিকাশই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
এছাড়াও ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ২০২৬ সাল থেকে 'বাস্তার পানদুম' উৎসব জাতীয় স্বীকৃতি পাবে। এই উৎসবে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীরা। আদিবাসী ভাষা, গান ও সংস্কৃতি রক্ষা করার আহ্বানও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদিবাসী ভাষা, সঙ্গীত এবং রীতিনীতি সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন যে, এগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
ভাষণকালে শাহ আদিবাসী দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আদিবাসী অধিকারের জন্য লড়াই করা মহারাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেওকে স্মরণ করেন। তিনি সামাজিক ন্যায়বিচার নেতা বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য নতুন দরে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতি বস্তা ৫০০ টাকা। টাকা সরাসরি পৌঁছে যাবে আদিবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অমিত শাহ জানান, ছত্তিশগড়ে তৈরি ধাতব শিল্প, টেরাকোটা ও কাঠের হস্তশিল্পকে 'ভোকাল ফর লোকাল' প্রকল্পের আওতায় এনে আরও প্রচার করতে হবে।
শাহ আদিবাসী নেতাদের জাতীয় স্বীকৃতি তুলে ধরেন, বিরসা মুন্ডা জয়ন্তীকে জনজাতিয় গৌরব দিবস হিসেবে পালন এবং ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্বাচনকে উল্লেখ করেন।
আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান পেশ করতে গিয়ে অমিত শাহ উল্লেখ করেন, চার কোটিরও বেশি বাড়ি নির্মাণ, ১১ কোটি পরিবারকে এলপিজি সিলিন্ডার বিতরণ এবং ১৫ কোটি পরিবারকে পাইপলাইনে জল সরবরাহ। শাহ এমন একটি ভবিষ্যতের কথা তুলে ধরেন যেখানে, বাস্তরের তরুণরা চিকিৎসক, সরকারি কর্মচারী এবং বিভিন্ন ক্ষেত্রের পেশাদার হিসেবে আবির্ভূত হবে, হিংসার পরিবর্তে শিক্ষা এবং সুযোগের উপর জোর দেবে।
নানান খবর
নানান খবর

দিল্লির রাস্তায় রক্তস্রোত, প্রেমিক যুগলের কীর্তিতে চক্ষু চড়কগাছ পথচারীদের, ছুটে এল পুলিশ

৩০ সেকেন্ডে ২৯৩ কোটি হাওয়া! টাটা মোটরসের শেয়ারে কী এমন হল যে কোটিপতি ঝুনঝুনওয়ালাও কাঁপলেন?

ভারতীয় শেয়ারবাজারে ভয়াবহ বিপর্যয়, কয়েক মিনিটেই কর্পূরের মতো 'উধাও' ১৯ লক্ষ কোটি টাকা!

মণিপুরে ওয়াকফ আইন নিয়ে বিবাদের জেরে মণিপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়ি আগুন

রাম নবমীতে দর্গার গেটে গেরুয়া পতাকা উত্তোলন, প্রয়াগরাজে উত্তেজনা, পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ক্যাব চালকের কেরামতিতেই সন্তানের জন্ম দিলেন মহিলা

আরএসএস সংক্রান্ত প্রশ্নে বিতর্ক, মীরাটের অধ্যাপিকা আজীবনের জন্য বরখাস্ত

গাড়িচালককে কুর্নিশ! জল খাওয়াচ্ছেন মা চিতা ও তাঁর সন্তানদের, ভিডিও ভাইরাল হতেই চরম পরিণতি

ভারতে পড়তে এসে নেটমাধ্যমে হাসির পাত্র পড়ুয়া এনআরআই পড়ুয়া, কারণ জানলে অবাক হবেন

'চিঠি লিখলেও কেউ তামিলে সই করেন না', তামিলনাড়ুতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে তোপ মোদির

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে