বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ১০ : ৫১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: দীপাবলির আবহে 'ভুল ভুলাইয়া ৩'-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে রোহিত শেঠির 'সিংহম এগেইন'। বলিউডের 'কপ ইউনিভার্স-এর বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দর্শকের আগ্রহের পারদ ছিল তুঙ্গে। তার উপর বহু গুজব ও টালবাহানা পেরিয়ে শেষমেশ ঘোষণা হয়েছিল 'সিংহম এগেইন'-এ থাকছেন সলমন খান! তাঁর অভিনীত জনপ্রিয় চরিত্র 'চুলবুল পাণ্ডে'র অবতারেই। ছবির একেবারে শেষে কয়েক মুহূর্তের জন্য হাজির হয়েছিলেন 'চুলবুল'।
খবর, রোহিতের 'কপ ইউনিভার্স-এর আগামী তৈরি হতে চলেছে সলমন খান এবং অজয় দেবগণকে নিয়ে! ছবির নামও নাকি ঠিক করা হয়েছে-' মিশন চুলবুল সিংহম'। খবর, সেই ছবির গল্প এগোবে 'সিংহম' ও 'চুলবুল'কে নিয়ে। 'মিশন চুলবুল সিংহম'ও যে অ্যাকশনের দিক থেকে কপ-ইউনিভার্সের বাকি ছবিদের ছাপিয়ে যাবে সেকথাও জোর গলায় জানিয়েছে সূত্র। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে রোহিতকে এই ছবির সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "সবে তো 'সিংহম এগেইন' মুক্তি পেয়েছে। একটু সময় দেওয়া হোক নিশ্চয়ই এই ছবি নিয়ে গুছিয়ে কাজ করব।" এরপরে অনুরাগীরা তাঁকে জিজ্ঞেস করেন, এই ছবিতে 'সিংহম'-এর সঙ্গে 'চুলবুল'-এর লড়াই দেখা যাবে নাকি? কারণ তা হলে জমে যাবে। শোনামাত্রই রোহিতের সহাস্য জবাব, " এর থেকেও কি ভালো পরিকল্পনা আমার মাথায় রয়েছে। একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে 'সিংহম' ও 'চুলবুল' লড়াই করবে। সেটা আরও জমবে।" উল্লেখ্য, 'সিংহম এগেইন' ছবির শেষে 'চুলবুল'কে পুলিশের একটি স্পেশ্যাল টাস্ক ফোর্স 'শিবা টাস্ক ফোর্স'-এর সদস্য হতে দেখা যায়। যে দলের ক্যাপ্টেন 'বাজিরাও সিংহম'।
'সিংহম' ফ্র্যাঞ্চাইজিতে 'চুলবুল'-এর পা রাখার ইঙ্গিত পরিস্কার। ফ্র্যাঞ্চাইজিকে বাড়ানোর অজস্র সব সম্ভাবনা বেড়ে গেল। ভবিষ্যতে এই ফ্র্যাঞ্চাইজিতে যে আরও বহু পরিচিত সব চরিত্রদের আনাগোনা শুরু হবে তা বলাই বাহুল্য। ওই সূত্র আরও জানিয়েছে, অজয় দেবগন এবং রোহিত শেঠির সঙ্গে প্রায় পারিবারিক সম্পর্ক থাকার দরুণ 'সিংহম এগেইন'-এ কাজ করতে রাজি হয়েছিলেন সলমন।
বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহম’। অভিনেতা অজয় দেবগণের হাত ধরে পরিচালক রোহিত শেঠির এই ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত। ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, ‘সিংহম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’। ওই দুই ছবির সাফল্যের পর ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে ‘কপ ইউনিভার্স’-কে আরও এগিয়েছেন রোহিত। এবার দশ বছর বাদে মুক্তি পেতে চলেছে ‘সিংহম ৩’ তথা ‘সিংহম এগেইন’।
নানান খবর

নানান খবর

Exclusive: অসুস্থ অরুণ মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচার! জানালেন নীল

গ্যাংস্টাররা ফিরেছে ভূত হয়ে! ঘোষণা হল রাম গোপাল-মনোজ বাজপেয়ীর ‘ভূতুড়ে’ কামব্যাকের

টানটান অ্যাকশন 'জগদ্ধাত্রী'তে, এক ঘায়ে গুন্ডাদের ধরাশায়ী করবে 'দুর্গা'! মেয়েকে চিনতে পারবে কি 'স্বয়ম্ভূ'?

Exclusive: স্বস্তিকাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে ভাবছেন সৃজিত! আসছে রহস্যে মোড়া নতুন থ্রিলার?

রণবীরের 'রামায়ণ'-এ 'হনুমান' হবেন সানি দেওল, পর্দায় কবে বাঁধবে লঙ্কাকাণ্ড?

বিশাল ভরদ্বাজের নতুন ছবিতে শাহিদের সঙ্গে এবার জুড়লেন তাব্বু? ‘হায়দার’ ত্রয়ীর ছবি দেখে তোলপাড় নেটপাড়া

আইনের মঞ্চে কথাকলি নেচে প্রতিশোধ— রইল ‘কেশরী চ্যাপ্টার ২’তে অক্ষয়ের নতুন লুক!

টাইম ট্র্যাভেল থেকে মারাত্মক ভিলেন— অতীত থেকে ভবিষ্যতের সময়পথ উল্টেপাল্টে এবার ইতিহাস বদলাবে কৃষ!

একদিকে পুলিশ, অন্যদিকে ‘বিগ বস’! রাজনীতি ও কৌতুকের কাঁটাতারের মাঝখানে বিতর্কের আগুন উস্কাচ্ছেন কুণাল কামরা

‘ভিডিও বৌমা’ থেকে বয়কট ঋ ও স্যান্ডিকে! ঠাকুরপুকুর গাড়িচাপা কাণ্ডের পর কড়া পদক্ষেপ চ্যানেল কর্তৃপক্ষের

পয়লা বৈশাখে 'সেনগুপ্ত পরিবার'-এ আবার অঘটন! 'সোনা'র বরকে কেন খুন করল 'দীপা'?

বাংলা ছবিতে বলিউডি শুভেচ্ছা! ঋতুপর্ণা-শর্মিলার ‘পুরাতন’-এর ঝলক দেখে আপ্লুত মাধবন কী বললেন?

ফেলুদা পারল না, করে দেখাল ‘তোপসে’! বিয়ে করলেন কল্পন মিত্র, পাত্রী কে জানেন?

‘তোকে কেন এত চেনা লাগছে?’ কাঞ্চনকে প্রথমবার দেখে অদ্ভুত অস্থিরতায় কেন ভুগেছিলেন রাখি গুলজার?

আট আটটা ছবি, একটাও মুক্তি পায়নি! ইরফান-নওয়াজের অনবদ্য যুগলবন্দি কি হারিয়ে যাবে চিরতরে?