বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ নভেম্বর ২০২৪ ১২ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আগ্নেয়াস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ শনিবার রাতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা জিআরপি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মালদহ জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত দেওনাপপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল কংগ্রেস সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই পঞ্চায়েত সদস্যের নাম আব্দুল রশিদ।
নিউ ফরাক্কা জিআরপি থানার এক আধিকারিক জানান- গত ২৭ অক্টোবর নিউ ফরাক্কা রেলের সাবওয়েতে তৌসিফ আলি নামে এক যুবককে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ওই যুবককে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি দেশি ৭.৬৫ এমএম পিস্তল এবং চারটি ম্যাগাজিন।
পুলিশের ওই আধিকারিক জানান, এরপর ধৃত যুবককে জঙ্গিপুর পেশ করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশি হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে তৌসিফ জানায় আগ্নেয়াস্ত্রগুলোর আসল মালিক আব্দুল রশিদ নামে মালদহ জেলার এক গ্রাম পঞ্চায়েত সদস্য।
পুলিশ সূত্রের খবর- উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোকে আরও উন্নত এবং মেরামত করার জন্য তৌসিফকে দিয়ে সেগুলো বিহারের আরা জেলাতে এক আগ্নেয়াস্ত্র কারবারীর কাছে পাঠাচ্ছিল আব্দুল। কিন্তু আগ্নেয়াস্ত্রগুলো হাত বদল হওয়ার আগেই জিআরপি-র হাতে ধরা পড়ে যায় তৌসিফ।
জিআরপি সূত্রে জানা গেছে -ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে নিউ ফরাক্কা জিআরপি থানার অফিসাররা মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় অভিযান চালান। পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালতে যাওয়ার পথে ধৃত পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদ জানান, 'গত পঞ্চায়েত নির্বাচনে আমি কংগ্রেসের টিকিটে পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হলেও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলাম। আমার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগ থাকায় পুলিশ গ্রেপ্তার করেছে।' জিআরপি সূত্রে জানা গেছে- ধৃত পঞ্চায়েত সদস্যকে রবিবার জঙ্গিপুর আদালতে পাঠিয়ে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।
#Malda# Crime News# West Bengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...
দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...
ট্যাবের টাকার পরে হাওয়া হয়ে যেতে পারে কন্যাশ্রীর টাকাও, সতর্ক করে জেলায়-জেলায় চিঠি রাজ্য প্রশাসনের...
আগে নিজের প্রয়োজন মিটবে, তারপর আলু-পেঁয়াজ রপ্তানি, মূল্যবৃদ্ধি নিয়ে কড়া নির্দেশ মমতার...
জঞ্জালের স্তূপ উপচে পড়েছে পুকুরে, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা, চরম দুর্দশা ...
নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...
বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...
৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...
বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...
বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...
সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...
অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...
বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...
লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...
রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...